IPL Final: ফাইনাল ম্যাচ হওয়ার কথা ছিলো গতকাল। সেই সম্ভাবনায় জল ঢেলে দেয় বৃষ্টি। একটি বলও কাল আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলা হয় নি। বিশ্বের জনপ্রিয়তম ফ্র্যাঞ্চাইজি টি-২০ প্রতিযোগিতার ফাইনালে শেষ হাসি হাসবে কে তা জানার জন্য বেড়েছিলো অপেক্ষার প্রহর। গতকাল রাত এগারোটার দিকে ভারতীয় বোর্ডের তরফে ঘোষণা করা হয় রবিবার খেলা হচ্ছে না। বদলে ফাইনাল ম্যাচ আয়োজিত হবে ‘রিজার্ভ ডে’তে। অর্থাৎ সোমবারে। ম্যাচ পিছোলেও সমর্থকদের আবেগে ভাটা পড়ে নি। দূর-দূরান্ত থেকে যাঁরা এসেছিলেন ফাইনালের সাক্ষী থাকতে তাদের কাউকে দেখা গিয়েছে রেলস্টেশনে রাত কাটাতে আবার কেউ তুমুল বৃষ্টির থেকে বাঁচতে আশ্রয় নিয়েছেন বিরাট কোহলির কাট-আউটের নীচে।
আজ সন্ধ্যে সাড়ে সাতটায় অবশেষে প্রকৃতির বাধা কাটিয়ে শুরু হলো ফাইনাল ম্যাচ। টসে জিতে চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি প্রথম ব্যাটিং-এর আমন্ত্রণ জানান গুজরাত টাইটান্সকে। মরসুমের প্রথম ম্যাচেও এই দুই দলই মুখোমুখি হয়েছিলো আহমেদাবাদের মাঠে। আজকের ফাইনাল দিয়ে যেন একটা বৃত্ত সম্পূর্ণ হলো। অধিকাংশ ম্যাচের মতই আজও ঝোড়ো গতিতে গুজরাতের ইনিংস শুরু করেছিলেন শুভমান গিল এবং ঋদ্ধিমান সাহার জুটি। টুর্নামেন্টের কমলা টুপির মালিক শুভমান আজও বড় স্কোর তুলবেন বলে মনে হচ্ছিলো আজ। কিন্তু তাঁকে ফেরায় মহেন্দ্র সিং ধোনির ৫ জু গতির স্টাম্পিং। অর্ধশতরান করে ফেরেন ঋদ্ধিমানও। টপ অর্ডারের দুই তারকাকে হারিয়েও উজ্জ্বলতা কমেনি টাইটান্সদের। আজ জ্বলে উঠলেন সাই সুদর্শন। ৪৭ বলে ৯৬ রান করে ২০২২-এর চ্যাম্পিয়নদের চালকের আসনে বসালেন তিনি। তরুণ বাঁ-হাতি ব্যাটারের ইনিংস দেখে মোহিত ক্রিকেটবিশ্ব।
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023
শুভমানের মঞ্চে আগুন জ্বললো সুদর্শনের ব্যাটে-

সামনে ছিলো বিরাট কোহলির ৯৭৩ রানের রেকর্ড। ১২৩ রান দূরে ছিলেন শুভমান গিল। গত চার ম্যাচে ৩টি শতরান ছিলো তাঁর। তাই আজকেও তাঁর থেকে মরসুমের চতুর্থ শতরানের আশা করেছিলেন অনেকেই। তিন রানের মাথায় জীবন ফিরে পেয়ে শুরুটাও ঝড়ের গতিতেই করেছিলেন শুভমান। কিন্তু তাঁকে থামিয়ে দিলেন মহেন্দ্র সিং ধোনি। জাদেজার অফ স্পিন শুভমানকে ক্রিজ থেকে খানিক সামনের দিকে টেনে এনেছিলো। বলের নাগাল পান নি শুভমান। দ্রুত তা দস্তানাবন্দী করে উইকেট ভেঙে দেন ধোনি। বিদ্যুতের গতিতে স্টাম্পিং দেখে মোহিত নেটজনতার মন্তব্য, ‘ঝড়ের চেয়েও দ্রুত ধোনির হাত।’ তাঁকে ‘একচল্লিশেও বিশ্বের সেরা’র তকমা দিয়েছেন নেটিজেনরা। ১৯ বলে ৩৯ রান করে থামেন শুভমান।
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023
ঋদ্ধিমান সাহা এর আগে আইপিএলের ফাইনালে ১১৫ রানের ইনিংস খেলেছিলেন। আজকেও অনবদ্য অর্ধশতরান করে নেটজনতার তারিফ কুড়োলেন তিনি। তবে প্রথম ইনিংসের নায়ক যদি বেছে নিতে হয় তবে তিনি অবশ্যই সাই সুদর্শন। তামিলনাড়ুর ২১ বর্ষীয় তরুণ আজ রীতিমত তাণ্ডব চালালেন আহমেদাবাদের মাঠে। ধ্রুপদী ড্রাইভ থেকে টি-২০ স্পেশ্যাল স্কুপ-সব ধরণের শট দিয়ে নিজের রানের ডালি সাজিয়েছিলেন আজ। মাঠের লাখ দর্শকের অধিকাংশই বড় ইনিংস আশা করছিলেন শুভমানের কাছে। কিন্তু জ্বলে উঠতে দেখলেন সুদর্শনকে। ৪৭ বলে ৯৬ রান করে পথিরানার বলে যখন আউট হলেন তিনি ততক্ষণে রানের পাহাড়ে গুজরাত। ‘সুদর্শন তো সিলেবাসের বাইরে থেকে এলো’ বলছেন জনৈক নেটিজেন। ‘ওর বয়স মাত্র একুশ?’ বিশ্বাসই করতে পারছেন না আরেকজন। ‘আরও এক প্রতিভার সন্ধান দিলো গুজরাত টাইটান্স’ বলছেন আরেক নেটনাগরিক। শেষমেশ ২১৪ রানে থামলো গুজরাত ইনিংস।
IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023
দেখুন ট্যুইটচিত্র-
https://twitter.com/133_AT_Hobart/status/1663208795223502848?s=20
https://twitter.com/aaparichituudu/status/1663204669617999872?s=20
https://twitter.com/superking1816/status/1663209316613242880?s=20
https://twitter.com/_FaridKhan/status/1663209146861191168?s=20
https://twitter.com/Sharjeel0208/status/1663205733524193280?s=20
https://twitter.com/ShuhidAufridi/status/1663208306087985152?s=20
https://twitter.com/sri_ashutosh08/status/1663209305364107264?s=20
https://twitter.com/risky_aashish/status/1663213361826512897?s=20
https://twitter.com/BihariSant007/status/1663213337579229184?s=20
https://twitter.com/PYegireddi/status/1663213311121592321?s=20