"আমি চাই ও জিতুক...", টি-২০ বিশ্বকাপ নিয়ে চমকপ্রদ ভবিষ্যদ্বাণী যুবরাজ সিংয়ের, এই অধিনায়কের হাতে দেখছেন ট্রফি !! 1

অপেক্ষা আর দিনকয়েকের। তারপরেই ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে বসতে চলেছে টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) আসর। ২০ দল নিয়ে নব কলেবরে টুর্নামেন্ট আয়োজন করতে চলেছে আইসিসি। বছরের গোড়াতেই প্রকাশ করে দেওয়া হয়েছিলো গ্রুপ বিন্যাস ও প্রতিযোগিতার নির্ঘন্ট। ২০ দলকে পাঁচ দলের চারটি গ্রুপে ভাগ করা হয়েছে প্রাথমিক পর্বে। প্রতিটি দল খেলবে চারটে করে ম্যাচ। তারপর প্রতি গ্রুপের শীর্ষে থাকা দুটি করে দল যাবে দ্বিতীয় পর্বে। সেখানের আট দলকেও ভাগ করা হবে দুই গ্রুপে। সেই দুই গ্রুপের শীর্ষে থাকা দুটি করে দল জায়গা করে নেবে সেমিফাইনালে। শেষ চারের দ্বৈরথের পর থাকছে ফাইনালে ট্রফি জেতার লড়াই।

তারকা ক্রিকেটাররা অধিকাংশই ব্যস্ত আইপিএল খেলতে। কিন্তু হাত গুটিয়ে বসে নেই বিভিন্ন দেশের ক্রিকেট নিয়ামক সংস্থাগুলি। তারা চালিয়ে যাচ্ছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এপ্রিল মাসের শেষ সপ্তাহ থেকেই স্কোয়াড ঘোষণা করতে শুরু করে দিয়েছে অংশগ্রহণকারী দেশগুলি। ২৯ এপ্রিল প্রথম স্কোয়াড ঘোষণা করে ২০২১ সালের ফাইনালিস্ট নিউজিল্যান্ড। এরপর এই পথে হেঁটে একে একে দল সামনে আনে ভারত, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়ার মত খেতাব জয়ের দাবীদার অন্য দেশগুলিও। বাকি কেবল বাংলাদেশ, পাকিস্তানের মত কিছু দল। ক্রিকেটারদের নামের তালিকা সামনে আসার পর থেকেই টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) ফলাফল আন্দাজ করার প্রয়াস চালাচ্ছেন বিশেষজ্ঞরা। এই নিয়ে মুখ খুললেন ভারতীয় প্রাক্তনী যুবরাজ সিং-ও।

Read More: টি-২০ নয়, বরং ওয়ানডে বিশ্বকাপ লক্ষ্য ভারতের, স্কোয়াড থেকেই মিলছে প্রমাণ !!

রোহিতের হাত ধরে ট্রফি আসুক ভারতে, চান যুবি-

Rohit Sharma | t20 world cup 2024 | Image: Getty Images
Rohit Sharma | Image: Getty Images

২০০৭ সালে ভারতের হয়ে প্রথম টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) অংশ নিয়েছিলেন যুবরাজ সিং (Yuvraj Singh)। ইংল্যান্ডের বিরুদ্ধে এক ওভারে মারা ছয় ছক্কায় মাতিয়ে দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার মাটিতে বসা টুর্নামেন্টের আসর। দলের খেতাব জয়ে বড় অবদানও রেখেছিলেন তিনি। এরপর ভারত ২০১১’র ওডিআই বিশ্বকাপ জিতেছে। ২০১৩ সালে জিতেছে চ্যাম্পিয়ন্স ট্রফিও। কিন্তু টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) আর জেতা হয় নি। দীর্ঘ ১৭ বছরের অপেক্ষার এবার অবসান হোক, চাইছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অলরাউন্ডার। দক্ষিণ আফ্রিকার মাটিতে যে ইতিহাস মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) নেতৃত্বাধীন দল গড়েছিলো, তার পুনরাবৃত্তি এবার ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে চাইছেন তিনি। বিশ্বকাপজয়ী অধিনায়ক হিসেবে  নাম থাকুক রোহিত শর্মা’র, প্রার্থনা যুবরাজের।

এক সাক্ষাৎকারে যুবরাজ সিং (Yuvraj Singh) জানান, “আমি চাই রোহিত শর্মাকে বিশ্বকাপের ট্রফি এবং মেডেল সহ দেখতে। ওর প্রাপ্য সেটা।” ওডিআই বিশ্বকাপ না জিতলেও রোহিত আদতে টি-২০ বিশ্বকাপ কিন্তু জিতেছেন ভারতের জার্সিতে। ২০০৭ সালে তরুণ তুর্কি হিসেবে স্কোয়াডে ছিলেন তিনি। ১৬ বলে ৩০ রানের অনবদ্য ইনিংস-ও খেলেছিলেন ফাইনালে। ২০২৪-এ জিতলে ১৩ বছর পর ক্রিকেটের যে কোন ফর্ম্যাটে শুধু ভারতকে বিশ্বচ্যাম্পিয়নই করাবেন না হিটম্যান, একই সাথে তৃতীয় অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জিতে জায়গা করে নেবেন ইতিহাসের পাতায়। গত বছরের নভেম্বর মাসেও ভারতের সামনে সুযোগ ছিলো ওডিআই বিশ্বকাপ জেতার, কিন্তু ভেঙেছে সেই স্বপ্ন। কুড়ি-বিশের ফর্ম্যাটে কি হয় ফলাফল, তার উত্তর লুকিয়ে সময়ের গর্ভে।

Also Read: “কাউকে পরোয়া করি না…” T20 বিশ্বকাপের আগে টিম ইন্ডিয়াকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন কামিন্স, করলেন এই মন্তব্য !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *