ইতিহাস তৈরী করলো নেপাল, সংযুক্ত আরব আমিরশাহীকে হারিয়ে এবার বিশ্বকাপের দৌড়ে এভারেস্টের দেশ !! 1

সাগরমাথা-বাংলা তর্জমা করলে দাঁড়ায় আকাশের দেবী। বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টকে এই নামেই ডেকে থাকেন স্থানীয় নেপালী জনগণ। এভারেস্টের দেশ এবার ক্রিকেটের সর্বোচ্চ শৃঙ্গে পৌঁছানোর দৌড় শুরু করলো আজ। এক রুদ্ধশ্বাস ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহীকে হারিয়ে একদিনের ক্রিকেট বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে খেলার ছাড়পত্র আদায় করে নিলো নেপাল।

এক ত্রিদেশীয় সিরিজে সংযুক্ত আরব আমিরশাহী এবং পাপুয়া নিউ গিনি’র মুখোমুখি হয়েছিলো নেপাল। বিশ্বকাপের যোগ্যতা অর্জনের লীগ টু’তে নামিবিয়াকে টপকে গ্রুপ তালকায় তিন নম্বরে যাওয়ার জন্য আজ আমিরশাহীকে হারাতেই হত তাদের। বৃষ্টিবিঘ্নিত ম্যাচ ডাকওয়ার্থ ল্যুইস নিয়মে জিতে নিয়ে স্বপ্ন’কে ছুঁলো নেপাল। বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেওয়ার লড়াইতে নামার ছাড়পত্র আদায় করলো তারা। ক্রিকেট নিয়ে উচ্চাশা রয়েছে নেপালী সমর্থকদের। আজকের এই জয় ইতিহাসের এক নয়া অধ্যায়ের জন্ম দিলো বলে মনে করছেন তারা। টি ইউ ক্রিকেট গ্রাউন্ড উপচে পড়েছিলো দর্শকের ভীড়ে। জয়ের পরে উৎসবে মাতলেন তাঁরা।

IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023 

কঠিন ম্যাচে জয় পেলো নেপাল-

Team Nepal | নেপাল | image: twitter
Nepal scripts history by qualifying for the World Cup qualifiers for the first time

এশিয়া কাপ, টি-২০ বিশ্বকাপের মত প্রতিযোগিতায় খেলার অভিজ্ঞতা রয়েছে সংযুক্ত আরব আমিরশাহী দলের। অ্যাসোসিয়েট দেশগুলির মধ্যে বেশ শক্তিশালী বলেই মনে করা হয় তাদের। তাদের হারানো সহজ ছিলো না নেপালের কাছে। সেই কঠিন কাজটাই আজ করে দেখালেন সন্দীপ লমিছানেরা। টসে জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছিলেন আমিরশাহী অধিনায়ক মহম্মদ ওয়াসিম (Muhammad Waseem)। শুরুটা অবশ্য ভালো হয় নি আমিরশাহীর। ওপেনার আরিয়ান লাকড়া (Aryan Lakra) দ্রুত ফেরেন ললিত রাজবংশীর বলে।

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad WPL 2023 | Asia Cup 2023

ঘুরে দাঁড়াতে বেশী সময় নেয় নি আমিরশাহী দল। অধিনায়ক মহম্মদ ওয়াসিম (Muhammad Waseem) এবং তিন নম্বরে নামা বৃত্ত অরবিন্দ (Vrittya Arvind) বড় রানের জুটি গড়েন। ওয়াসিম করেন ৬৩ রান এবং ৯৪ রান আসে অরবিন্দের ব্যাট থেকে। লোয়ার অর্ডারে মাত্র ৪২ বলে ঝোড়ো শতরান করেন আসিফ খান (Asif Khan)। ৩১০ রান স্কোরবোর্ডে তুলে নেয় আমিরশাহী।

জবাবে ব্যাট করতে নেমে ০ রান করে সাজঘরে ফেরেন ওপেনার আসিফ শেখ (Aasif Sheikh)। দ্রুত তিন উইকেট খোয়ানোর পর ঘুরে দাঁড়ায় নেপাল দল। ৩৫ বলে ৫০ রানের ইনিংস খেলেন কুশন ভুর্তেল। লোয়ার অর্ডারে আরিফ শেখ (Aarif Sheikh) ৫২ রান করেন। এছাড়াও অর্ধশতক করেন গুলশন ঝা’ও। নেপালের হয়ে সর্বোচ্চ ৬৭ রান করেন ভীম শড়কি। ৪৪তম ওভারের পর আবহাওয়াজনিত কারণে আর খেলা এগোয় নি। জয়ের জন্য ডাকওয়ার্থ ল্যুইস নিয়মে নেপালের প্রয়োজন ছিলো ২৬১ রান। তার থেকে ৮ রানে এগিয়ে থাকার কারণে জয়ী ঘোষণা করা হয় তাদের। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে প্রবেশ করেন সন্দীপ লমিছানেরা (Sandeep Lamichhane)।

সাফল্যের পেছনে রয়েছে এক ভারতীয়ের অবদান-

Monty Desai | নেপাল | image: twitter
Head Coach Monty Desai steered the Nepalese team to glory

নেপালের এই সাফল্যের পেছনে রয়েছে এক ভারতীয়ের হাত। তিনি মন্টি দেশাই (Monty Desai)। গত ফেব্রুয়ারীতে নেপালের কোচের দায়িত্ব নিয়েছেন তিনি। নেপাল ক্রিকেট দলের পারফর্ম্যান্সের প্রভূর উন্নতি হয়েছে মন্টি দায়িত্ব পাওয়ার পর। শেষে ১২ টি একদিনের ম্যাচের মধ্যে ১১টিতে জিতেছে তারা। এর আগে উইন্ডিজ, ক্যানাডা, আমিরশাহী এবং রাজস্থান রয়্যালসের মত দলের সাথে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। প্রতিভা চেনার ক্ষেত্রেও মুন্সীয়ানা দেখিয়েছেন তিনি। অনূর্দ্ধ-১৯ ক্রিকেটের বৃত্তে অজিঙ্কা রাহানে, রবীন্দ্র জাদেজা, মুনাফ প্যাটেল থেকে ওয়াশিংটন সুন্দরের মত প্রতিভা উঠে এসেছে তাঁর হাত ধরেই।

Virat Kohli Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *