বর্তমানে নিউজিল্যান্ড দল রয়েছে পাকিস্তানে। সেখানে পাঁচ ম্যাচের একটি টি-২০ সিরিজ খেলবে তারা। আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ হারের পর ঘরের মাঠে কিউইদের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টায় রয়েছেন বাবর আজম (Babar Azam),মহম্মদ রিজওয়ানরা (Mohammad Rizwan)। পক্ষান্তরে নিউজিল্যান্ড দলের পাক সফরে দেখা যাবে না মিচেল স্যান্টনার (Mitchell Santner), কেন উইলিয়ানসন (Kane Williamson), টিম সাউদী (Tim Southee), ট্রেন্ট বোল্টদের (Trent Boult) মত তারকাদের। উইলিয়ামসন চোটের কারণে দীর্ঘ সময়ের জন্য ক্রিকেট থেকে ছিটকে গিয়েছেন আর বাকিরা ব্যস্ত আইপিএল খেলতে।
আগামীকাল অর্থাৎ ১৪ এপ্রিল থেকে শুরু হবে সিরিজ। চলবে ২৩ তারিখ অবধি। এরপর ৫টি একদিনের ম্যাচেও বাবরদের মুখোমুখি হবে টম ল্যাথামের দল। তবে সিরিজ শুরুর আগেই পাকিস্তানে বিদেশী ক্রিকেট তারকাদের আপ্যায়ন নিয়ে তৈরি হয়েছে জোর বিতর্ক। এক সাক্ষাৎকারে গুরুতর অভিযোগ করেছেন প্রাক্তন নিউজিল্যান্ড ক্রিকেটার সাইমন ডুল (Simon Doull)। সম্প্রতি পাকিস্তান সুপার লীগে (PSL) ধারাভাষ্য দিতে গিয়েছিলেন সাইমন ডুল। সেই সময়ে যে ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন তাঁকে হতে হয়, তা তুলে ধরেছেন প্রাক্তন ফাস্ট বোলার।
IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023
বাবরের সমালোচনা করায় পাকিস্তানে সমস্যায় সাইমন-

পাকিস্তান সুপার লীগে ধারাভাষ্যকার এবং সঞ্চালক হিসেবে কাজ করছিলেন সাইমন ডুল (Simon Doull)। পেশোয়ার জালমির একটি ম্যাচ চলাকালীন বাবর আজমের (Babar Azam) সমালোচনা করতে শোনা গিয়েছিলো তাঁকে। ম্যাচ চলাকালীন মাইক হাতে সাইমন পাকিস্তান অধিনায়কের স্ট্রাইক রেট নিয়ে মন্তব্য করেন। তাঁর মনে হয়েছিলো ব্যক্তিগত মাইলস্টোন ছোঁয়ার আকাঙ্ক্ষা থেকে অহেতুক মন্থর ইনিংস খেলছেন বাবর। যা ক্ষতি করছে তাঁর দলের। এই মন্তব্য নিয়ে ধারাভাষ্য চলাকালীনই সাইমনের সাথে বচসায় জড়ান প্রাক্তন পাকিস্তানী ক্রিকেটার আমির সোহেল (Amir Sohail) । সোশ্যাল মিডিয়ায় বাবর আজমের (Babar Azam) ভক্তদের থেকে নানা কটু কথা শুনতে হয় তাঁকে। তাঁর পরিবারের দিকে ইঙ্গিত করেও নানা খারাপ মন্তব্য করা হয়। সেগুলির স্ক্রিনশট নিজের সোশ্যাল মিডিয়ায় হ্যান্ডেলে পোস্ট করেছিলেন সাইমন।
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023
“ক্ষিদে, তেষ্টায় কষ্ট পেয়েছি…” বলছেন সাইমন ডুল-

সোশ্যাল মিডিয়া ট্রোলিং-এর পাশাপাশি পাকিস্তানে তাঁকে মানসিক হেনস্থার শিকার হতে হয়েছে বলেই অভিযোগ করেন সাইমন ডুল (Simon Doull) পাকিস্তানের টেলিভিশন চ্যানেল, ‘জিও টিভি’কে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন যে বাবর ভক্তরা রীতিমত হুমকি দিয়েছিলো তাঁকে। তিনি নির্ভয়ে রাস্তায় অবধি বেরোতে পারতেন না। নিজের সুরক্ষা নিয়ে চিন্তিত ছিলেন। কখনো কখনো খাবার বা তেষ্টা মেটানোর জলটুকুও থাকত না তাঁর কাছে। পাকিস্তানের অভিজ্ঞতাকে জেলের সাথে তুলনা করেছেন তিনি। শেষে জানান, ঈশ্বরের ইচ্ছায় কোনোক্রমে পালাতে সক্ষম হয়েছেন পাকিস্তান থেকে।
এশিয়া কাপ আয়োজন নিয়ে ইতিমধ্যেই বিতর্কের আবহ রয়েছে পাকিস্তান ক্রিকেট নিয়ে। সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলে পাকিস্তানে যেতে সম্মত হয় নি ভারতীয় বোর্ড। এরই মধ্যে সাইমন ডুলের (Simon Doull) অভিযোগ এই বিতর্কে নতুন মাত্রা যোগ করতে পারে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞ’রা। নিউজিল্যান্ডের হয়ে ৩২ টেস্টে ৯৮ উইকেট এবং ৪২ একদিনের ম্যাচে ৩৬ উইকেট নেওয়া ডুল এখন রয়েছেন ভারতে। আইপিএলের ধারাভাষ্য এবং সঞ্চালনার কাজ করছেন তিনি।
Virat Kohli | Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur