rishabh-describe-teammates-in-one-word

গত দেড়-দুই বছর নানান ওঠানামার মধ্যে দিয়ে গিয়েছে ঋষভ পন্থের (Rishabh Pant) জীবন। ২০২২-এর ৩০ জুন গাড়ি চালিয়ে উত্তরাখণ্ডের রুরকিতে ফিরছিলেন তিনি। হাইওয়েতে এক সড়ক দুর্ঘটনা বদলে দিয়েছে তাঁর ক্রিকেটজীবনের গতিপথ। রাস্তার ডিভাইডারে ধাক্কা মেরে উলটে গিয়েছিলো তাঁর গাড়িটি। সাথে সাথে আগুন ধরে যায় তাতে। উইন্ডস্ক্রিণ ভেঙে কোনো রকমে বেরিয়ে আসতে পেরেছিলেন ঋষভ (Rishabh Pant) । প্রাণে বেঁচে যান তিনি। কিন্তু মুখে, পিঠে, পায়ে গম্ভীর ক্ষত সৃষ্টি হয়েছিলো। ছিঁড়ে গিয়েছিলো হাঁটুর লিগামেন্ট। প্রথমে দেহরাদুন ও পরে মুম্বইতে চিকিৎসা হয় তাঁর। করাতে হয় অস্ত্রোপচার। এরপর লম্বা সময় মাঠের বাইরে ছিলেন তিনি। চলে রিহ্যাব। অবশেষে ১৪ মাসের বিরতির পর ফের ক্রিকেটের ব্যাট হাতে তুলতে পেরেছেন তিনি। ফিরেছেন এবারের আইপিএলের।

লম্বা বিরতির পর মাঠে ফিরে আগের মতই সপ্রিতিভ ঋষভ পন্থ (Rishabh Pant) । ব্যাট হাতে ঝড় তুলেছেন আইপিএলে। উইকেটের পিছনেও তাঁকে দেখা গিয়েছে স্বমহিমায়। দারুণ আইপিএল পারফর্ম্যান্সের সুবাদে ভারতের টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) দলেও জায়গা করে নিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে চলতি টুর্নামেন্টে এখনও অবধি ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনিই। প্রতিকূল পরিস্থিতি কাটিয়ে উঠলেও জীবনের অন্ধকারতম অধ্যায়কে ভুলে যেতে পারছেন না ঋষভ। সম্প্রতি একাধিক সাক্ষাৎকারে দুর্ঘটনা ও দুর্ঘটনা পরবর্তী জীবনের স্মৃতিচারণ করতে দেখা গিয়েছে তাঁকে। খাওয়া বা হাঁটার মত সাধারণ কাজটুকু করাও যে কতটা কঠিন ছিলো তা জানিয়েছেন তিনি। তবে কষ্টের মাঝেও হাসতে ভোলেন নি তিনি। ভোলেন নি সতীর্থদের নিয়ে হাসিঠাট্টা করতেও।

Read More: Video: বিতর্কে জড়ালেন পাক ক্রিকেটার ইমাদ ওয়াসিম, তরুণীকে ‘কুপ্রস্তাব’ দেওয়ার ভিডিও ভাইরাল !!

সুপারস্টারদের নিয়ে অকপট ঋষভ পন্থ-

Rishabh Pant | Image: Twitter
Rishabh Pant | Image: Twitter

সম্প্রতি একটি সাক্ষাৎকার দিয়েছেন ঋষভ পন্থ (Rishabh Pant) । ভারতীয় দলের তরুণ তুর্কির কাছে তাঁর জাতীয় দল ও আইপিএল সতীর্থদের সম্পর্কে জানতে চাওয়া হয়। সঞ্চালক তাঁকে অনুরোধ করেছিলেন এক শব্দে মহাতারকা সতীর্থদের ব্যাখ্যা করতে। পিছিয়ে যায় নি ঋষভ। যেমন প্রতিপক্ষ বোলারদের বিরুদ্ধে ভয়ডরহীন ব্যাটিং করেন, তেমনই উত্তরও দিয়েছেন অকপটে। বিরাট কোহলিকে (Virat Kohli) এক শব্দে মাপতে গিয়ে তিনি জানান ‘’এনার্জি।’’ মাঠে যে অফুরাণ প্রাণশক্তির উদাহরণ তিনি রাখেন তাতে বিরাটকে ব্যাখ্যা করার এর চেয়ে ভালো প্রতিশব্দ হয় না বলেই মনে করছে ক্রিকেটমহল। এরপর মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) সম্পর্কে প্রশ্ন করা হয় তাঁকে। ঋষভ (Rishabh Pant)  ‘ক্যাপ্টেন কুল’-এর হিমশীতল মস্তিষ্কের কথা মাথায় রেখে বলেন, “শান্ততা।”

এরপর তাঁকে জিজ্ঞাসা করা হয় টিম ইন্ডিয়ার  (Team India) বর্তমান অধিনায়ক রোহিত শর্মা’র (Rohit Sharma) ব্যাপারে। হিটম্যানের হাসিঠাট্টা করার স্বভাবের দিকে ইঙ্গিত করে ঋষভ বলেন, “আমুদে।” সবশেষে তাঁকে জিজ্ঞাসা করা হয় দিল্লী ক্যাপিটালসের (DC) অস্ট্রেলীয় সতীর্থ ডেভিড ওয়ার্নারের (David Warner) ব্যপারে। সোশ্যাল মিডিয়ার দৌলতে ভারতীয় সমর্থকদের খুবই কাছের মানুষ হয়ে উঠেছেন অজি ওপেনার। ভারতীয় বিভিন্ন সোশ্যাল মিডিয়া ট্রেন্ডেও গা ভাসাতে দেখা যায় তাঁকে ও তাঁর পরিবারকে। এর আগে দিল্লী ফ্র্যাঞ্চাইজির ডায়রেক্টর অফ ক্রিকেট অপারেশনস সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) তাঁকে ভারতের আধার কার্ড দেওয়ার কথা বলেছিলেন মজা করে। সেই সুরে সুরে মেলাতে দেখা গেলো ঋষভ পন্থকেও (Rishabh Pant) । তিনিও ঠাট্টা করে ওয়ার্নারকে ‘ভারতীয়’ বলেন।

দেখে নিন কি বলেছেন ঋষভ-

Also Read: ভাগ্য খুললো KL রাহুলের, এই কিংবদন্তির জায়গায় বিশ্বকাপ দলে নিলেন এন্ট্রি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *