fans-troll-indian-t20-wc-jersey-on-x

জুন মাসের ৫ তারিখ টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) অভিযান শুরু করছে ভারতীয় দল। বছরের গোড়াতেই টুর্নামেন্ট সূচি ও গ্রুপ বিন্যাস প্রকাশ করে দিয়েছিলো আয়োজক সংস্থা আইসিসি। ভারত রয়েছে গ্রুপ-এ’তে। তাদের সঙ্গে রয়েছে আয়ারল্যান্ড, পাকিস্তান, কানাডা ও আমেরিকা। গ্রুপ পর্বে নিজেদের প্রথম তিনটি ম্যাচ নিউ ইয়র্কে খেলবে টিম ইন্ডিয়া। শেষ ম্যাচটি রয়েছে ফ্লোরিডায়। ৫ তারিখ আয়ারল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামছে দল। ৯ তারিখ রয়েছে মহারণ। ভারত মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের। এরপর ১২ ও ১৫ তারিখ তাদের ম্যাচ রয়েছে যথাক্রমে মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার বিপক্ষে।

এগারো বছর আইসিসি ট্রফি জেতে নি ভারতীয় শিবির। সেই কারনেই আসন্ন টি-২০ বিশ্বকাপকেই পাখির চোখ করছে তারা। ২০২২ টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) পরেই ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটের জন্য নতুন পরিকল্পনা নিয়েছিলো বিসিসিআই। সিনিয়র ক্রিকেটারদের দূরে রেখে একঝাঁক তরুণকে দেখে নেওয়ার পথে হেঁটেছিলো ভারতের ক্রিকেট নিয়ামক সংস্থা। গত ৩০ এপ্রিল ১৫ সদস্যের যে স্কোয়াড ঘোষণা করেছে অজিত আগরকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি, সেখানেও স্থান হয়েছে এই তরুণদের মধ্যে অনেকের। টুর্নামেন্টের গুরুত্ব মাথায় রেখে ফেরানো হয়েছে রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলির (Virat Kohli) মত বেশ কয়েকজন সিনিয়রকেও। তারুণ্য আর অভিজ্ঞতার সঠিক ভারসাম্যই খুঁজছে ‘মেন ইন ব্লু।’

Read More: টি-২০ নয়, বরং ওয়ানডে বিশ্বকাপ লক্ষ্য ভারতের, স্কোয়াড থেকেই মিলছে প্রমাণ !!

ট্রলিং-এর শিকার ভারতের নতুন জার্সি-

Virat Kohli and Rohit Sharma | T20 World Cup | Image: Twitter
Virat Kohli and Rohit Sharma | Image: Twitter

টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) জন্য বিশেষ জার্সি গতকাল সামনে এনেছে প্রস্তুতকারী সংস্থা অ্যাডিডাস। গত বছরই জার্মান এই বহুজাতিক সংস্থার সাথে চুক্তি করেছে বিসিসিআই। তাদের ওডিআই বিশ্বকাপের জার্সিটি মনে ধরেছিলো ক্রিকেটজনতার। অনেককেই দেখা গিয়েছ স্টেডিয়ামে সেই জার্সি গায়ে চাপিয়ে যেতে। কিন্তু টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) নতুন জার্সিটি ব্যর্থ হয়েছে দাগ কাটতে। গাঢ় নীল রঙের জার্সির স্লিভদুটিতে রাখা হয়েছে গেরুয়া রং। রোহিত-বিরাটরা যে জামা গায়ে চাপিয়ে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে টি-২০ বিশ্বকাপ খেলতে চলেছেন, তার সাথে পেট্রল পাম্পের কর্মীদের ইউনিফর্মের মিল খুঁজে পেয়েছে নেটজনতা। সেই নিয়েই তুমুল হট্টগোল সমাজমাধ্যমে।

ভারতের নতুন জার্সিকে কটাক্ষ করে এক নেটিজেন লিখেছেন, ‘একজন জুনিয়র কর্মীকে মনে হয় এই ডিজাইন করার দায়িত্ব দেওয়া হয়েছিলো।’ আরেকজন লিখেছেন, ‘হলফ করে বলতে পারি এই জার্সি কেউ কিনবে না পয়সা খরচ করে।’ ‘কেবল নীল আর গেরুয়া রং ঢেলে দিলেই জার্সি সুন্দর দেখতে হয় না’ মন্তব্য আরও একজনের। ‘টুর্নামেন্টের আগেই ভারতকে ব্যাকফুটে পাঠিয়ে দিলো এই জার্সি’ আশাহত শুনিয়েছে আরও একজন’কে। ‘দাদা এক লিটার পেট্রল দেবেন?’ কোহলি, রোহিতদের এই নতুন জার্সি গায়ে ছবি পোস্ট করে সহাস্য মন্তব্য নেটদুনিয়ার এক নাগরিকের।

দেখে নিন ট্যুইটচিত্র-

Also Read: “কাউকে পরোয়া করি না…” T20 বিশ্বকাপের আগে টিম ইন্ডিয়াকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন কামিন্স, করলেন এই মন্তব্য !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *