আইসিসি’র নিয়মকে বুড়ো আঙুল দেখালেন আজম খান, ব্যাটে প্যালেস্তাইনের পতাকা লাগিয়ে শাস্তির মুখে পাক ক্রিকেটার !!

বিতর্কের কেন্দ্রবিন্দুতে পাকিস্তানী তরুণ ক্রিকেটার আজম খান (Azam Khan)। সদ্যসমাপ্ত বিশ্বকাপে পাক দলে সুযোগ পান নি তিনি। প্রাক্তন উইকেটরক্ষক-ব্যাটার মঈণ খানের পুত্র সিনিয়র জাতীয় দলে নিজের জায়গা পাকা করার লক্ষ্য নিয়ে এখন ঘরোয়া ক্রিকেট খেলতে ব্যস্ত। গতকাল পাকিস্তানের জাতীয় টি-২০ প্রতিযোগিতায় লাহোর ব্লুজ (Lahore Blues) দলের হয়ে মাঠে নেমেছিলেন তিনি। প্রতিপক্ষ ছিলো করাচী হোয়াইটস (Karachi […]