IPL Final: "সারা রাত ঘুম আসেনি, শুধু ভেবেছি..." ফাইনালের শেষ ওভার নিয়ে মুখ খুললেন মোহিত শর্মা !! 1

IPL Final: গত ৩১ মার্চ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাত টাইটান্স বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচ দিয়ে শুরু হয়েছিলো আইপিএলের ষোড়শ মরসুম। যে দুই দলের লড়াও দিয়ে সূচনা হয়েছিলো, ফাইনালেও মুখোমুখি হয় তারাই। প্রথম দল হিসেবে ফাইনালে জায়গা করে নিয়েছিলো চেন্নাই। প্রথম কোয়ালিফায়ার ম্যাচে তাদের কাছে হারে গুজরাত। তারপর দ্বিতীয় কোয়ালিফায়ারে মুম্বইকে হারিয়ে খেতাবী যুদ্ধে জায়গা করে নিয়েছিলেন হার্দিক পান্ডিয়ারা।

ফাইনাল ম্যাচটি হওয়ার কথা ছিলো রবিবার। কিন্তু বৃষ্টির কোপে পড়ে রবিবার খেলা হলো না এক বলও। পরিবর্তে ম্যাচ পিছিয়ে যায় রিজার্ভ ডে’তে। সোমবার সন্ধ্যায় সঠিক সময়ে খেলা শুরু হলেও দ্বিতীয় ইনিংসের গোড়াতেই বাধা দেয় বৃষ্টি। খেলা যখন ফের শুরু হয় তখন গুজরাতের তোলা ২১৪ রানের জবাবে চেন্নাইয়ের লক্ষ্যমাত্রা কমে দাঁড়ায় ১৫ ওভারে ১৭১ রানে। ধুন্ধুমার লড়াইয়ের পর শেষ ওভারে বাকি ছিলো ১৩ রান। টাইটান্স অধিনায়ক হার্দিক পান্ডিয়া বল তুলে দেন মোহিত শর্মার হাতে। চেন্নাই জার্সিতে তখন ক্রিজে ছিলেন শিবম দুবে আর রবীন্দ্র জাদেজা। ওভারের শেষ দুই বলে ছক্কা ও চার মেরে জয় এনে দেন রবীন্দ্র জাদেজা। তীরে এসে তরী ডোবার পর হতাশ মোহিত শর্মা সংবাদমাধ্যমের সামনে জানিয়েছেন শেষ ওভারে কি চলছিলো তাঁর মাথায়।

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad WPL 2023 | Asia Cup 2023

ইয়র্কারকেই ব্রহ্মাস্ত্র ভেবেছিলেন মোহিত-

Mohit Sharma | IPL Final | image: twitter
Mohit Sharma wanted to bowl six yorkers in the last over of IPL 2023 final

এই বছরের আইপিএল মোহিত শর্মার কাছে প্রত্যাবর্তনের মঞ্চ। টানা দুই বছর কোনো ফ্র‍্যাঞ্চাইজি তাঁকে সুযোগই দেয় নি। গত মরসুমে ছিলেন গুজরাত টাইটান্সের নেট বোলার। সেখান থেকে দারুণ কামব্যাম অভিজ্ঞ পেসারের। ফাইনালেও ভালো পারফর্ম করেছিলেন তিনি। অম্বাতি রায়ডু এবং মহেন্দ্র সিং ধোনিকে পরপর দুই বল আউট করে গুজরাতকে ম্যাচে ফিরিয়েছিলেন। ডেথ ওভারে মোহিতের মাহাত্ম্য মাথায় রেখেই তাঁর হাতে বল দিয়েছিলেন হার্দিক।

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad WPL 2023 | Asia Cup 2023

ম্যাচের শেষে নিজের গেম প্ল্যান ফাঁস করেছেন মোহিত। জানান ওভারের ছয়টি বলই ইয়র্কার দেওয়ার প্রচেষ্টায় ছিলেন তিনি। ডেথ ওভারের চাপের পরিস্থিতি মাথায় রেখেই নেটে অনুশীলনও করেছিলেন বলে জানিয়েছেন অভিজ্ঞ পেসার। গেম প্ল্যান নিয়ে তাঁর মনের মধ্যে কোনোরকম দ্বিধা ছিলো না বলেই জানিয়েছেন মোহিত।

অল্পের জন্য ইয়র্কার ফস্কান-

Ravindra Jadeja | IPL Final | image: twitter
Ravindra Jadeja hit Mohit Sharma for a six in the fifth delivery of the last over

ওভারের পঞ্চম বলটিও ইয়র্কার দেওয়ার চেষ্টা করেছিলেন মোহিত শর্মা। কিন্তু একচুলের জন্য সঠিক জায়গায় পড়ে নি তা। ক্রিজের অনেকটা ভিতরে গিয়ে মোহিতের ভুলচুকের জন্যই অপেক্ষা করছিলেন জাদেজা। সটান বোলারের মাথার ওপর দিয়ে ছক্কা মারেন তিনি। পঞ্চম বলে ছক্কা খেয়েও নিজের পরিকল্পনা থেকে সরেন নি মোহিত। সাক্ষাৎকারে স্পষ্ট জানিয়েছেন, “এখন অনেকেই অনেক কিছু বলছেন,কি ন্তু তাতে কিছু যায় আসে না। আমি জানতাম আমি কি করতে চাইছি।” ইয়র্কার থেকে সরতে চান নি মোহিত।

নিশানায় নিখুঁত ছিলো না শেষ বল-

Ravindra Jadeja | IPL Final | image: twitter
Mohit Sharma narrowly missed the yorker in the last delivery and Ravindra Jadeja nudged it down to fine leg boundary

পঞ্চম বলে ছক্কা খেয়ে যখন রান আপে ফিরছিলেন,তখনও তাঁর ফোকাস টলে নি। এমনটাই জানালেন মোহিত। বলেন গোটা আইপিএলেই আমি নিজের আবেগকে নিয়ন্ত্রণে রেখেছি। ফাইনালেও কোনোরকম প্রভাব ফেলে নি তা। শান্তই ছিলাম। চেয়েছিলাম জাদেজার পা লক্ষ্য করে ভালো একটা ইয়র্কার দিতে। বল যেখানে লাগার কথা সেখানেই লেগেছে,কিন্তু জাদেজা তাতে চার মেরে দিলো। আমি আমার তরফ থেকে চেষ্টার কোনো ত্রুটি রাখি নি।

ঘুম আসে নি মোহিতের-

Hardik Pandya and Mohit Sharma | IPL Final | image: Twitter
Mohit Sharma said that he could not sleep after the IPL final

২০১৪ সালে চেন্নাই সুপার কিংস জার্সিতেই টুর্নামেন্টের সেরা বোলার হয়ে জিতেছিলেন বেগুনি টুপি। এরপর আস্তে আস্তে ক্রিকেটের মূলস্রোত থেকে হারিয়ে গিয়েছিলেন। এবার ফিরে এসে ২৭ উইকেট নিয়েছেন তিনি। হয়েছেন টুর্নামেন্টের দ্বিতীয় সেরা উইকেটশিকারী। তবুও স্বস্তি পাচ্ছেন না মোহিত। শেষ দুই বলে ছক্কা ও চার হজম করে ট্রফি খোয়ানোর যন্ত্রণা তাড়া করে বেড়াচ্ছে তাঁকে। সাক্ষাৎকারে জানান যে সারা রাত ঘুমাতে পারেন নি তিনি। খালি ভেবেছেন আলাদা কি করলে ম্যাচের ফল অন্যরকম হতে পারত? অন্য কি বল করলে ম্যাচ জেতা যেত? হতাশা চেপে না রেখে মোহিতের স্বীকারোক্তি, “এই অনুভূতিটা মোটেই ভালো নয়। মনে হচ্ছে যেন কিছু একটা হাতছাড়া হয়ে গেলো। তবুও আমি সামনে এগোনোর চেষ্টা করছি।”

IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *