sourav-doesnt-want-gambhir-as-coach

সরছেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। জুনের টি-২০ বিশ্বকাপই কোচ হিসেবে তাঁর শেষ অ্যাসাইনমেন্ট। উত্তরসূরি হওয়ার দৌড়ে আপাতত এগিয়ে গৌতম গম্ভীর (Gautam Gambhir)। দিনকয়েক আগে বিসিসিআই যখন কোচ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিলো তখন পরবর্তী কোচ হিসেবে হাওয়ায় ভাসছিলো রিকি পন্টিং (Ricky Ponting), জাস্টিন ল্যাঙ্গার, অ্যান্ডি ফ্লাওয়ার, স্টিফেন ফ্লেমিং-দের মত তারকা বিদেশীদের নাম। শোনা গিয়েছিলো বোর্ডের তরফে যোগাযোগও করা হয়েছিলো কয়েকজনের সাথে। কিন্তু মিলেছিলো নেতিবাচক সাড়া। এরপরই উল্কার মত ক্রিকেট দুনিয়ার আকাশে উঠে আসে গৌতম গম্ভীরের নাম। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের (KKR) মেন্টর হিসেবে গম্ভীরের (Gautam Gambhir) কাজ প্রশংসিত হয় বিশেষজ্ঞমহলে। উঠতে থাকে তাঁকে কোচ করার দাবী।

২৭ মে ছিলো আবেদনের শেষ দিন। নিজের সিভি জমা দিয়েছেন গম্ভীর (Gautam Gambhir), খবর তেমনটাই। গত রবিবার আইপিএল ফাইনালের পর সচিব জয় শাহকে দেখা গিয়েছিলো আলাদা করে তাঁর সাথে আলোচনা সাড়তে। এরপরেই কোচ হিসেবে গম্ভীরের নাম চূড়ান্ত হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে। বোর্ডের সাথে ঘনিষ্ঠ এক আইপিএল (IPL) ফ্র্যাঞ্চাইজি মালিকও খবরের সত্যতা স্বীকার করে নেন। সরকারী ঘোষণা এখনও আসে নি। দলের ফোকাস আপাতত টি-২০ বিশ্বকাপে। কিন্তু পরবর্তী কোচ যে গম্ভীরই হচ্ছেন তা এখন প্রায় ‘ওপেন সিক্রেট।’ মেন্টর হিসেবে লক্ষ্ণৌ সুপারজায়ান্টসকে (LSG) দুই বছর আইপিএল প্লে-অফে নিয়ে গিয়েছেন তিনি। এই বছর আইপিলে চ্যাম্পিয়ন করেছেন কলকাতাকে। ট্র্যাক রেকর্ড পক্ষে যাওয়ায় গম্ভীরের নিয়োগে খুশি অনেকেই। ব্যতিক্রম সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। ট্যুইটবার্তায় লিখলেন সে কথা।

Read More: গৌতম গম্ভীরের বিদায় রুখতে উঠে পড়ে লেগেছে আন্দ্রে রাসেল, BCCI কে দিচ্ছে এই টোপ !!

সৌরভের ট্যুইট ঘিরে শুরু জল্পনা-

Gautam Gambhir and Sourav Ganguly | Image: Twitter
Gautam Gambhir and Sourav Ganguly | Image: Twitter

কোচ হিসেবে গম্ভীরের (Gautam Gambhir) নাম চূড়ান্ত বলেই ধরছে ক্রিকেটমহল। নাইট রাইডার্সের ট্রফি জয়ের পর টিম ইন্ডিয়ার সাজঘরে গম্ভীরকে দেখতে চেয়ে সওয়াল করছেন সমর্থকদের একটা বড় অংশ। কিন্তু তাঁদের সাথে সম্ভবত একমত হতে পারছেন না প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। বিসিসিআই প্রেসিডেন্ট থাকাকালীন তিনিই কোচের পদে নিয়োগ করেছিলেন রাহুল দ্রাবিড়কে। রাজী হচ্ছিলেন না দ্রাবিড় (Rahul Dravid)। চেয়েছিলেন ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি (NCA) ও যুব দলের দায়িত্বেই থাকতে। কিন্তু প্রাক্তন সতীর্থকে বুঝিয়েসুঝিয়ে রাজী করিয়েছিলেন সৌরভ’ই (Sourav Ganguly)। প্রায় তিন বছর পর ‘দ্য ওয়াল’ যখন সরছেন তখন তাঁর উত্তরসূরি পদে গম্ভীরের নিয়োগ আশা জাগাচ্ছেনা মহারাজের মনে। অন্তত তাঁর ট্যুইট থেকে মিলছে তেমনই ধারণা।

আজ সোশ্যাল মিডিয়ায় সৌরভ লিখেছেন, “কারও জীবনে কোচের গুরুত্ব অপরিসীম। তাঁর পথপ্রদর্শন, লাগাতার অনুশীলন কারও ভবিষ্যৎ গড়ে দেয় মাঠে ও মাঠের বাইরেও। সেই কারণেই কোচ ও প্রতিষ্ঠান অনেক ভেবেচিন্তে নির্বাচন করবেন।” আচমকা গম্ভীরের বিরুদ্ধে মুখ খুললেন কেন সৌরভ? নেটদুনিয়ায় ভাসছে অসংখ্যা তত্ত্ব। কেউ বলছেন গম্ভীরের অল্পেই মেজাজ হারানোর সমস্যার কথা মাথায় রেখে এমনটা লিখেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। কেউ আবার দু’জনের মধ্যে ব্যক্তিগত কোনো সমস্যা রয়েছে কিনা তা উদ্ধারে ব্যস্ত। ২০১১তে নাইট রাইডার্সে সৌরভের বদলি হিসেবেই এসেছিলেন গম্ভীর। সেই পুরনো ক্ষতই কি জেগে উঠেছে দিল্লীর তারকার কোচ হওয়ার খবর সামনে আসায়? উঠছে প্রশ্ন। তবে কেউ কেউ একে বিজ্ঞাপনী প্রচারের অংশ হিসেবেও দেখছেন।

দেখে নিন সৌরভের ট্যুইট’টি-

Also Read: “ভয় পেয় না আমি আছি…” ভক্তের ‘ভগবান’ হয়ে উঠলেন ধোনি, ফ্যানকে করলেন এই প্রমিস !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *