বিশ্বকাপ জিতলেই মোটা টাকা ঢুকবে বাবর-রিজওয়ানদের পকেটে, ঘোষণা পাক প্রধানের !!

আর মাত্র কয়েকটি দিনের অপেক্ষা, তারপরেই শুরু হয়ে যাবে T20 বিশ্বকাপ (T20 World Cup 2024)। আমেরিকা যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিযে ১ থেকে ২৯ জুন পর্যন্ত অনুষ্ঠিত হতে চলেছে এই মেগা ইভেন্ট। আসন্ন বিশ্বকাপের আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) চেয়ারম্যান মহসিন নাকভি পাকিস্তান প্লেয়ারদের জন্য পুরস্কারের ঘোষণা করে দিয়েছেন। রবিবার পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় […]

পাকিস্তান জাতীয় ক্রিকেট দল (Pakistan National Cricket Team)

১৯৪৭ সালে ভারত থেকে বিচ্ছিন্ন হওয়ার পাঁচ বছর পর স্বতন্ত্র দল হিসেবে ক্রিকেটদুনিয়ায় আত্মপ্রকাশ করে পাকিস্তান (Pakistan Cricket Team)। এরপর যত সময় এগিয়েছে ততই উপমহাদেশ তথা বিশ্বের অন্যতম সেরা ক্রিকেট দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে পাক দল। পাকিস্তান ক্রিকেটের কার্যকলাপের তত্ত্বাবধানের দায়িত্বে রয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)। যারা ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি’র পূর্ণ সময়ের সদস্য। ক্রিকেটের তিন ফর্ম্যাট অর্থাৎ টেস্ট, ওয়ান ডে ও টি-২০তে অংশ নেওয়ার ছাড়পত্র রয়েছে পাকিস্তান ক্রিকেট দলের (Pakistan Cricket Team)। দেশে এবং বিদেশে পিসিবি ও আইসিসি’র নিয়ন্ত্রিত নানাবিধ টুর্নামেন্টে পাক দল সাধারণত অংশগ্রহণ করে থাকে।

১৯৫২ সালে ভারতের সুপারিশে পাকিস্তান ক্রিকেট দলকে টেস্ট খেলার সবুজ সংকেত দেওয়া হয়েছিলো। যদিও ১৯৮০র দশকের আগে পর্যন্ত বিশেষ সাফল্য পায় নি তারা। পাকিস্তান ক্রিকেট দল প্রথম বড় সাফল্য পায় ১৯৯২ সালে। অস্ট্রেলিয়ার মাঠে প্রতিকূল পরিস্থিতিকে পিছনে ফেলে বিশ্বকাপ জেতে তারা। পাকিস্তান দল আইসিসি আয়োজিত তিনটি সাদা বলের টুর্নামেন্টেই (ওডিআই বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি ও টি-২০ বিশ্বকাপ) খেতাব জয়ের নজির গড়েছে। এছাড়া মহাদেশীয় শ্রেষ্ঠত্ব প্রমাণের প্রতিযোগিতা-এশিয়া কাপেও একাধিকবার ট্রফি হাতের মুঠোয় নিয়েছে তারা। বর্তমানেও বিভিন্ন টুর্নামেন্টে অন্যতম ফেভারিট হিসেবেই মাঠে নামে পাকিস্তান দল।

পাকিস্তান জাতীয় ক্রিকেট দল সম্পর্কীত সাধারণ তথ্যাবলী (Pakistan Cricket Team General Information)-

সম্পূর্ণ নাম পাকিস্তান ক্রিকেট দল
ডাক নাম মেন ইন গ্রিন
স্থাপনা ১৯৪৮
নিয়ামক সংস্থা পাকিস্তান ক্রিকেট বোর্ড
সভাপতি/চেয়ারম্যান মহসীন নকভি
হেড কোচ আজহার মাহমুদ (অন্তর্বর্তীকালীন)
ক্যাপ্টেন শান মাসুদ (টেস্ট), বাবর আজম (টি-২০ ও ওয়ান ডে)
ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া ফেসবুক- @PakistanCricketBoard
ইন্সটাগ্রাম- @therealpcb
ট্যুইটার (X)- @TheRealPCB
ওয়েবসাইট – https://www.pcb.com.pk/
ই-মেল [email protected]
সম্পূর্ণ ঠিকানা পাকিস্তান ক্রিকেট বোর্ড, গদ্দাফি স্টেডিয়াম, ফিরোজপুর রোড, লাহোর, পাকিস্তান।
নেট ওয়ার্থ (২০২৩-২৪) ৫৫ মিলিয়ন মার্কিন ডলার (৪৫৮,৫৩,৭৪,৭৫০ টাকা)
স্পন্সর পেপসি, টিসিএল, পার্কভিউ সিটি, ট্রান্স গ্রুপ, এ স্পোর্টস, তামাশা

পাকিস্তান ক্রিকেট দলের ইতিহাস (History Of Pakistan Team in Bengali)-

  • ১৯৫২ সালে প্রথমবার টেস্ট খেলে পাকিস্তান দল। দিল্লীতে তাদের প্রতিপক্ষ ছিলো ভারত। প্রথম টেস্টে ইনিংস ও ৭০ রানের ব্যবধানে পরাজিত হয় পাকিস্তান। যদিও ঘুরে দাঁড়াতে বেশী সময় নেই নি তারা। দ্বিতীয় টেস্টেই হানিফ মহম্মদের অসামান্য পারফর্ম্যান্সের সুবাদে ভারতকে ইনিংস ও ৪৩ রানের ব্যবধানে হারায় তারা।
  • ১৯৫৪ সালে প্রথম ইংল্যান্ড সফরে যায় পাকিস্তান ক্রিকেট দল। ওভালে জয় ছিনিয়ে নেয় তারা। উপমহাদেশের বাইরে এটাই পাকিস্তানের প্রথম টেস্ট জয়। সিরিজ ১-১ ড্র হয়।
  • ১৯৮৬-৮৭ মরসুমে প্রথমবার চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মাটিতে টেস্ট সিরিজ জেতে পাকিস্তান ক্রিকেট দল। পাঁচ ম্যাচের সিরিজের প্রথম চারটি ম্যাচ অমীমাংসিত থাকার পর চেন্নাইতে শেষ টেস্টটিতে রুদ্ধশ্বাস জয় পায় তারা। প্রসঙ্গত এটিই ছিলো কিংবদন্তি সুনীল গাওস্করের শেষ টেস্ট ম্যাচ।
  • ১৯৮৬ সালে সংযুক্ত আরব আমিরশাহীতে ভারতকে হারিয়ে অস্ট্রালেশিয়া কাপ জেতে পাকিস্তান। শেষ বলে চেতন শর্মাকে ছক্কা মেরে জয় এনে দেন জাভেদ মিয়াঁদাদ।
  • ১৯৯২ সালে অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ইংল্যান্ডকে ফাইনালে হারিয়ে একদিনের ক্রিকেট বিশ্বকাপ জেতে পাকিস্তান দল।
  • ২০০৯ সালে লর্ডসের মাঠে শ্রীলঙ্কাকে হারিয়ে টি-২০ বিশ্বকাপ জেতে পাকিস্তান।
  • ২০১৭ সালে ওভালে ভারতের বিরুদ্ধে ফাইনাল জিতে চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব অর্জন করে পাকিস্তান দল।

বর্তমান পাকিস্তান স্কোয়াড (Full Pakistan Squad in Bengali)-

টেস্ট স্কোয়াড (Test Squad in Bengali)-

     নাম ভূমিকা   খেলার ধরণ জার্সি নম্বর
শান মাসুদ (অধিনায়ক) ব্যাটার বাম হাতি ব্যাটার,

ডান হাতি মিডিয়াম ফাস্ট বোলার

৯৪
আমির জামাল অলরাউন্ডার ডান হাতি ব্যাটার

ডান হাতি মিডিয়ান ফাস্ট বোলার

৬৫
আবদুল্লাহ শফিক ব্যাটার ডান হাতি ব্যাটার

ডান হাতি অফব্রেক বোলার

৫৭
আবরার আহমেদ বোলার ডান হাতি ব্যাটার

ডান হাতি লেগস্পিন বোলার

৪০
বাবর আজম ব্যাটার ডান হাতি ব্যাটার

ডান হাতি অফব্রেক বোলার

৫৬
ফাহিম আশরাফ অলরাউন্ডার বাম হাতি ব্যাটার

ডান হাতি মিডিয়াম ফাস্ট  বোলার

৪১
হাসান আলি বোলার ডান হাতি ব্যাটার

ডান হাতি মিডিয়াম ফাস্ট বোলার

৩২
ইমাম উল হক ব্যাটার বাম হাতি ব্যাটার

ডান হাতি লেগস্পিন বোলার

২৬
খুররম শাহজাদ বোলার ডান হাতি ব্যাটার

ডান হাতি মিডিয়াম ফাস্ট বোলার

৪৯
মীর হামজা বোলার বাম হাতি ব্যাটার

বাম হাতি মিডিয়াম ফাস্ট বোলার

৩৯
মহম্মদ রিজওয়ান উইকেটরক্ষক-ব্যাটার ডান হাতি ব্যাটার

ডান হাতি মিডিয়াম পেস বোলার

১৬
মহম্মদ ওয়াসিম জুনিয়র অলরাউন্ডার ডান হাতি ব্যাটার

ডান হাতি মিডিয়াম ফাস্ট বোলার

৭৪
নোমান আলি বোলার বাম হাতি ব্যাটার

বাম হাতি লেগস্পিন বোলার

সাইম আইয়ুব ব্যাটার বাম হাতি ব্যাটার

ডান হাতি হাতি মিডিয়াম পেস, অফব্রেক

৮৬
সলমন আলি আগা অলরাউন্ডার ডান হাতি ব্যাটার

ডান হাতি অফব্রেক বোলার

৬৭
সরফরাজ আহমেদ উইকেটরক্ষক-ব্যাটার ডান হাতি ব্যাটার

ডান হাতি অফব্রেক বোলার

৫৪
সাউদ শাকিল ব্যাটার বাম হাতি ব্যাটার

বাম হাতি স্লো অফব্রেক বোলার

৫৯
শাহীন শাহ আফ্রিদি বোলার বাম হাতি ব্যাটার

বাম হাতি ফাস্ট বোলার

১০

ওডিআই স্কোয়াড (ODI Squad In Bengali)-

      নাম  ভূমিকা   খেলার ধরণ জার্সি নম্বর
বাবর আজম (অধিনায়ক)  ব্যাটার ডান হাতি ব্যাটার

ডান হাতি অফব্রেক বোলার

 ৫৬
শাদাব খান অলরাউন্ডার ডান হাতি ব্যাটার

ডান হাতি লেগব্রেক বোলার

২৯
ফখর জামান ব্যাটার বাম হাতি ব্যাটার

বাম হাতি অর্থোডক্স স্পিন বোলার

৩৯
ইমাম উল হক ব্যাটার বাম হাতি ব্যাটার

ডান হাতি লেগস্পিন বোলার

২৬
আবদুল্লাহ শফিক ব্যাটার ডান হাতি ব্যাটার

ডান হাতি অফব্রেক বোলার

৫৭
মহম্মদ রিজওয়ান উইকেটরক্ষক-ব্যাটার ডান হাতি ব্যাটার

ডান হাতি মিডিয়াম পেস বোলার

১৬
সাউদ শাকিল ব্যাটার বাম হাতি ব্যাটার

বাম হাতি স্লো অফব্রেক বোলার

৫৯
ইফতিকার আহমেদ অলরাউন্ডার ডান হাতি ব্যাটার

ডান হাতি অফব্রেক বোলার

৯৫
সলমন আলি আগা অলরাউন্ডার ডান হাতি ব্যাটার

ডান হাতি অফব্রেক বোলার

৬৭
মহম্মদ নওয়াজ অলরাউন্ডার বাম হাতি ব্যাটার

বাম হাতি অর্থোডক্স স্পিন বোলার

১৩
উসামা মীর বোলার ডান হাতি ব্যাটার

ডান হাতি লেগব্রেক বোলার

২৪
হারিস রউফ বোলার ডান হাতি ব্যাটার

ডান হাতি ফাস্ট বোলার

৯৭
হাসান আলি বোলার ডান হাতি ব্যাটার

ডান হাতি মিডিয়াম ফাস্ট বোলার

৩২
শাহীন শাহ আফ্রিদি বোলার বাম হাতি ব্যাটার

বাম হাতি ফাস্ট বোলার

১০
মহম্মদ ওয়াসিম জুনিয়র অলরাউন্ডার ডান হাতি ব্যাটার

ডান হাতি মিডিয়াম ফাস্ট বোলার

৭৪

টি-২০ স্কোয়াড (Pakistan T-20 Squad in Bengali)-

      নাম ভূমিকা    খেলার ধরণ জার্সি নম্বর
বাবর আজম (অধিনায়ক)  ব্যাটার ডান হাতি ব্যাটার

ডান হাতি অফব্রেক বোলার

 ৫৬
আবরার আহমেদ বোলার ডান হাতি ব্যাটার

ডান হাতি লেগস্পিন বোলার

৪০
ফখর জামান ব্যাটার বাম হাতি ব্যাটার

বাম হাতি অর্থোডক্স স্পিন বোলার

৩৯
আজম খান উইকেটরক্ষক-ব্যাটার ডান হাতি ব্যাটার

উইকেটরক্ষক

৭৭
ইফতিকার আহমেদ অলরাউন্ডার ডান হাতি ব্যাটার

ডান হাতি অফব্রেক বোলার

৯৫
ইমাদ ওয়াসিম অলরাউন্ডার ডান হাতি ব্যাটার

ডান হাতি অফব্রেক বোলার

মহম্মদ আব্বাস আফ্রিদি বোলার ডান হাতি ব্যাটার

ডান হাতি মিডিয়াম ফাস্ট

৫৫
মহম্মদ রিজওয়ান উইকেটরক্ষক-ব্যাটার ডান হাতি ব্যাটার

ডান হাতি মিডিয়াম পেস বোলার

১৬
মহম্মদ আমির বোলার বাম হাতি ব্যাটার

বাম হাতি ফাস্ট মিডিয়াম

মহম্মদ ইরফান খান ব্যাটার ডান হাতি ব্যাটার

ডান হাতি মিডিয়াম ফাস্ট

৮০
নাসিম শাহ বোলার ডান হাতি ব্যাটার

ডান হাতি মিডিয়াম ফাস্ট বোলার

৭১
সাইম আইয়ুব ব্যাটার বাম হাতি ব্যাটার

ডান হাতি হাতি মিডিয়াম পেস, অফব্রেক

৮৬
শাদাব খান অলরাউন্ডার ডান হাতি ব্যাটার

ডান হাতি লেগব্রেক বোলার

২৯
শাহীন শাহ আফ্রিদি বোলার বাম হাতি ব্যাটার

বাম হাতি ফাস্ট বোলার

১০
উসামা মীর বোলার ডান হাতি ব্যাটার

ডান হাতি লেগব্রেক বোলার

২৪
উসমান খান ব্যাটার ডান হাতি ব্যাটার

ডান হাতি অফব্রেক বোলার

৭৮
জামান খান বোলার ডান হাতি ব্যাটার

ডান হাতি মিডিয়াম ফাস্ট বোলার

২৭

আইসিসি প্রতিযোগিতায় পাকিস্তান দলের পারফর্ম্যান্স-

  • ১৯৯২ সালে অস্ট্রেলিয়ার মাটিতে ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবার ইমরান খানের নেতৃত্বে পাকিস্তান ক্রিকেট দল আইসিসি ওয়ান ডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়।
  • ১৯৯৯ সালে পাকিস্তান আইসিসি ওডিআই বিশ্বকাপের ফাইনালে উঠলেও হারে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।
  • ২০০৭ বিশ্বকাপে গ্রুপ পর্বেই বিদায় নিতে হয় পাকিস্তানকে। হোটেলের ঘরে কোচ বব উলমারের রহস্যমৃত্যু ঘিরে তোলপাড় হয়েছিলো ক্রিকেটবিশ্ব।
  • ২০১১ সালে সেমিফাইনালে পৌঁছলেও মোহালির মাঠে ভারতের বিরুদ্ধে হেরে বিশ্বকাপ যাত্রা শেষ হয় পাকিস্তানের।
  • ২০২৩ বিশ্বকাপে তারা শেষে চারে পৌঁছতে পারে নি।
  • ২০০৭-এর টি-২০ বিশ্বকাপের ফাইনালে ভারতের বিরুদ্ধে পরাজিত হয় পাকিস্তান।
  • ২০০৯ সালের টি-২০ বিশ্বকাপে তারা ইউনিস খানের নেতৃত্বে শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
  • ২০২২ টি-২০ বিশ্বকাপের ফাইনালে পৌঁছলেও হারতে হয় ইংল্যান্ডের বিরুদ্ধে।

পাকিস্তান ক্রিকেটারদের পরিসংখ্যান (Pakistan Players’ Stats)-

টেস্টে সেরা পাঁচ ব্যাটার-

      নাম ম্যাচ মোট রান ব্যাটিং গড় শতরান অর্ধশতক সর্বোচ্চ
ইউনিস খান ১১৮ ১০০৯৯ ৫২.০৫ ৩৪ ৩৩ ৩১৩
জাভেদ মিয়াঁদাদ ১২৪ ৮৮৩২ ৫২.২৭ ২৩ ৪৩ ২৮০*
ইনজামাম-উল-হক ১১৯ ৮৮২৯ ৫০.১৬ ২৫ ৪৬ ৩২৯
মহম্মদ ইউসুফ ৯০ ৭৫৩০ ৫২.২৯ ২৪ ৩৩ ২২৩
আজহার আলি ৯৭ ৯৭৪২ ৪২.২৬ ১৯ ৩৫ ৩০২*

টেস্টে সেরা পাঁচ বোলার-

    নাম ম্যাচ উইকেট বোলিং গড় ইনিংসে ৫ উইকেট ম্যাচে ১০ উইকেট সর্বোচ্চ
ওয়াসিম আক্রম ১০৪ ৪১৪ ২৩.৬২ ২৫ ০৫ ৭/১১৯
ওয়াকার ইউনিস ৮৭ ৩৭৩ ২৩.৫৬ ২২ ০৫ ৭/৭৬
ইমরান খান ৮৮ ৩৬২ ২২.৮১ ২৩ ০৬ ৮/৫৮
দানিশ কানেরিয়া ৬১ ২৬১ ৩৪.৭৯ ১৫ ০২ ৭/৭৭
ইয়াসির শাহ ৪৮ ২৪৪ ৩১.৩৮ ১৬ ০৩ ৮/৪১

ওয়ান ডে-তে সেরা পাঁচ ব্যাটার-

      নাম ম্যাচ মোট রান ব্যাটিং গড় শতরান অর্ধশতরান সর্বোচ্চ
ইনজামাম উল হক ৩৭৫ ১১৭০১ ৩৯.৫৩ ১০ ৮৩ ১৩৭*
মহম্মদ ইউসুফ ২৮১ ৯৫৫৪ ৪২.০৮ ১৫ ৬২ ১৪১*
সঈদ আনোয়ার ২৪৭ ৮৮২৪ ৩৯.২১ ২০ ৪৩ ১৯৪
শাহীদ আফ্রিদি ৩৯৩ ৮০২৭ ২৩.৮১ ০৬ ৩৯ ১২৪
শোয়েব মালিক ২৮৭ ৭৫৩৪ ৩৪.৫৫ ০৯ ৪৪ ১৪৩

ওয়ান ডে-তে সেরা পাঁচ বোলার-

    নাম ম্যাচ উইকেট বোলিং গড় ইনিংসে ৫ উইকেট সর্বোচ্চ
ওয়াসিম আক্রম ৩৫৬ ৫০২ ২৩.৫২ ০৬ ৫/১৫
ওয়াকার ইউনিস ২৬২ ৪১৬ ২৩.৮৪ ১৩ ৭/৩৬
শাহীদ আফ্রিদি ৩৯৩ ৩৯৩ ৩৪.৫৩ ০৯ ৭/১২
সাকলাইন মুস্তাক ১৬৯ ২৮৮ ২১.৭৮ ০৬ ৫/২০
আব্দুল রাজ্জাক ২৬১ ২৬৮ ৩১.৫৩ ০৩ ৬/৩৫

টি-২০তে সেরা পাঁচ ব্যাটার-

নাম ম্যাচ মোট রান ব্যাটিং গড় শতরান অর্ধশতরান সর্বোচ্চ
বাবর আজম ১১১ ৩৭১২ ৪১.২৪ ০৩ ৩৩ ১২২
মহম্মদ রিজওয়ান ৯২ ৩০২৬ ৪৯.৬০ ০১ ২৬ ১০৪*
মহম্মদ হাফিজ ১১৯ ২৫১৪ ২৬.৪৬ ০০ ১৪ ৯৯*
শোয়েব মালিক ১২৩ ২৪২৩ ৩১.৪৬ ০০ ০৯ ৭৫
উমর আকমল ৮৪ ১৬৯০ ২৬.০০ ০০ ০৮ ৯৪

টি-২০তে সেরা পাঁচ বোলার-

    নাম ম্যাচ উইকেট বোলিং গড় ইনিংসে ৫ উইকেট সর্বোচ্চ
শাদাব খান ৯৪ ১০৬ ২১.৮৪ ০০ ৪/৮
শাহীদ আফ্রিদি ৯৮ ৯৭ ২৪.৩৫ ০০ ৪/১১
হারিস রউফ ৬৬ ৯০ ২১.৮১ ০০ ৪/১৮
উমর গুল ৬০ ৮৫ ১৬.৯৭ ০২ ৫/৬
সঈদ আজমল ৬৪ ৮৫ ১৭.৮৩ ০০ ৪/১৯

পাকিস্তানের প্রধান স্টেডিয়ামগুলি (Famous Stadiums in Pakistan in Bengali)-

  • গদ্দাফি স্টেডিয়াম, লাহোর
  • ন্যাশনাল স্টেডিয়াম, করাচী
  • মুলতান ক্রিকেট স্টেডিয়াম, মুলতান
  • রাওয়ালপিণ্ডি ক্রিকেট স্টেডিয়াম, রাওয়ালপিণ্ডি

পাকিস্তান জাতীয় ক্রিকেট দল সম্পর্কীত প্রশ্নাবলী (Pakistan National Cricket Team FAQs)-

পাকিস্তান ওডিআই ক্রিকেট বিশ্বকাপে কতবার ভারতকে পরাজিত করেছে?

ওডিআই বিশ্বকাপে পাকিস্তান তাদের উপমহাদেশীয় প্রতিদ্বন্দ্বী ভারতের বিরুদ্ধে আটবার মাঠে নেমেও তাদের হারাতে পারে নি।

পাকিস্তান কত সালে বিশ্বকাপ জেতে?

১৯৯২ সালে পাকিস্তান একদিনের ক্রিকেটের বিশ্বকাপ জেতে। ২০০৯ সালে জেতে টি-২০ বিশ্বকাপ।

বর্তমানে পাকিস্তান দলের অধিনায়কের নাম কি?

বর্তমানে পাকিস্তান জাতীয় ক্রিকেট দলে রয়েছেন দুই অধিনায়ক। টেস্টে নেতৃত্ব দিচ্ছেন শান মাসুদ। সাদা বলের ক্রিকেটে নেতা বাবর আজম।

পাকিস্তানের কোন ক্রিকেটারকে 'সুলতান অফ স্যুইং' বলা হয়?

পাকিস্তানের ফাস্ট বোলার ওয়াসিম আক্রমকে সুলতান অফ স্যুইং বলে হয়ে থাকে।

শেষ কবে ভারত-পাক দ্বিপাক্ষিক সিরিজ হয়েছে?

২০১২ সালে শেষবার ভারত-পাক দ্বিপাক্ষিক সিরিজ আয়োজিত হয়েছিলো।