IPL 2024, KKR vs RCB Match 36: দুরন্ত ফিনিশ করলো রাসেল-রমনদীপ, ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে ২২২ রান জুড়ে দিলো KKR !! 1

জমে উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2024) ৩৬ তম ম্যাচ। আজকের মহা ম্যাচে মুখোমুখি হয়েছে কলকাতা নাইট রাইডার্স এবং রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (KKR vs RCB)। টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু দলের অধিনায়ক ফফ ডু প্লেসিস (Faf Du Plesis)। আজকের ম্যাচে, দলে মোট তিনটি পরিবর্তন করে দ্বিতীয় জয়ের আশায় নেমেছে RCB।

২২২ রানে শেষ হলো RCB’র প্রথম ইনিংস

অন্যদিকে, পাওয়ার প্লের ফায়দা তুলতে কলকাতার হয়ে ওপেনিং করতে আসতে দেখা গিয়েছে সুনীল নারায়ন ও ফিলিপ সল্ট জুটিকে। যদিও আজকের ম্যাচে নারায়ণের বিরুদ্ধে প্লানমাফিক বোলিং করতে দেখা গিয়েছে ব্যাঙ্গালোর বোলারদের। কেবলমাত্র ১৫ বলে ১০ বানিয়ে প্যাভেলিয়ানে ফিরতে হয়েছে নারায়নকে।

ব্যাটিং করতে এসে প্রথম থেকেই মারমূখী ব্যাটিং শুরু করেন ফিল সল্ট, মাত্র ১৪ বলে ৪৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। তাছাড়া ক্যাপ্টেন শ্রেয়স ৫০ রানের ইনিংস খেলেন। ১৬ বলে ২৪ রান বানান রিঙ্কু সিং (Rinku Singh) পরে ২০ বলে ২৭ রানের ইনিংস খেলেন অন্দ্রে রাসেল ও ৯ বলে ২৪ বানিয়ে দলকে ২২২ রানে পৌঁছে দেন রমনদীপ।

আরও পড়ুন | IPL 2024: জয়ের ধারা বজায় রাখতে দুর্দান্ত পরিবর্তন SRH দলে, বাদ যাচ্ছেন ক্লাসেন-হেড !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *