রোহিত-ধোনিকে উপেক্ষা করে এই কিংবদন্তিকে সর্বকালের সেরা ক্যাপ্টেনের তকমা লাগলেন বুমরাহ !!

জসপ্রিত বুমরাহ (Jasprit Bumrah) হলেন বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা বোলারদের একজন। বর্তমানে ভারতের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ জেতার অন্যতম সেরা প্রদর্শন দেখিয়েছিলেন এই কিংবদন্তি বোলার। তার এই দুরন্ত পারফরমেন্সের জেরেই বিশ্বকাপ টি-টোয়েন্টিতে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট’ এর খেতাব জিতেছিলেন বুমরাহ নিজেই। বিশ্বকাপের মঞ্চে যখনই তাকে বল হস্তান্তর করা হয়েছিল তখনই অসাধারণভাবে পারফর্ম করেছেন তিনি। এবার […]

মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)

বিশ্ব ক্রিকেটের অন্যতম বড় সুপারস্টার হলেন মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)। বর্তমান সময়ে ক্রিকেট থেকে দূরে থাকলেও দুই মাস তিনি ভক্তদের জন্যই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে হাজির হন এবং ভক্তরা তাকে কখনোই হতাশ করেন না। ধোনিকে দেখতে ভারতবর্ষের নানা প্রান্ত থেকেই ভিড় জমান স্টেডিয়ামের ভিতরেই।  কিংবদন্তি প্লেয়ার মহেন্দ্র সিং ধোনি ভারতীয় দলকে এনে দিয়েছেন আইসিসির তিনটি শিরোপা, এই সাফল্যের ফলে মহেন্দ্র সিং ধোনি ভারতীয় ভক্তদের প্রাণের টুকরো হয়ে উঠেছেন। ৭ জুলাই ১৯৮১ সালে বিহারের রাঁচিতে একটি হিন্দু রাজপুত পরিবারে জন্মগ্রহণ করেন এমএস ধোনি। যদিও ধোনির পরিবার উত্তরাখণ্ডের আলমোড়ার লামগাদা ব্লকে ধোনির বাবা পান সিং মেকনে জুনিয়র ম্যানেজমেন্ট পদে পাম্প অপারেটর হিসেবে কাজ করতেন এবং মা দেবকী দেবী।

ধোনির একজন বড় দাদা রয়েছেন যার নাম নরেন্দ্র সিং ধোনি (Narendra Singh Dhoni) এবং বোন জয়ন্তী গুপ্তা। পারিবারিক সমস্যার কারণে দাদার পরিচয় সবসময় গোপন রাখতেন মাহি।মহেন্দ্র সিং ধোনি ভারতীয় দলের হয়ে একাধিক ম্যাচ জিতিয়েছেন শুধুমাত্র অধিনায়ক হিসেবে নন একজন ব্যাটসম্যান হিসেবে তিনি খুবই ভয়ঙ্কর ছিলেন বিশ্বের সেরা ফিনিশারের তকমা তাকে দেওয়া হয়েছে। ২০২৪ সালের আইপিএল মহেন্দ্র সিং ধোনি বুঝিয়ে দিয়েছেন কেন তিনি বর্তমান সময়েও বিশ্বের সেরা ফিনিশাদের মধ্যে একজন ক্রিকেট থেকে দূরে থাকার পরেও লম্বা লম্বা ছক্কা হাঁকানোর ক্ষমতা রাখেন তিনি এখনও।

২০০৭ সালে ভারতীয় দল প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জয় করে মহেন্দ্র সিং ধোনির হাত ধরে এরপর ২০১১ সালে দীর্ঘ ২৮ বছরের প্রতীক্ষার অবসান ঘটান তিনি মেগা ফাইনালে গৌতম গাম্ভীরের ৯৭ ও তার ৯১ রানের দুর্দান্ত ইনিংসে সহযোগে ভারতীয় দল বিশ্বকাপ শিরোপা জয় লাভ করে এখানেই থেমে থাকেননি তিনি ২০১৩ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়লাভ করে ভারতীয় দলকে তিনটি আইসিসির খেতাব এনে দিয়েছিলেন তিনি শুধু আন্তর্জাতিক স্তরে নয়। ফ্রাঞ্চাইজি ক্রিকেটেও তিনি বেশ সফল একজন অধিনায়ক আইপিএলের মতন প্লাটফর্মে পাঁচবার শিরোপা জয় করেছেন তিনি এছাড়া দুইবার চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টি ও জিতেছে তার নেতৃত্বে ভারতীয় দল সর্বাধিক চারবার এশিয়া কাপ জয়লাভ করেছে। ব্যাট হাতে তিন ফরমেট মিলিয়ে মহেন্দ্র সিং ধোনি ১৬ হাজারের বেশি রান করেছেন।

এমএস ধোনির জীবনী এবং পারিবারিক তথ্য: (Mahendra Singh Dhoni’s Personal Life)

এমএস ধোনির পুরো নাম মহেন্দ্র সিং ধোনি
এমএস ধোনির ডাক নাম  ক্যাপ্টেন কুল, মাহি, থালা, এমএসডি
এমএস ধোনির জন্ম তারিখ ০৭-০৭-১৯৮১
এমএস ধোনির জন্মস্থান রাঁচি, ঝাড়খণ্ড
ধোনির বয়স ৪২ বছর
এমএস ধোনির জার্সি নম্বর
এমএস ধোনির বাবার নাম পান সিং 
এমএস ধোনির মায়ের নাম দেবকী সিং
এমএস ধোনির ভাইয়ের নাম নরেন্দ্র সিং ধোনি
এমএস ধোনির বোনের নাম জয়ন্তী গুপ্তা
এমএস ধোনির বৈবাহিক অবস্থা বিবাহিত
এমএস ধোনির স্ত্রীর নাম সাক্ষী ধোনি
এমএস ধোনির মেয়ের নাম জিভা ধোনি

মহেন্দ্র সিং ধোনি’র ক্রিকেট অভিষেক:

ফর্ম্যাট তারিখ প্রতিপক্ষ
টেস্ট ০২/১২/২০০৫ শ্রীলঙ্কা
ওয়ান ডে ২৩/১২/২০০৪ বাংলাদেশ
টি-২০ ০১/১২/২০০৬ দক্ষিণ আফ্রিকা

যে দলগুলির হয়ে খেলেছেন মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni’s Teams)-

ভারত, এশিয়া একাদশ, চেন্নাই সুপার কিংস, ইন্ডিয়ানস, ঝাড়খন্ড, রাইজিং পুনে সুপারজায়ান্ট, ইন্ডিয়া এ।

মহেন্দ্র সিং ধোনি’র পরিসংখ্যান (Mahendra Singh Dhoni’s Career Stats in Bengali)-

ফর্ম্যাট ম্যাচ মোট রান সর্বোচ্চ রান ব্যাটিং গড় স্ট্রাইক রেট শতরান অর্ধশতক উইকেট
Test ৯০ ৪৮৭৬ ২২৪ ৩৮.০৯ ৫৯.১২ ০৬ ৩৩ ০০
ODI ৩৫০ ১০,৭৭৩ ১৮৩* ৫০.৫৮ ৮৭.৫৬ ১০ ৭৩ ০১
T20i ৯৮ ১৬১৭ ৫৬ ৩৭.৬ ১২৬.১৩ ০০ ০২ ০০
IPL ২৬৪ ৫২৪৩ ৮৪ ৩৯.১৩ ১৩৭.৫৪ ০০ ০১ ২৪
FC ১৩১ ৭০৩৮ ২৪০ ৪০.৪৯ –- ০৯ ৪৭ ০০
List-A ৪২৩ ১৩,৩৫৩ ১৮৩* ৫০.৩৮ –- ১৭ ৮৭ ০২
T20 ৩৯১ ৭৪৩২ ৮৪* ৩৮.১১ ১৩৫.৬৪ ০০ ২৮ ৪৩

মহেন্দ্র সিং ধোনি জিজ্ঞাসিত প্রশ্ন-উত্তর (MS Dhoni FAQs)

মহেন্দ্র সিং ধোনি কবে জন্মগ্রহণ করেন?

৭ জুলাই ১৯৮১ সালে

মহেন্দ্র সিং ধোনি কতবার আইপিএল ট্রফি জিতেছেন?

এখনও পর্যন্ত ৫ বার (2024)

ভারত সর্বশেষ কবে বিশ্বকাপ জিতেছিল?

ভারত সর্বশেষ মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল