“ভয় পেয় না আমি আছি…” ভক্তের ‘ভগবান’ হয়ে উঠলেন ধোনি, ফ্যানকে করলেন এই প্রমিস !! 1

পরিসমাপ্তি ঘটেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2024)। সানরাইজার্স হায়দ্রাবাদকে (SRH) হারিয়ে তৃতীয় বারের জন্য আইপিএল ট্রফি জয় করলো কলকাতা নাইট রাইডার্স (KKR)। তবে চলতি মৌসুমে আবারও একবার মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) জন্য পুরো স্টেডিয়াম ছিল ভরপুর, গত মৌসুমে ক্রিকেট ভক্তরা ভেবেই নিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি শেষবারের জন্য খেলতে চলেছেন আইপিএলের মঞ্চে। যে কারণে প্রত্যেকটি ম্যাচেই চেন্নাই, মুম্বাই, কলকাতা সহ একাধিক মাঠেই স্টেডিয়াম জুড়াই ভর্তি ছিল ইয়েলো আর্মির ভক্তরা। ২০০৮ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত মহেন্দ্র সিং ধোনি চেন্নাই সুপার কিংস দলকে নেতৃত্ব দিয়েছেন। তার অধিনায়কত্বে চেন্নাই পাঁচটি শিরোপা জয় করেছে।

ধোনি দর্ষণে নিরাপত্তার গন্ডি টপকালেন এই ভক্ত

MS Dhoni,
MS Dhoni | Image: Twitter

গত বছর গুজরাট টাইটান্স কে হারিয়ে আইপিএল শিরোপা জয়ের পর মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) তার ভক্তদের উদ্দেশ্যে আবারও একটি মৌসুম খেলার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে কিভাবে ফিট বানিয়ে রাখা যায় তা কেবলমাত্র মহেন্দ্র সিং ধোনির থেকেই শেখা যায়। চলতি মৌসুমে ভক্তদের তার ভিন্টেজ রুপুটিও দেখিয়েছিলেন, ব্যাট হাতে মাহি ১৩৬ রান বানিয়েছিলেন ২২০.৫৫ স্ট্রাইক রেটে পাশাপশি ১৩টি ছক্কা ও ১৪টি চারও হাঁকিয়েছিলেন।

এই মৌসুমেই ভক্তের ভগবান মহেন্দ্র সিং ধোনির ছোঁয়া পেতে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত গুজরাট টাইটান্স ও চেন্নাই সুপার কিংসের ম্যাচে যখন ধোনি ব্যাটিং করছিলেন ঠিক তখনই এক ভক্ত নিরাপত্তা রক্ষী ও বাউন্ডারি টোপকে ভেতরে চলে আসেন। এবার সেই ভক্তটি মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে একটি বড় মন্তব্য করে বসলেন।

Read More: “ওর অনেক রহস্য রয়েছে ফাঁস করার…” ঋষভ পন্থকে ক্যামেরার সামনেই হুমকি দিলেন নীতিশ রাণা !!

ধোনি দর্শনে ভগবান দর্শন সম্পূর্ন করলেন ভক্তটি

সেই ভক্তটি দাবি করেছেন, যে তাঁর শ্বাসকষ্টের সমস্যা রয়েছে এবং তার জন্য তিনি অস্ত্রোপচার ও করতে চলেছেন। মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) তাঁর শ্বাসকষ্টের কথা শুনে তার সমস্ত দায়িত্ব নেওয়ার কথা বলেন। ভক্তটি যখন ধোনির কাছে পৌঁছান তখন ধোনি তাকে দেখে দূরে সরে যাচ্ছিলেন তবে পরে তিনি ভক্তটিকে বুকে জড়িয়ে নেন।

ভক্তটি মন্তব্য করে বলেছেন, “আমি যখন মাহি ভাইয়ের কাছে পৌঁছে যায় তখন তিনি আমাকে দেখে উল্টো দিকে দৌড়াচ্ছিলেন। আমি ভাবলাম উনি হয়তো আমার সাথে দেখা করতে চান না, তাই আমি হাত তুলে সারেন্ডার করে দেই। এরপর মাহি ভাহ আমাকে বলেন যে তিনি মজা করছিলেন। তিনি আমাকে জড়িয়ে ধরেন এবং আমি তারপর তার সামনে হাটু গেড়ে বসে পরি। এরপর তিনি এমনকে আমাকে বুকে তুলে নেন। তিনি আমাকে জিজ্ঞাসা করেন আমি এত হাপাচ্ছি কেন, আমি তাকে বলি আমার শ্বাসকষ্টের সমস্যা রয়েছে এবং আমি অস্ত্রোপচারের আগে তিনি তার সাথে দেখা করতে চেয়েছিলেন। মাহি ভাই উত্তর দিয়েছিলেন “তেরি সার্জারি কা ম্যায় দেখা লুঙ্গা। তুঝে কুছ নাহি হোগা, তু ঘাবারা মাত। ম্যায় তুঝে কুছ না হোন দুঙ্গা (তোর সার্জারি আমি দেখে নেব, তুই ভাবিস না। আমি তোর কিছু হতে দেব না।)” এটা হয়তো মাহি ভাইয়ের পক্ষেই বলা সম্ভব একারণেই তিনি থালা ফর এ রিজেন। এরপর বাউন্সাররা আমার দিকে এগিয়ে আসতে আমি ভয় পেয়ে যাই, বাউন্সার যখন আমার গলায় হাত রেখে তখন আমি ভয়তে মাহি ভাইকে জড়িয়ে ধরি। তখন মাহিভাই বাউন্সারকে বলে দেন যেন আমার কোনো ক্ষতি না করে তারা।

Read Also: MS Dhoni’কে ক্যাপ্টেন বানিয়ে প্রকাশিত হলো T20 বিশ্বকাপের সেরা একাদশ, সুযোগ পেলেন না এই ভারতীয় কিংবদন্তি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *