IPL 2023

IPL 2024: গত মে মাসে যবনিকা পড়েছে ২০২৩-এর ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (IPL)। গুজরাত টাইটান্সকে রোমহর্ষক ফাইনালে হারিয়ে পঞ্চমবার খেতাব জিতে নিয়েছে চেন্নাই সুপার কিংস। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হাড্ডাহাড্ডি ম্যাচের ফলাফল মেলে একদম শেষ বলে গিয়ে। মোহিত শর্মার বলকে ফাইন লেগ বাউন্ডারিতে ঠেলে সেরার আসনে চেন্নাইকে বসান রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। এই জয়ের সাথে সাথেই মুম্বই ইন্ডিয়ান্সের (MI) সাথে সর্বোচ্চ সংখ্যক আইপিএল খেতাব জয়ের নিরিখে একই আসনে বসে সুপার কিংস (CSK)।

সফলতম অধিনায়কের তকমাও রোহিত শর্মার (Rohit Sharma) সাথে ভাগ করে নেন মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni)। এবারের আইপিএল ক্রিকেট মানচিত্রে নতুন তারকা হিসেবে জায়গা করে দেয় শুভমান গিলকে (Shubman Gill)। ৮৯৩ রান করে কমলা টুপি জেতেন তিনি। বল হাতে দাপট দেখান শামি (Mohammad Shami)। ২৮ উইকেট নিয়ে হন বেগুনি টুপির মালিক।২০২৩ আইপিএলের (IPL) রেশ কাটার আগেই আগামী মরসুম নিয়ে শুরু হয়ে গিয়েছে ভাবনাচিন্তা। মনে করা হচ্ছে ফের একবার ডিসেম্বর মাসে আয়োজিত হতে চলেছে ‘মিনি’ নিলাম। কাদের রিলিজ করে ফ্র্যাঞ্চাইজিগুলো, আর কাদেরই বা ঠাঁই হলো রিটেনশন তালিকায় সেদিকে থাকছে নজর।

ইতিমধ্যেই ঘর গোছানোর কাজ অবশ্য শুরু করে দিয়েছে বেশ কিছু ফ্র্যাঞ্চাইজি। কোচের পর থেকে সঞ্জয় বাঙ্গারকে (Sanjay Bangar) সরিয়ে দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। নতুন দায়িত্ব পেয়েছেন অ্যান্ডি ফ্লাওয়ার (Andy Flower)। বেঙ্গালুরু সরিয়েছে ডায়রেক্টর অফ ক্রিকেট মাইক হেসনকেও। সানরাইজার্স হায়দ্রাবাদও ডাগ আউট থেকে বিদায় জানিয়েছে কোচ ব্রায়ান লারাকে (Brian Lara)। এসেছেন ড্যানিয়েল ভেত্তরি (Daniel Vettori)। এহেন সব রদবদলের মাঝেই চলছে আগামী মরসুমের দল গঠনের ভাবনাচিন্তা। কলকাতা (KKR), হায়দ্রাবাদ (SRH), বেঙ্গালুরুর (RCB) মত যে সকল দলের পেস বিভাগে সমস্যা দেখা গিয়েছে গত আইপিএলে, তাদের জন্য বড় সুযোগ থাকছে আসন্ন মিনি নিলামে। আইপিএল বিরতি ভেঙে নিলামে নাম লেখাতে চলেছে মিচেল স্টার্ক (Mitchell Starc)।

Asia Cup 2023 Asia Cup 2023 Schedule | Asia Cup Tickets & Schedule | India Squad | Pakistan Squad | Afghanistan Squad | Bangladesh Squad | Sri Lanka Squad | Nepal Squad

মিচেল স্টার্ককে দেখা যাবে IPL 2024-এ-

Mitchell Starc | IPL 2024 | Image: Twitter
Mitchell Starc | IPL 2024 | Image: Twitter

অস্ট্রেলিয়ার বাঁ-হাতি পেসার মিচেল স্টার্ক (Mitchell Starc) এই প্রজন্মের অন্যতম সেরা ফাস্ট বোলার। দেশের জার্সিতে তিনি ৮২ টেস্টে ৩৩৩ উইকেট নিয়েছেন। ১১০ একদিনের ম্যাচে নিয়েছেন ২১৯ উইকেট। এবং কুড়ি-বিশের খেলায় ৫৮ ম্যাচে নিয়েছেন ৭৩ উইকেট। গতির সাথে নিখুঁত নিয়ন্ত্রণ এবং স্যুইং তাঁর বোলিং-এর প্রধান অস্ত্র। বড় টুর্নামেন্ট এলে অজি জার্সিতে যেন বিদ্যুৎ খেলে যায় স্টার্কের (Mitchell Starc) বোলিং-এ। ২০১৫ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়ন হওয়ার মূল কারিগর ছিলেন তিনি। ৮ ম্যাচে ১০.১৮ গড়ে ২২ উইকেট নিয়েছিলেন তিনি। হয়েছিলেন সর্বোচ্চ উইকেটশিকারী এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও। ২০১৯ বিশ্বকাপেও ২৭ উইকেট নিয়েছিলেন তিনি ১০ ম্যাচে। এহেন বোলারের জন্য আইপিএল ফ্র্যাঞ্চাইজিরা যে বড় মূল্যের বাজি লাগাতে পিছপা হবেন না তা চোখ বন্ধ করেই বলে দেওয়া যায়।

World Cup 2023 | World Cup Tickets & Schedule | World Cup 2023 All Squad | India Squad | Pakistan Squad Bangladesh Squad | Afghanistan Squad | England Squad | New Zealand Squad | Australia Squad | South Africa Squad | Sri Lanka Squad | Netherlands Squad

অর্থের হাতছানি ছিলও স্টার্কের (Mitchell Starc) কাছে। কিন্তু সাড়া দেন নি তিনি। দীর্ঘ সময় আইপিএলে পা রাখেন নি অস্ট্রেলিয়ার ৬ ফুট ৫ ইঞ্চি উচ্চতা্র। বোলিং তারকা। কলকাতা নাইট রাইডার্স (KKR) মাঝে তাঁকে ৯ কোটি টাকা দিয়ে নিলেও চোটের জন্য খেলা হয় নি তাঁর। শেষ আইপিএলে খেলেছেন ২০১৫ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) জার্সি গায়ে। এরপর কখনও চোট আবার কখনও দেশের জার্সিতে বাড়তি তরতাজা থাকার প্রয়াস তাঁকে দূরে রেখেছে আইপিএল থেকে। বিশেষজ্ঞদের মতে অন্তত ১০ মিলিয়ন মার্কিন ডলার তাঁর হাতছাড়া হয়েছে আইপিএল (IPL) না খেলায়। অবশেষে ৯ বছরের বিরতির পর অবস্থান বদলেছেন স্টার্ক (Mitchell Starc)। এক সাক্ষাৎকারে জানিয়ে দিয়েছেন আগামী ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (IPL) নিলামে নাম দেবেন তিনি।

প্রত্যাবর্তন বিষয়ে মুখ খুললেন মিচেল স্টার্ক-

Mitchell Starc | IPL 2024 | Image: Getty Images
Mitchell Starc | IPL 2024 | Image: Getty Images

আপাতত একদিনের বিশ্বকাপে (ICC World Cup) ফোকাস করছেন তিনি। গত দুই বিশ্বকাপে বল হাতে ব্যাটারদের ত্রাস হয়ে উঠেছিলেন। ভারতের মাটিতে তৃতীয় বিশ্বকাপেও ছন্দ ধরে রাখতে চান তিনি। তবে ওডিআই বিশ্বকাপ পরবর্তী ভাবনাও রয়েছে তাঁর। আগামী টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আইপিএল খেলতে চান,  উইলো টক ক্রিকেট পডকাস্টে (Willow Talk Cricket Podcast) এমনটাই জানিয়েছেন অজি পেস তারকা। “আমি অবশ্যই ২০২৪ সালের আইপিএল খেলবো। এটা ২০২৪ টি-২০ বিশ্বকাপের একদম আগে আগে হবে। দেখতে চাই কেউ আগ্রহী কিনা। ২০২৩-এর তুলনায় ২০২৪-এর শীতকালটা খানিক নিস্তরঙ্গ হতে চলেছে। তাই এটা আমার জন্য আদর্শ সুযোগ নিলামে নিজের নাম দেওয়ার।”

মাত্র দুই মরসুম আইপিএলে খেলেছেন স্টার্ক (Mitchell Starc)। ২০১৪ এবং ২০১৫ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) সাথে ছিলেন তিনি। বিরাট কোহলিদের (Virat Kohli) হয়ে ২৭ ম্যাচে তিনি নিয়েছেন ৩৪ উইকেট। বোলিং গড় ২০.৩৮। ইকোনমি রেটও মাত্র ৭.১৭। ১৫ রান দিয়ে ৪ উইকেট নেওয়ার নজিরও রয়েছে তাঁর। ২০২৪-এর নিলামে বছর ৩৩-এর স্টার্ক (Mitchell Starc) নাম দিলে তাঁকে নেওয়ার জন্য ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে দড়ি টানাটানি যে হবে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। পুরনো দল বেঙ্গালুরুতেই ফেরেন স্টার্ক নাকি নাম লেখান নতুন কোনো দলে, সকলের নজর থাকবে সেই দিকে।

Virat Kohli Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rinku Singh | Tilak Varma | Surya Kumar Yadav | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *