প্রতি বুধবার বিশ্বের্যাঙ্কিং প্রকাশ করে ক্রিকেট নিয়ামক সংস্থা ICC (ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল)। এই সপ্তাহে যে বিশ্বর্যাঙ্কিং প্রকাশিত হয়েছে তা বেশ ব্যাকফুটে ঠেলে দিয়েছে ভারতীয় দলকে। একইসাথে পড়শি দেশ পাকিস্তানের মুখে ফুটেছে চওড়া হাসি। একদিনের ক্রিকেটে ভারতীয় দলকে পিছনে ফেলেছেন বাবর আজম, মহম্মদ রিজওয়ানরা। বিশ্বর্যাঙ্কিং-এর শীর্ষে অবশ্য রয়েছে অস্ট্রেলিয়া। দিনকয়েক আগেই ভারতের বিরুদ্ধে ভারতের মাটিতেই একদিনের সিরিজ জিতেছে তারা। তারই সুফল পাচ্ছেন মিচেল মার্শ, স্টিভ স্মিথরা। বিশ্বকাপের বছরে শীর্ষস্থানে জায়গা করে নিয়ে বাকি দলগুলিকে বার্তা দিয়ে রাখলো পাঁচ বারের খেতাব বিজয়ী অজিরা।
ভারতকে পিছনে ফেললো পাকিস্তান-

দেশ-বিদেশের তারকা ক্রিকেটাররা যখন ভারতেই আইপিএল খেলতে ব্যস্ত, তখন ওয়াঘার ওপারে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছিলো পাকিস্তান। কিউই দলের প্রধান ক্রিকেটাররা কেউ আইপিএল খেলছেন, আবার কেন উইলিয়ামসনের মত কেউ কেউ চোটের জন্য বাইরে। পাকিস্তানের ক্রিকেটারদের যেহেতু আইপিএলে খেলার কোনো সুযোগ নেই, সেহেতু বাবর আজম, শাহীন আফ্রিদিদের মত প্রথমসারির তারকারাই মুখোমুখি হয়েছিলেন কিউইদের। প্রথম কয়েকটি ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বর্যাঙ্কিং-এ এক নম্বরে জায়গা করে নিয়েছিলো পাকিস্তান। তাদের ক্রিকেট ইতিহাসে এই ঘটনা ঘটেছিলো প্রথমবার। কিন্তু দীর্ঘস্থায়ী হয় নি সেই সাফল্য। কিছুদিনের মধ্যেই অস্ট্রেলিয়া প্রথম স্থান অধিকার করে, তিনে নেমে গিয়েছলেন বাবররা। তার পর ফের র্যাঙ্কিং-এ উন্নতি করলো পাকিস্তান।
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023
গত সপ্তাহের র্যাঙ্কিং-এ ১১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিলো অস্ট্রেলিয়া। একই পয়েন্ট হলেও ভগ্নাংশের হিসেবে পিছিয়ে ছিলো ভারত। তিন নম্বরে ছিলো পাকিস্তান। চলতি সপ্তাহে র্যাঙ্কিং প্রকাশ হতে দেখা যাচ্ছে রদবদল হয়েছে তালিকায়। এক নম্বরে অস্ট্রেলিয়া থাকলেও দুই থেকে তিনে নেমে গিয়েছে ভারতীয় দল। পাশাপাশি তিন থেকে দুইয়ে উঠে এসেছে পাকিস্তান। শীর্ষে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্ট সংখ্যা ১১৬। পাকিস্তান যদি নিউজিল্যান্ডকে ৫-০ ফলে হারাতে পারত তাহলে ১১৮ পয়েন্ট নিয়ে ফের শীর্ষস্থান ফিরে পেত, তবে তা না হওয়ায় দ্বিতীয় হয়েই সন্তষ্ট থাকতে হচ্ছে তাদের। পাক দলের পয়েন্ট সংখ্যা ১১৫।
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023
ICC র্যাঙ্কিং-এ নামলো ভারত-

কিছু দিন আগেই ক্রিকেটের তিন ফর্ম্যাটেই বিশ্বর্যাঙ্কিং-এ পয়লা নম্বরে ছিলো ভারতীয় দল। কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজ হার ভারতকে র্যাঙ্কিং-এর মগডাল থেকে সরিয়ে দিয়েছে। টেস্ট এবং টি-২০ তে এখনও সবার উপরেই রয়েছে ‘মেন ইন ব্লু,’ কিন্তু একদিনের ক্রিকেটে নেমে গিয়েছে তৃতীয় স্থানে। পঞ্চাশ ওভারের খেলায় ভারতের পরে রয়েছে নিউজিল্যান্ড। তারপর পাঁচে রয়েছে ইংল্যান্ড এবং ছয় নম্বরে দক্ষিণ আফ্রিকা। পাকিস্তান ব্যতীত ভারতের আর দুই প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা এবং বাংলাদেশ রয়েছে যথাক্রমে ৯ এবং ৭ নম্বরে।
IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023