T20 World Cup 2024: আবারও খালি হাতে ফিরতে হবে টিম ইন্ডিয়াকে, এই দুই দেশ বিশ্বকাপে জমাবে কব্জা !! 1

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ (T20 World Cup 2024) শুরু হতে প্রায় ৬ সপ্তাহ বাকি আছে এবং প্রস্তুতি পুরোদমে চলছে। এবারের বিশ্বকাপ নানা দিক থেকে বিশেষ হতে চলেছে। একটা কথা, প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিচ্ছে ২০টি দল। দ্বিতীয়ত, আমেরিকায় প্রথমবারের মতো বিশ্বকাপের আয়োজন করা হচ্ছে, যা নিয়ে সবার মধ্যে সবচেয়ে বেশি উৎসাহ ও কৌতূহল রয়েছে। এই মুহূর্তে এই বিশ্বকাপ নিয়ে জোর আলোচনা টিম ইন্ডিয়ার অন্দরমহলে।

২০০৭ সালে প্রথমবার টি-২০ বিশ্বকাপের আসরে চ্যাম্পিয়ন হয়েছিল। তারপর থেকে আর এই ট্রফি জিততে পারেনি টিম ইন্ডিয়ার। এবার তাই এই ট্রফি জিততে কোমর বেক্ষধে নামতে চলেছে তারা। তবে কি সত্যিই কাপ জিতবে এবার রোহিত শর্মার দল? আসলে এই মুহূর্তে আরও দুই দল রয়েছে যাদের দলের ক্রিকেটাররা আইপিএলে দুরন্ত ছন্দে রয়েছেন।

আগুনে ছন্দে রয়েছেন অজি ক্রিকেটাররা

Travis Head, t20 world cup 2024
Travis Head | Image: Getty Images

২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপের আসর বসে ভারতে। সেই টুর্নামেন্টে দুর্দান্ত ক্রিকেট উপহার দিয়ে চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া দল। বিশ্বকাপে বেশ কিছু ক্রিকেটার দুরন্ত পারফরমেন্স করে দেখান যার ফলে আইপিএলের নিলামে প্রচুর টাকায় বিক্রি হন তারা।

প্যাট কামিন্স ও মিচেল স্টার্ককে নিতে কোটি কোটি টাকা খরচ করেছে হায়দ্রাবাদ ও কলকাতা। একমাত্র মিচেল স্টার্ক ছাড়া বাকি প্রতিটা অস্ট্রলিয়ান ক্রিকেটাররা আইপিএলে ফুল ফোটাচ্ছেন। ট্র্যাভিস হেড, ফ্রেজার ম্যাকগার্ক, ওয়ার্নার, মার্কাস স্টোইনিসের মতো খেলোয়াড়রা প্রায় প্রতিটা ম্যাচেই আগুন ঝরাচ্ছেন। সব মিলিয়ে এই অজি দলকে বিশ্বকাপের আসরে ভারতকে বেশ চাপে ফেলতে চলেছে।

ফুল ফোটাচ্ছেন ইংরেজ খেলোয়াড়রাও

Jonny Bairstow, Ipl 2024
Jonny Bairstow | Image: Getty Images

শুধু অস্ট্রেলিয়ান প্লেয়াররা নয়, এই আইপিএলে আলাদা করে নিজেদের জাত চেনাচ্ছেন ইংল্যান্ড দলের খেলোয়াড়রা। গতবারের চ্যাম্পিয়নরা এবারও দল হিসেবে যথেষ্ট শক্তিশালী। তার পাশাপাশি আলাদা করে যে সব খেলোয়াড়রা আইপিএলে খেলছেন তারা যে জীবনের সেরা ছন্দে রয়েছেন।

হারতে বসা ম্যাচগুলি একার হাতেই বেয়ারস্টো, সল্ট, কুরান, জ্যাকসরা দলকে জিতিয়ে দিচ্ছেন। এর পাশাপাশি লিভিংস্টোন, বাটলাররা তো রয়েছেনই। সব মিলিয়ে তাই এই সব খেলোয়াড়দের মাত দিয়ে রোহিত শর্মার দলের পক্ষে ২০২৪ সালে টি-২০ বিশ্বকাপ জেতাটা মোটেও কোন সহজ কাজ হবে না।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *