"কিছু মানুষকে ভুলে যাওয়া অসম্ভব…” সৌরভ গঙ্গোপাধ্যায়ের সাথে সম্পর্কের দিকেই কি ইঙ্গিত নাগমার ?? 1

ক্রিকেট আর বলিউড তারকাদের মধ্যে প্রণয় বা পরিণয় কোনো নতুন ঘটনা নয়। ষাটের দশকে মনসুর আলি খান পতৌদি-শর্মিলা ঠাকুর থেকে হালের বিরাট-অনুষ্কা বা আথিয়া শেট্টি-কে এল রাহুল, বারবারই জীবনের ময়দানে জুটি বাঁধতে দেখা গিয়েছে ক্রিকেটার এবং বলিউড ডিভাদের। ক্রিকেট মহলের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে তরুণ প্রতিভা শুভমান গিল নাকি ‘ডেট’ করছেন বলিউডের প্রথম সারির নায়িকা সারা আলি খানকে।

সব সম্পর্ক যে পূর্ণতা পেয়েছে এমনটা অবশ্য নয়। কেরিয়ার আর ব্যক্তিগত জীবন’কে ব্যালান্স করে চলার খেলায় কখন যেনো দাঁড়িপাল্লা ঝুঁকে পড়ে কেরিয়ারের দিকেই। দু’জনার পথ বেঁকে যায় দুই দিকে। তেমনটাই কি হয়েছিলো ভারতের অন্যতম সেরা অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) জীবনে? যখন তিনি কেরিয়ারের মধ্যগগনে তখন বাংলার ‘মহারাজের’ সাথে নাম জড়িয়েছিলো বলিউড অভিনেত্রী নাগমা’র।

IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023

সৌরভ (Sourav Ganguly) বা নাগমা তখন কেউই অবশ্য এই বিষয়ে মুখ খোলেন নি। প্রায় দুই দশক কেটে গেলেও এই বিষয়ে কোনো কথা আজও বলতে শোনা যায় নি প্রাক্তন অধিনায়ক’কে। তবে মৌনতা ভাঙলেন অভিনেত্রী। তাঁর ২০০৯ সালের একটি সাক্ষাৎকার সামনে আসায় ক্রিকেট ও বলিউড জগতের দুই তারকা সম্পর্ক নিয়ে হইচই পড়ে গিয়েছে ক্রিকেটমহলে।

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad WPL 2023 | Asia Cup 2023

সম্পর্কে জড়িয়েছিলেন ‘বিবাহিত’ সৌরভ?

সৌরভ গঙ্গোপাধ্যায় | image: twitter
Sourav Ganguly made his debut for Team India in 1992

১৯৯২ সালে ভারতের জার্সিতে অভিষেক হয়েছিলো সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly)। অস্ট্রেলিয়া সফরে একটিমাত্র একদিনের ম্যাচে সুযোগ পেয়েছিলেন। এরপরেই তাঁকে বাদ দেওয়া হয়। ফের সুযোগ আসে চার বছর পর। ইংল্যান্ডের লর্ডস মাঠে খানিক বাধ্য হয়েই তাঁকে জায়গা করে দেয় ভারতীয় টিম ম্যানেজমেন্ট। বাকিটা ইতিহাস। প্রথম টেস্টেই শতরান করেন তিনি। শতরান করেন দ্বিতীয় টেস্টেও। এরপর অধিনায়কত্ব, ন্যাটওয়েস্ট ট্রফি জয়, বিশ্বকাপ ফাইনাল খেলা, ভারতকে বিদেশী দলের চোখে চোখ রেখে জিততে শেখানো-ক্রিকেটার সৌরভের (Sourav Ganguly) কেরিয়ার গ্রাফ উঠেছে উপরের দিকে।

১৯৯৬ সালেই বিবাহবন্ধনে আবদ্ধ হন দীর্ঘদিনের বান্ধবী ডোনা’র সাথে। ছেলেবেলার বন্ধুত্ব থেকে প্রণয় এবং অবশেষে তা পরিণয়ে পূর্ণতা পায়। এর বছর চারেক পর সৌরভের (Sourav Ganguly) ক্রিকেট কেরিয়ার যখন মধ্যগগনে, তখনই অভিনেত্রী নাগমার সাথে নাম জড়ায় তাঁর। বিবাহিত হওয়া সত্ত্বেও ভারতীয় অধিনায়ক নাকি গোপনে প্রেম চালিয়ে যাচ্ছেন অভিনেত্রীর সাথে। বাতাসে উড়তে থাকে এমন খবর। সময়ের সাথে সাথে অবশ্য মিলিয়ে যায় এই গুঞ্জন। ইতিবাচক বা নেতিবাচক, কোনো জবাবই তখন পাওয়া যায় নি।

সম্পর্ক নিয়ে যা জানালেন নাগমা-

Nagma | সৌরভ গঙ্গোপাধ্যায় । image: twitter
Former actress Nagma addressed her alleged relationship with cricketer Sourav Ganguly in an interview

২০০৯ সালের সেই সাক্ষাৎকারটিতে সরাসরি নাম না করলেও প্রাক্তন অধিনায়কের দিকে ইঙ্গিত করে নাগমা বলেন সম্পর্ক ও তার ভাঙনের গোটা ব্যাপারটাই তাঁর কাছে বেশ ‘অবাক করা’ বলে মনে হয়েছিলো। জীবনের সেই অংশকে কখনো ভুলে যেতে বা মুছে ফেলতেও যে তিনি পারবেন না তাও জানিয়েছিলেন অভিনেত্রী। দার্শনিকের ভঙ্গিতে তিনি জানান, “হাজার হাজার মানুষের ভীড়ে একজন হয়ত বিশেষ কাছের হয়ে ওঠেন। দুই ভিন্ন পৃথিবী থেকে আগত দুই ব্যক্তি একে অন্যের সান্নিধ্যে এসে যখন একে অন্যকে ভালো করে চিনতে পারেন, বুঝতে পারেন, পছন্দ করেন, তখন সমাজের অনেকেই অনেক মন্তব্য করেন।পৃথিবী হয়ত সেই দুজন বিখ্যাত মানুষের ঘনিষ্ঠতা পছন্দ করে না। সেটাই বিপর্যয় ডেকে আনে। তখন সেটাই বাধ্য করে সব কিছু ছেড়ে দিতে।”

সেখানেই না থেমে নাগমা যোগ করেন, “আমি চাইনি ছেড়ে যেতে। কোনো সম্পর্ক, কোনো মানুষ যদি আপনার জীবনকে অর্থবহ করে তোলে তখন তাঁকে ছেড়ে যাওয়ার কথা ভাবা যায় না। কোনো মানুষের সাথে কিছু সুন্দর মুহূর্ত যখন উপভোগ করা যায়, তখন তাঁকে, সেই সম্পর্কটাকে ভুলে যাওয়া অসম্ভব। বন্ধুরা সবসময় বন্ধুই থেকে যায়। কোনো সম্পর্ক যদি সত্যি হয়, তা ছেড়ে যায় না। একটা সম্পর্ককে রক্ষা করতে মানুষ পরিবারের সাথেও লড়তে রাজী থাকে।” তাঁর আর সৌরভের (Sourav Ganguly) সম্পর্ক কি তেমন ছিলো? খানিক সময় নিয়ে নাগমা জানান, “তবে এক্ষেত্রে… এমন লড়াইয়ের কোনো জায়গা ছিলো না।”

সৌরভ (Sourav Ganguly) খেলা ছেড়েছেন প্রায় ১৫ বছর হতে চললো। খেলা ছাড়ার পর সিএবি, বিসিসিআই-এর বড় পদে আসীন ছিলেন, টেলিভিশন শো করেছেন। বহু সাক্ষাৎকার দিলেও কখনো জীবনেই এই অধ্যায় নিয়ে মুখ খুলতে শোনা যায় নি তাঁকে। নাগমার তরফ থেকেও জানা যায় নি বিশেষ কিছুই। তবে ২০২০ সালে ক্রিকেট জগতের ‘দাদা’র জন্মদিনে এক বিশেষ ট্যুইটবার্তায় তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন অভিনেত্রী। এরপর ২০২১ সালে সৌরভ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার সময়েও সোশ্যাল মিডিয়ায় তাঁর দ্রুত সুস্থতা কামনা করে পোস্ট করেন তিনি।

Virat Kohli Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *