“স্লেজ করেছিলো হার্দিক…” IPL মিটতেই মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়কের বিরুদ্ধে বিস্ফোরক দীনেশ কার্তিক !! 1

গত রবিবার যবনিকা পড়েছে ২০২৪-এর আইপিএলে (IPL)। ফাইনালে চেন্নাইয়ের মাঠে সানরাইজার্স হায়দ্রাবাদকে (SRH) হারিয়ে তৃতীয়বারের জন্য ট্রফি জিতে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। দশ বছরের অপেক্ষার পর অবশেষে খেতাব আসছে ‘সিটি অফ জয়’তে। টুর্নামেন্টের অন্যতম হেভিওয়েট দল মুম্বই ইন্ডিয়ান্স (MI) অবশ্য এবার চূড়ান্ত হতাশ করেছে। ২০২০ সালে শেষবার ট্রফি জিতেছিলো তারা। এবার খেতাব জয়ের লক্ষ্যে দীর্ঘদিনের অধিনায়ক রোহিত শর্মাকে (Rohit Sharma) সরিয়ে দিয়ে তারা নেতার দায়িত্ব তুলে দিয়েছিলো হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) হাতে। গুজরাত টাইটান্সে দুই বছর কাটিয়ে মুম্বইতে ফিরেই যেভাবে অধিনায়ক বনে গিয়েছিলেন হার্দিক, তা ভালো চোখে দেখেন নি সমর্থকরা। সেই বিতর্কের আবহেই কেটেছে মুম্বইয়ের সম্পূর্ণ মরসুম।

হার্দিকের নেতৃত্বাধীন মুম্বই ইন্ডিয়ান্সের (MI) পতন শুরু হয়েছিলো প্রথম ম্যাচ থেকেই। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে হারতে হয়েছিলো তাদের। এরপর টানা হেরেই চলেছে তারা। ১৪ ম্যাচ খেলে এই আইপিএলে (IPL) কেবল ৪টি জিতেছে পাঁচ বারের চ্যাম্পিয়নরা। হেরেছে ১০টিতে। বিধ্বস্ত সাজঘর থেকে বিতর্কের গুঞ্জনও উড়ে এসেছে সংবাদমাধ্যমের কাছে। জানা গিয়েছে যে প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা ও নবনিযুক্ত নেতা হার্দিককে  (Hardik Pandya) সামনে রেখে দুই দলে ভাগ হয়ে গিয়েছিলেন ক্রিকেটাররা। এই গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যে পড়ে ডুবতে হয়েছে মুম্বই ফ্র্যাঞ্চাইজিকে। আইপিএল মিটে যাওয়ার পরেও আক্ষেপ যাচ্ছে না সমর্থকদের। ক্ষোভ জমেছে হার্দিকের উপর। এর মধ্যেই তাঁর বিরুদ্ধে বড় অভিযোগ আনলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ‘সদ্যপ্রাক্তন’ দীনেশ কার্তিক।

চলেছিলো হার্দিক-কার্তিক কথার লড়াই-

Hardik Pandya and Dinesh Karthik | IPL | Image: Twitter
Hardik Pandya and Dinesh Karthik | Image: Twitter

ধারাভাষ্যের মাইক ছেড়ে আইপিএল (IPL) খেলতে ব্যাট হাতে তুলে নিয়েছিলেন দীনেশ কার্তিক (Dinesh Karthik)। ট্রফি জয়ের ঈপ্সিত লক্ষ্যে পৌঁছতে পারেন নি তিনি। তাঁর দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)  দারুণ লড়াই করে খেতাবের দৌড়ে ফিরলেও শেষমেশ স্বপ্ন ভেঙেছে এলিমিনেটর ম্যাচে রাজস্থান রয়্যালসের (RR) বিরুদ্ধে পরাজিত হয়ে। তা সত্ত্বেও দীনেশ কার্তিকের (Dinesh Karthik) পারফর্ম্যান্স নজর কেড়েছে। ১৫ ম্যাচে ৩৬.২২ ব্যাটিং গড় ও ১৮৭.৩৬ স্ট্রাইক রেট-সহ তিনি করেছেন ৩২৬ রান। আহমেদাবাদের এলিমিনেটর ম্যাচে পরাজয়ের পরই আইপিএলকে (IPL) বিদায় জানিয়েছেন তামিলনাড়ুর তারকা। নিয়েছেন অবসরের সিদ্ধান্ত। আরও একবার ব্যাট তুলে রেখে ফিরেছেন বিশেষজ্ঞের ভূমিকায়।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন কার্তিক (Dinesh Karthik)। সেখানেই কেরিয়ারের শেষ আইপিএলের (IPL) কিছু স্মৃতি তুলে ধরেন তিনি। জানান মুম্বই ইন্ডিয়ান্স (MI) অধিনায়ক হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) সিনিয়রকে রীতিমত স্লেজ করেছেন লাগাতার। কার্তিক বলেন, “আমি ব্যাট করতে নামলেই (হার্দিক) পান্ডিয়া বলত এবার লেগ স্পিনার এসেছে বোলিং করতে। এবার তোমায় ‘থ্যাঙ্ক ইউ’ বলতে হবে। যদি আমি গোটাদুই বড় শট মারি তো বলত ‘ঠিক আছে, একটু উন্নতি হয়েছে মনে হয়।” কেরিয়ারের দিকে ফিরে তাকিয়ে আরসিবি’র বিরুদ্ধে খেলার স্মৃতিও ভাগ করে নিয়েছেন তিনি। বলেন, “যখনই বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলতাম (বিরাট) কোহলি আমার ক্যাচ ধরলে ‘বেন স্টোকস’ তো বলতই।”

 Also Read: কলকাতা IPL জেতায় বাঙালিকে ‘অপমান’ ওয়াসিম জাফরের, যোগ দিলো খোদ ফ্র্যাঞ্চাইজিও !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *