"ও যে কেন খেলছে??", রোহিত শর্মাকে নিয়ে মস্করা পাকিস্তানী অ্যাঙ্করের, সাথ দিলেন মহম্মদ আমির !! 1

ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না রোহিত শর্মার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে শতরানের পর আর রানের মুখ দেখেন নি তিনি। আন্তর্জাতিক ক্রিকেট হোক বা আইপিএল, বেশ নড়বড়ে দেখিয়েছে তাঁকে। ২০২৩ এর আইপিএলে ১৬ ম্যাচে মাত্র ৩৩২ রান এসেছে তাঁর ব্যাট থেকে। ব্যাটিং গড় ২০.৭৫। ২টি মাত্র অর্ধশতরান করেছেন রোহিত। তাঁর ‘হিটম্যান’ ডাকনামের ছায়ামাত্র মনে হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ককে। ব্যাট হাতে সাফল্য না আসায় ঘরে-বাইরে সমালোচনার মুখে পড়তে হয়েছে রোহিতকে। অনেকেই আবার পরামর্শ দিয়েছেন ব্যাটিং সমস্যা কাটিয়ে ওঠার। ভুলচুক যে হচ্ছে তা রোহিত নিজেও স্বীকার করে নিয়েছেন। প্রকাশ্যেই।

বর্তমানে ভারতীয় দলের সঙ্গে তিনি রয়েছেন ইংল্যান্ডে। আইপিএলের প্লে-অফ পর্বের দ্বিতীয় কোয়ালিফায়ারে রোহিতের দল মুম্বই ইন্ডিয়ান্স হেরে যাওয়ায় ফাইনালের আগেই ইংল্যান্ডের উদ্দেশ্যে উড়ে গিয়েছেন তিনি। সেখানেই আগামী ৭ থেকে ১১ জুন ভারতীয় দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হতে চলেছে অস্ট্রেলিয়ার। দীর্ঘ দশ বছরের আইসিসি ট্রফি খরা কাটাতে এবার মরিয়া ‘টিম ইন্ডিয়া।’ তাই জোরকদমে চলছে প্রস্তুতি। অধিনায়ক হিসেবে বাড়তি দায়িত্ব রয়েছে রোহিতের। তাই অনুশীলনে কোনো রকম ফাঁকফোকর রাখতে চাইছেন না তিনিও। ফ্র্যাঞ্চাইজি দলের অধিনায়ক হিসেবে জিতেছেন একটি চ্যাম্পিয়ন্স লীগ টি-২০ এবং পাঁচটি আইপিএল। দেশের নেতা হিসেবে আগে এশিয়া কাপ জিতলেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশপ জিতে নিজের ‘লেগ্যাসি’ স্থাপন করতে চান রোহিত। হিটম্যান-সহ ‘টিম ইন্ডিয়া’ যখন প্রস্তুতিতে নিমগ্ন, তখন এক টেলিভিশন শো’তে ভারত অধিনায়ককে নিয়ে কদর্য মস্করায়  করতে যোগ দিতে দেখা গেলো প্রাক্তন পাক পেসার মহম্মদ আমিরকে।

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad WPL 2023 | Asia Cup 2023

আমিরের বাক্যবাণের নিশানায় রোহিত শর্মা-

Rohit Sharma | রোহিত শর্মা | image: Getty image

ভারতীয় ক্রিকেটারদের দিকে কারণে-অকারণে কটাক্ষের বাণ ছুঁড়ে দেওয়া হালফিলে পাক ক্রিকেটমহলের স্বভাবে পরিণত হয়েছে। এর আগে কখনও বিরাট কোহলিকে কটুকথা শুনিয়েছেন সোহেল খান। আবার কখনও আব্দুল রাজ্জাক জসপ্রীত বুমরাহকে ‘বেবি বোলার’ বলে কটাক্ষ করেছেন। এই স্রোতে এবার গা ভাসাতে দেখা গেলো মহম্মদ আমিরকে। স্পট-ফিক্সিং বিতর্কে জড়িত আমির একটি পাকিস্তানী টিভি শোতে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন। সেখানে আমিরের চোখ বেঁধে দেওয়া হয় প্রথমে। তারপর স্ক্রিণে আসা ব্যক্তির বিবরণ শুনে ব্যক্তিকে শনাক্ত করার অনুরোধ করেন সঞ্চালক। এই গেম শো’তেই এক পর্যায়ে স্ক্রিণে দেখা যায় রোহিত শর্মার ছবি। ভারতীয় অধিনায়কের দিকে একের পর এক তীর্যক মন্তব্য ছুঁড়ে দিতে দেখা যায় সঞ্চালককে। গোটা ব্যাপারটা বেশ তারিয়ে তারিয়ে উপভোগই করেন আমির।

সঞ্চালক’কে আমির জিজ্ঞসা করেন ব্যক্তি ক্রিকেটার না রাজনীতির জগত থেকে? উত্তরে ক্রিকেটার বলেন সঞ্চালক। আমির জিজ্ঞাসা করেন এই খেলোয়াড় কি এখনও খেলছেন নাকি অবসর নিয়েছেন? উত্তরে সঞ্চালক বলেন, “খেলছেন তবে আপনি (আমির) খেললে বাধ্য করতেন অবসর নিতে।” এরপর রোহিতের কথা বলার ভঙ্গী নকল করে আরও বেশ কিছু কটূ মন্তব্য রোহিতে দিকে ছুঁড়ে দেন সঞ্চালক। আমির রোহিতকে শনাক্ত করতে পারলেও কোনো প্রতিবাদ করেন নি। গোটা ভিডিও সামনে আসার পর বেশ ক্ষীপ্ত ভারতীয় নেটজনতা। অধিনায়কের অপমানের পাল্টা দিয়েছেন তাঁরা। রোহিতকে উপহাস করতে ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালের ছবি ব্যবহার করেছেন সঞ্চালক। ভারতীয় সমর্থকেরা পালটা ২০১৮ এশিয়া কাপের ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। ম্যাচে ১১১ রান করে অপরাজিত ছিলেন রোহিত। ৫ ওভারে ৪১ রান খরচ করেছিলেন মহম্মদ আমির। ২০১৯ বিশ্বকাপের কথাও লিখেছেন অনেকে। পাকিস্তানকে ধ্বংস করে দিয়েছিলো রোহিতের ১৪০ রানের ইনিংস। ‘মনে আছে?’ প্রশ্ন তুলেছেন নেটিজেনেরা।

IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023

দেখুন ভিডিও টি

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *