বিরাটকে রাম মন্দির যাওয়ার আমন্ত্রণ পাঠানো হলেও রোহিতকে করা হলো ইগনোর !! 1

Rohit Sharma: আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রায় ছয় হাজার মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছে। তালিকায় বেশ কয়েকজন ক্রিকেটাররাও শামিল রয়েছেন। সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar), এমএস ধোনির (MS Dhoni) পরেই আমন্ত্রণ পত্র পেলেন বিরাট কোহলি (Virat Kohli)।

গত মঙ্গলবার তাদের হাতে তুলে দেওয়া হয়েছিল এই আমন্ত্রণ পত্র। পাশাপশি, চতুর্থ ক্রিকেটার হিসেবে গতকাল রবিচন্দ্রন অশ্বিনকে (Ravichandran Ashwin) আমন্ত্রণ করা হলো। কিন্তু দুর্ভাগ্য বসত ভারতীয় দলের ক্যাপ্টেন রোহিত শর্মাকে (Rohit Sharma) এখনও আমন্ত্রণ করা হয়নি। আমন্ত্রণ পাননি বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন কপিল দেব (Kapil Dev) বা ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়ও (Rahul Dravid) ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন। এমনকি এই দিনেই সমস্ত কেন্দ্রীয় সরকারি অফিসে হাফ ছুটির ঘোষণা করেছে সরকার। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বৃহস্পতিবার এক সংবাদ সংস্থাকে এই বার্তা দিয়েছেন।

কামব্যাক ম্যাচেই শতরান হাঁকালেন রোহিত

Rohit sharma
Rohit Sharma | Image: Getty Images

ইতিমধ্যেই T20 আন্তর্জাতিকে ফিরছেন রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলি (Virat Kohli)। দীর্ঘ ১৪ মাস পর জাতীয় T20 দলে কামব্যাক করলেন এই দুই কিংবদন্তি। যদিও ব্যাক্তিগত কারণে প্রথম ম্যাচ খেলেননি বিরাট। প্রথম দুই ম্যাচে রোহিত কোনো রকম স্কোর করতে না পারলেও তৃতীয় ম্যাচে করলেন কামাল, মাত্র ২২ রানে ভারতের ৪ উইকেট পড়ে গেলেও অটল থাকেন রোহিত। রোহিত ৬৯ বলে ১১ চার ও ৮ ছক্কায় ১২১ রানের অপরাজিত ইনিংস খেলেন।

সূত্রের খবর অনুযায়ী, বিরাট কোহলি উক্ত দিনে হাজির থাকবেন। BCCI’এর থেকে তিনি পরামর্শ নিয়েছেন এই বিশেষ দিনে উপস্থিত থাকার জন্য। ২৫ তারিক থেকেই হায়দ্রাবাদে শুরু হতে চলেছে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ আর এই সিরিজটি WTC’র ক্ষেত্রে খুবই প্রয়োজনীয় হতে চলেছে। আপাতত ভারতীয় দল এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে এবং ইংল্যান্ডের বিরুদ্ধে জয় সুনিশ্চিত করে তালিকায় শীর্ষে উঠে আসার চেষ্টা করবে টিম ইন্ডিয়া। গত দুই WTC ফাইনালে টিম ইন্ডিয়াকে রানার্স আপ হয়েই খুশি থাকতে হয়েছে, তবে বছরের শুরু থেকে টিম ইন্ডিয়ার পারফরমেন্স নতুন উর্যার সৃষ্টি করেছে।

Read More: Rohit Sharma: “আম্বানির মুখে সপাটে চড়…” রোহিতের ব্যাটিং দেখে পাকিস্তানি ভক্ত দিলেন এই প্রতিক্রিয়া, সমাজ মাধ্যমে নিমেষে ভাইরাল !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *