DC vs RR, Match-56, Dream 11 Prediction in Bengali: দিল্লী বনাম রাজস্থান ম্যাচে ফ্যান্টাসি ক্রিকেটের সুপারস্টার হবেন কারা? দেখুন সব তথ্য এক ক্লিকে !! 1

IPL 2024: আইপিএলের আসরে এক মহাগুরুত্বপূর্ণ ম্যাচে মঙ্গলবার দিল্লী ক্যাপিটালস মুখোমুখি হচ্ছে রাজস্থান রয়্যালসের (DC vs RR)। ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দিল্লী (DC) আপাতত রয়েছে লীগ টেবিলের ছয় নম্বরে। মঙ্গলবারের ম্যাচে দুই পয়েন্ট পেলে তাদের প্লে-অফের স্বপ্ন বেঁচে থাকবে আপাতত। ঘরের মাঠে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে চাইবেন ঋষভ পন্থরা। অন্যদিকে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে শেষ বলে মাত্র ১ রানের ব্যবধানে হারের পর খানিক ব্যাকফুটে রাজস্থান রয়্যালস (RR)। তাদের প্লে-অফে পা রাখা এখন সময়ের অপেক্ষা। তবে সানরাইজার্স ম্যাচের পরাজয় তাদের লীগ টেবিলের শীর্ষস্থান থেকে নামিয়ে দিয়েছে দ্বিতীয় স্থানে। মঙ্গলবার দুই পয়েন্ট নিশ্চিত করে ফের পয়েন্ট তালিকার মগডালে ফিরতে চাইবেন সঞ্জু স্যামসনরা।

টি-২০ বিশ্বকাপে জায়গা না হলেও দিল্লী ক্যাপিটালসের (DC) হয়ে ওপেন করতে নামবেন জেক ফ্রেজার ম্যাকগার্কই। অজি তরুণ অবিশ্বাস্য সব ইনিংস খেলেছেন ইতিমধ্যেই। চাইবেন রাজস্থান ম্যাচেও তার পুনরাবৃত্তি করতে। সঙ্গে থাকতে পারেন পৃথ্বী শ (Prithvi Shaw)। তিন নম্বরে দেখা যেতে পারে ওয়েস্ট ইন্ডিজের শে হোপ’কে। চারে হয়ত ব্যাট করতে নামবেন অভিষেক পোড়েল। মঙ্গলবারের ম্যাচে অ্যাঙ্করের ভূমিকায় নয়, বরং তাঁর থেকে ঝোড়ো ক্যামিওর আশায় থাকবে দল। এরপর পাঁচে দেখা যেতে পারে অধিনায়ক ঋষভ পন্থ’কে (Rishabh Pant)। ছয়ে ফিনিশার হিসেবে খেলতে পারেন ট্রিস্টান স্টাবস (Tristan Stubbs)। অক্ষর-কুলদীপের স্পিন জুটি থাকছে দিল্লী একাদশে। এছাড়া পেস ত্রয়ী হিসেবে বাম হাতি খলিলের সাথে দেখা যেতে পারে মুকেশ কুমার ও লিজাড উইলিয়ামসকে।

রাজস্থান রয়্যালসের হয়ে ইনিংসের শুরুটা করবেন জস বাটলার (Jos Buttler) ও যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলতে পারেন বাটলার। তিনে নামতে দেখা যাবে অধিনায়ক সঞ্জু স্যামসনকে (Sanju Samson)। ভালো ফর্মে রয়েছেন তিনি। নজর থাকবে রিয়ান পরাগের দিকেও। রানের মধ্যে রয়েছেন অসমের তরুণও। এরপর পাঁচ নম্বরে ব্যাট হাতে রাজস্থানের হয়ে দেখা যেতে পারে শিমরণ হেটমায়ারকে (Shimron Hetmyer)। ছয় ও সাত নম্বরে নামতে পারেন ধ্রুব জুড়েল ও রোভম্যান পাওয়েল। ঝোড়ো ইনিংস খেলার দায়িত্ব থাকবে তাঁদের উপর। রাজস্থান রয়্যালসের হয়ে মঙ্গলবার স্পিন বিভাগ সামলাবেন অভিজ্ঞ অশ্বিন ও যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। পেস বিভাগে ট্রেন্ট বোল্ট, সন্দীপ শর্মার সাথে যুক্ত হতে পারেন আবেশ খান।

Read More: IPL 2024: এখনও প্লে-অফ খেলতে পারে মুম্বই ইন্ডিয়ান্স,টিমটিম করে জ্বলছে আশার আলো!!

IPL ম্যাচের সময়সূচি-

দিল্লী ক্যাপিটালস (DC) বনাম রাজস্থান রয়্যালস (RR)

ম্যাচ নং- ৫৬

তারিখ- ০৬/০৫/২০২৪

ভেন্যু- অরুণ জেটলি স্টেডিয়াম, দিল্লী

সময়- সন্ধ্যে ৭টা ৩০ মিনিট (ভারতীয় সময়)

Delhi Pitch and Weather (পিচ ও আবহাওয়া রিপোর্ট)-

Arun Jaitley Stadium, Delhi | DC vs RR | Image: Twitter
Arun Jaitley Stadium, Delhi | Image: Twitter

অরুণ জেটলি স্টেডিয়ামে মাঠে নামছে দিল্লী ক্যাপিটালস ও রাজস্থান রয়্যালস (DC vs RR)। চলতি মরসুমে দিল্লীর মাঠে বড় রান উঠতে দেখা গিয়েছে নিয়মিত। দ্রুত আউটফিল্ড, ছোটো বাউন্ডারি ও ব্যাটিং সহায়ক বাইশ গজের সুবিধা নিয়ে নিয়মিত রানের পাহাড় গড়েছেন ব্যাটাররা। দিল্লী বনাম রাজস্থান ম্যাচেও সেই একই দৃশ্য দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। দিল্লীর মাঠে এখনও অবধি আইপিএলের ৮৮টি ম্যাচ আয়োজন করা হয়েছে। প্রথম ব্যাটিং করে জয়ের সংখ্যা ৪১। রান তাড়া করে জয়ের সংখ্যা ৪৬। ১টি ম্যাচ অমীমাংসিত ভাবে শেষ হয়েছে। মঙ্গলবারের খেলায় টসজয়ী অধিনায়ক প্রথমে বোলিং বেছে নিতে পারে।

মঙ্গলবার দেশের রাজধানী শহর দিল্লীতে দিনের সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছুঁতে পারে ৪২ ডিগ্রী। সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ২৭ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ১৮ শতাংশ। এছাড়াও খেলা চলার সময় ১১ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বায়ুপ্রবাহের পূর্বাভাস রয়েছে। আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা। একই সঙ্গে আশঙ্কার বাণীও শুনিয়েছে হাওয়া অফিস। জানা গিয়েছে মঙ্গলবার দিল্লীতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ১০ শতাংশ। তা খেলায় প্রভাব ফেলে কিনা এখন নজর রয়েছে সেইদিকেই।

দুই দলের সম্ভাব্য একাদশ-

DC vs RR | Image: Getty Images
DC vs RR | Image: Getty Images

দিল্লী ক্যাপিটালস (DC)-

জেক ফ্রেজার ম্যাকগার্ক ✈, পৃথ্বী শ, অভিষেক পোড়েল, শে হোপ ✈, ঋষভ পন্থ, ট্রিস্টান স্টাবস ✈, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, লিজাড উইলিয়ামস ✈, মুকেশ কুমার, খলিল আহমেদ।

বিকল্প- রসিক দার সালাম, সুমিত কুমার, ললিত যাদব, ডেভিড ওয়ার্নার, ঈশান্ত শর্মা।

রাজস্থান রয়্যালস (RR)-

যশস্বী জয়সওয়াল, জস বাটলার ✈, সঞ্জু স্যামসন (অধিনায়ক/উইকেটরক্ষক), রিয়ান পরাগ, শিমরন হেটমায়ার ✈, রোভম্যান পাওয়েল ✈, ধ্রুব জুড়েল, রবিচন্দ্রণ অশ্বিন, ট্রেন্ট বোল্ট✈, সন্দীপ শর্মা, যুজবেন্দ্র চাহাল

বিকল্প- আবেশ খান, টম কোহলার ক্যাডমোর ✈, তনুষ কোটিয়ান, আবিদ মুস্তাক, নভদীপ সাইনি।

*✈-বিদেশী ক্রিকেটার।

DC vs RR, Dream 11 Prediction, Fantasy Tips-

ব্যাটার- জেক ফ্রেজার ম্যাকগার্ক, রিয়ান পরাগ, জস বাটলার

অলরাউন্ডার- অক্ষর প্যাটেল, রোভম্যান পাওয়েল

উইকেটরক্ষক- সঞ্জু স্যামসন, ঋষভ পন্থ

বোলার- ট্রেন্ট বোল্ট, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, খলিল আহমেদ

অধিনায়ক- জেক ফ্রেজার ম্যাকগার্ক

সহ-অধিনায়ক- সঞ্জু স্যামসন

বিধিসম্মত সতর্কীকরণ-

পূর্বের ফলাফল, গত কয়েকটি ম্যাচে দুই দলের ফর্ম এবং অন্যান্য ক্রিকেটীয় বিষয়ের পর্যালোচনা করে প্রতিবেদন লেখকের নিজস্ব বিবেচনা বোধ থেকে এই ভবিষ্যদ্বাণী করা হয়েছে। আপনার ফ্যান্টাসি টিম সাজানোর সময়, উল্লিখিত পয়েন্টগুলি বিবেচনা করুন এবং নিজের সিদ্ধান্ত নিজে নিন।

Also Read: বিষাদের ছায়া ক্রিকেটজগতে, বলের আঘাতে প্রাণ হারালেন খেলোয়াড় !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *