Mi, ipl 2024
Mumbai Indians | Image: Getty Images

TOP 4: ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ ও ২০২০-মোট পাঁচ বার আইপিএল (IPL) খেতাব জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স (MI)। টুর্নামেন্টের সফলতম দলের তালিকায় চেন্নাইয়ের (CSK) সাথে রয়েছে যুগ্মশীর্ষে। গত দশকটা সাফল্যে মোড়া হলেও নতুন দশকের প্রথম চারটে বছর খালি হাতেই কেটেছে তাদের। ধনকুবের মুকেশ আম্বানির দল গত তিন মরসুমের মধ্যে দুইবার লীগ শেষ করেছে দশম স্থানে অর্থাৎ সবার শেষে। অধিনায়ক পদ থেকে রোহিত শর্মাকে (Rohit Sharma) সরিয়ে দেওয়া হয়েছে। নতুন নেতা হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) হাত ধরে এবার স্বপ্ন দেখতে চেয়েছিলো মুম্বই। কিন্তু মুখ থুবড়ে পড়তে হয়েছে তা সত্ত্বেও। সাফল্য সুনিশ্চিত করতে আগামী মরসুমে নতুন উদ্যমে ঝাঁপাতে চায় তারা। রয়েছে মেগা অকশন। সেখানে নতুন করে তৈরি করা হবে দল। সাথে যুক্ত হবেন ‘রিটেনড’ হওয়া চার তারকা।

Read More: “স্লেজ করেছিলো হার্দিক…” IPL মিটতেই মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়কের বিরুদ্ধে বিস্ফোরক দীনেশ কার্তিক !!

হার্দিক পান্ডিয়া-

Hardik Pandya | IPL | Image: Getty Images
Hardik Pandya | Image: Getty Images

রিটেনশন তালিকায় প্রথম নাম হতে পারেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। গুজরাত টাইটান্স থেকে ২০২৪ মরসুমেই মুম্বই ইন্ডিয়ান্সে ফিরেছিলেন তিনি। রোহিত শর্মার মত কিংবদন্তি তারকার হাত থেকে নেতৃত্ব কেড়ে তুলে দেওয়া হয়েছিলো হার্দিকের হাতে। পারফর্ম্যান্স অবশ্য আশানুরূপ করতে পারেন নি তিনি। তারকা অলরাউন্ডার এই মরসুমে ১৪ ম্যাচ খেলে ব্যাট হাতে করেছেন মাত্র ২১৬ রান। গড় কেবল ১৮। একটি ম্যাচেও অর্ধশতরান করতে পারেন নি। বল হাতেও ১৪ ম্যাচে প্রায় ১১ ইকোনমি রেটে ১১টি উইকেট পেয়েছেন তিনি। পরিসংখ্যান পক্ষে না গেলেও মাত্র এক মরসুমেই হার্দিকের (Hardik Pandya) উপর থেকে আস্থা হারাতে নারাজ নীতা আম্বানিরা। দীর্ঘমেয়াদী অধিনায়ক হিসেবে তাঁরা চান হার্দিককে। ভবিষ্যতের কথা ভেবে তাই ধরে রাখা হতে পারে তাঁকে।

সূর্যকুমার যাদব-

Suryakumar Yadav | IPL | Image: Twitter
Suryakumar Yadav | Image: Twitter

তালিকায় দ্বিতীয় নাম হতে পারে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav)। কলকাতা নাইট রাইডার্সে আইপিএল (IPL) কেরিয়ার শুরু করলেও সূর্যের মহাতারকা হয়ে ওঠা মুম্বই ইন্ডিয়ান্স (MI) জার্সিতেই। ২০২৪ মরসুমের শুরুতে চোটের জন্য বেশ কিছু ম্যাচ খেলতে পারেন নি তিনি। প্রত্যাবর্তনেই অবশ্য জাত চিনিয়েছেন। ব্যাট হাতে ১১ ম্যাচে প্রায় ১৬৮ স্ট্রাইক রেটে সূর্যকুমার (Suryakumar Yadav) করেছেন ৩৪৫ রান। রয়েছে ১টি শতরান ও ৩টি অর্ধশতরান। এই মুহূর্তে টি-২০ ক্রিকেটে পয়লা নম্বর ব্যাটার তিনি। আইসিসি র‍্যাঙ্কিং-এ রয়েছেন সবার উপরে। ব্যাট হাতে একাই মুহূর্তে ম্যাচের রং বদলাতেওও সূর্যের জুড়ি মেলা ভার। মুম্বই ইন্ডিয়ান্সের অন্যতম সম্পদ তিনি। ২০২৫ আইপিএলের (IPL) আগে সেই কারণে তাঁকে কোনো মূল্যেই হাতছাড়া করতে চাইবে না পাঁচ বারের চ্যাম্পিয়নরা।

জসপ্রীত বুমরাহ-

Jasprit Bumrah | IPL | Image: Getty Images
Jasprit Bumrah | Image: Getty Images

তিন নম্বর নাম নিঃসন্দেহে হবেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। ২০১৩ সালে মুম্বই ইন্ডিয়ান্স (MI) জার্সিতে আইপিএল অভিষেক ঘটিয়েছিলেন তিনি। তারপর থেকে মুম্বইতেই রয়েছেন তিনি। একবারও দলবদল করতে দেখা যায় নি তাঁকে। বর্তমানে ক্রিকেটদুনিয়ার সেরা পেসারদের তালিকা তৈরি করা হলে নিশ্চিতভাবেই প্রথম সারিতে নাম থাকবে তাঁর। টেস্ট, একদিনের ক্রিকেট হোক বা টি-২০, নিখুঁত বোলিং করে দলকে সাফল্য এনে দিতে সিদ্ধহস্ত তিনি। ২০২৪ আইপিএল (IPL) হয়ে উঠেছিলো বোলারদের বধ্যভূমি। ২৭০ এমনকি ২৮০-র বেশী রান উঠতে দেখা গিয়েছে এবার। কিন্তু তা সত্ত্বেও ১৪ ম্যাচে কেবল ৬.৪৮ ইকোনমি রেটে বোলিং করে গেছেন বুমরাহ (Jasprti Bumrah), নিয়েছেন ২০ উইকেট। বিশ্বের সেরা পেসারকে কোনো অবস্থাতেই ছাড়বে না মুম্বই।

তিলক বর্মা-

Tilak Varma | IPL | Image: Getty Images
Tilak Varma | Image: Getty Images

তালিকায় চতুর্থ নামটি কার হতে পারে তা নিয়ে চলতে পারে আলোচনা। রোহিত শর্মা’র (Rohit Sharma) সাথে মুম্বই ম্যানেজমেন্টের সম্পর্ক ঠেকেছে তলানিতে। মনে করা হচ্ছে দল ছাড়বেন তিনি। বিপুল অর্থের বিনিময়ে ঈশান কিষণকে (Ishan Kishan) একটা সময় দলে নিয়েছিলো মুম্বই (MI), কিন্তু গত কয়েক মরসুমে সেই অনুযায়ী পারফর্ম করতে পারেন নি তিনি। তাঁকেও ধরে রাখা হবে বলে নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না। এমতাবস্থায় বিশেষজ্ঞদের ধারণা যে রিটেনড হতে পারেন তিলক বর্মা (Tilak Varma)। হায়দ্রাবাদের বাম হাতি মিডল অর্ডার ব্যাটার গত তিন মরসুমে মুম্বইয়ের হয়ে বেশ ভালো খেলেছেন। করছেন যথাক্রমে ৩৯৭, ৩৪৩ ও ৪১৬ রান। ২০২৪ সালে মুম্বই মিডল অর্ডারের প্রধান ভরসা হয়ে উঠেছিলেন তিনি। এই মুহূর্তে তাঁর বয়স ২১। আগামীর অধিনায়ক হিসেবে তিলককে গড়ে তোলা হতে পারে বলে মন করেছেন ক্রিকেটবোদ্ধারা।

Also Read: “ভেবেচিন্তে নির্বাচন করুন….”, হেড কোচ হিসেবে গম্ভীর না-পসন্দ সৌরভের, ট্যুইটবার্তায় দিলেন তেমনই ইঙ্গিত !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *