t20-wc-ind-vs-pak-dream-11-prediction

T20 World Cup: মহারণের অপেক্ষায় প্রহর গুণছে নিউ ইয়র্ক। ৯ তারিখ নাসাও কাউন্টির ক্রিকেট স্টেডিয়ামে সম্মুখসমরে নামছে ভারত ও পাকিস্তান (IND vs PAK)। ক্রিকেটের বৃহত্তম প্রতিদ্বন্দ্বীতার রেশ উপমহাদেশ থেকে ছড়িয়ে পড়েছে সুদূর নিউ ইয়র্কেও। টিকিটের জন্য দেখা গিয়েছে হাহাকার। জমজমাট ম্যাচ হবে, ধরে নিচ্ছেন সকলে। মাঠে নামার আগে দুই দল অবশ্য দাঁড়িয়ে দুই মেরুতে। গ্রুপ পর্বের প্রথম খেলায় আয়ারল্যান্ডকে সহজেই হারিয়ে আত্মবিশ্বাসী ভারত। তারা রবিবার টানা দ্বিতীয় জয় ছিনিয়ে নিয়ে টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) সুপার এইটের দিকে এক পা বাড়িয়ে দিতে চাইবে। অন্যদিকে অপেক্ষাকৃত দুর্বল মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ডালাসের মাঠে অপ্রত্যাশিত ভাবেই হেরেছে পাকিস্তান। রবিবার হারলে বিদায় একপ্রকার নিশ্চিত তাদের। অস্তিত্বরক্ষার লড়াইতে নামতে হচ্ছে বাবর আজমদের।

উইনিং কম্বিনেশন সম্ভবত ভাঙবেন না কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। আগের দিন আয়ারল্যান্ডের বিরুদ্ধে চোট পেলেও আপাতত সুস্থ রোহিত শর্মা (Rohit Sharma)। ওপেন করবেন তিনিই। সাথে থাকবেন বিরাট কোহলি (Virat Kohli)। পছন্দের প্রতিপক্ষের বিরুদ্ধে চেনা ছন্দে ফিরতে চাইবেন তিনি। এরপর থাকতে পারেন ঋষভ পন্থ (Rishabh Pant)। টপ-অর্ডারে গত দুটি ম্যাচে বেশ ভালো খেলেছেন তিনি। চার নম্বরে সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav) খেলাতে পারে ভারত। কঠিন পিচে তাঁর থেকে দায়িত্বশীল ইনিংসের আশায় দল। পাঁচে থাকছেন বিগ-হিটার শিবম দুবে (Shviam Dube)। ফিনিশার হিসেবে ছয়ে দেখা যাবে হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya)। দুই স্পিন বোলিং অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেলের জায়গা হতে পারে একাদশে। পেস বিভাগে থাকছেন বুমরাহ-সিরাজ-আর্শদীপ ত্রয়ী। অতিরিক্ত পেস বিকল্প হতে পারেন শিবম দুবে ও হার্দিক।

আমেরিকার বিরুদ্ধে হারের পর রবিবার ঘুরে দাঁড়ানোর লড়াই পাকিস্তানের। তাদের হয়ে ওপেন করতে পারেন মহম্মদ রিজওয়ান ও বাবর আজম (Babar Azam)। ২০২১-এর সাফল্যের পুনরাবৃত্তি চাইবেন দুজনেই। তিনে দেখা যেতে পারে তরুণ সাইম আইয়ুব’কে। চারে থাকতে পারেন পিএসএল-এর সেরা ব্যাটার নির্বাচিত হওয়া উসমান খান (Usman Khan)। ভারতীয় বোলিং-এর বিরুদ্ধে পালটা আক্রমণের নীতি নিতে পাঁচ ও ছয়ে ফখর জামান (Fakhar Zaman) ও শাদাব খানকে নামাতে পারে পাকিস্তান। বাদ পড়তে পারেন আজম খান। সাতে ‘ফিনিশার’-এর ভূমিকা পালন করবেন ইফতিকার আহমেদ। একমাত্র স্পিনার হতে পারেন শাদাব’ই। নাসাও কাউন্টির পেস সহায়ক পিচে গতির ঝড় তুলতে হারিস রউফ (Haris Rauf), শাহীন শাহ আফ্রিদির সাথে জুড়ে দেওয়া হতে পারে ডান হাতি নাসিম শাহ ও বাম হাতি মহম্মদ আমিরকে।

Read More: T20 World Cup: রশিদের ঘূর্ণিতে মাত নিউজিল্যান্ড, ইতিহাস গড়লেন আফগান অধিনায়ক !!

T20 World Cup ম্যাচের সময়সূচি-

ভারত (IND) বনাম পাকিস্তান (PAK)

ম্যাচ নং- ১৯

তারিখ- ০৯/০৬/২০২৪

ভেন্যু- নাসাও কাউন্টি ক্রিকেট স্টেডিয়াম, নিউ ইয়র্ক

সময়- রাত ৮টা (ভারতীয় সময়)

New York Pitch and Weather (পিচ ও আবহাওয়া)-

Nassau County Cricket Stadium | T20 World Cup | Image: Getty Images
Nassau County Cricket Stadium | Image: Getty Images

নিউ ইয়র্কের নাসাও কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত হবে ভারত-পাক ম্যাচটি। ক্রিকেটদুনিয়ার চর্চায় জায়গা করে নিয়েছে নবনির্মিত এই স্টেডিয়ামের বাইশ গজ। ড্রপ-ইন পিচ ব্যবহৃত হচ্ছে নিউ ইয়র্কে, যা তৈরি হয়েছে অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে। এখনও অবধি তার যা চরিত্র দেখা গিয়েছে তাতে রীতিমত বিরক্ত ক্রিকেটবোদ্ধারা। স্পঞ্জি বাউন্স থাকায় ব্যাটারদের আহত হওয়ার সম্ভাবনা রয়েছে বলছেন অনেকে। যে কয়টি ম্যাচ এখানে খেলা হয়েছে, প্রতিটিতেই ছড়ি ঘুরিয়েছেন পেসাররা। ব্যাটারদের কাছে রবিবারও এই পিচ চ্যালেঞ্জিং হওয়ার সম্ভাবনা। টসজয়ী অধিনায়ক প্রথমে বোলিং করতে পারেন।

আমেরিকার বিগ অ্যাপল-এ কেমন থাকবে আবহাওয়া? খেলা শুরুর আগে প্রশ্নের উত্তরের সন্ধানে সকলে। হাওয়া অফিস জানাচ্ছে রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্র থাকতে পারে ২৬ ডিগ্রী সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রী সেলসিয়াস। নিউ ইয়র্কের বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকতে পারে ৫০ শতাংশ। এছাড়াও ম্যাচ চলাকালীন ১৮ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বায়ু প্রবাহিত হওয়ার সম্ভাবনা থাকছে। আবহাওয়াবিদ্‌রা জানিয়েছেন যে রবিবার আকাশ আংশিক মেঘলা থাকবে। বৃষ্টিপাতের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সম্ভাবনা রয়েছে ২০ শতাংশ।

IND vs PAK, হেড টু হেড পরিসংখ্যান-

IND vs PAK | T20 World Cup | Image: Getty Images
IND vs PAK | Image: Getty Images

ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটে ভারত ও পাকিস্তান একে অপরের মুখোমুখি হয়েছে ১২ বার। দাপট দেখিয়েছে টিম ইন্ডিয়াই। তারা জিতেছে ৯বার। পক্ষান্তরে পাকিস্তানের জয়ের সংখ্যা ৩। ঘরের মাঠে ২টি ম্যাচ জিতেছে ‘মেন ইন ব্লু।’ ভারতের মাটিতে পাকিস্তান জিতেছে ১টি ম্যাচ। পাকিস্তানের মাটিতে কখনও টি-২০’র আসরে মুখোমুখি হয় নি দুই দল। নিরপেক্ষ মাঠে টিম ইন্ডিয়ার জয়ের সংখ্যা ৭, পাকিস্তান জিতেছে ২টি ম্যাচ। কুড়ি-বিশের বিশ্বকাপে (T20 World Cup) সাত সাক্ষাতের মধ্যে ৬টিতে জিতেছে ভারত। কেবল ২০২১-এ জিতেছিলো পাক শিবির।

দুই দলের সম্ভাব্য একাদশ-

IND vs PAK | T20 World Cup | Image: Getty Images
IND vs PAK | Image: Getty Images

ভারত (IND)-

বিরাট কোহলি, রোহিত শর্মা (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, আর্শদীপ সিং।

পাকিস্তান (PAK)-

মহম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), বাবর আজম (অধিনায়ক), সাইম আইয়ুব, উসমান খান, ফখর জামান, শাদাব খান, ইফতিকার আহমেদ, শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ, নাসিম শাহ, মহম্মদ আমির।

IND vs PAK, Dream 11 Prediction, Fantasy Tips-

ব্যাটার- রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ফখর জামান

উইকেটরক্ষক- ঋষভ পন্থ, মহম্মদ রিজওয়ান

অলরাউন্ডার- হার্দিক পান্ডিয়া

বোলার- জসপ্রীত বুমরাহ, আর্শদীপ সিং, মহম্মদ আমির, শাহীন শাহ আফ্রিদি

অধিনায়ক- জসপ্রীত বুমরাহ

সহ-অধিনায়ক- হার্দিক পান্ডিয়া

বিধিসম্মত সতর্কীকরণ-

পূর্বের ফলাফল, গত কয়েকটি ম্যাচে দুই দলের ফর্ম এবং অন্যান্য ক্রিকেটীয় বিষয়ের পর্যালোচনা করে প্রতিবেদন লেখকের নিজস্ব বিবেচনা বোধ থেকে এই ভবিষ্যদ্বাণী করা হয়েছে। আপনার ফ্যান্টাসি টিম সাজানোর সময়, উল্লিখিত পয়েন্টগুলি বিবেচনা করুন এবং নিজের সিদ্ধান্ত নিজে নিন।

Also Read: T20 World Cup: ফারুখি-রশিদ যুগলবন্দীতে চূর্ণ নিউজিল্যান্ড, সুপার এইটের দিকে পা বাড়ালো আফগানিস্তান !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *