Karnataka Election: কর্ণাটকের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে আজ। দেশীয় রাজনীতির প্রেক্ষাপটে এই নির্বাচনের ফলাফল বড় ভূমিকা নিতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। ভোটের ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গে পরিষ্কার হয়ে গিয়েছে যে মসনদে ফেরা হচ্ছে না ভারতীয় জনতা পার্টির (BJP)। বিপুল ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছে কংগ্রেস। বুথফেরত সমীক্ষা থেকেই জানা গিয়েছিলো যে এবার গদি উল্টাতে চলেছে দক্ষিণের রাজ্যে। বেশ কয়েকটি বেসরকারী খবর চ্যানেলের পক্ষ থেকে জানানো হচ্ছিলো ত্রিশঙ্কু হতে পারে বিধানসভা ভোটের ফলাফল। তবে আজ সকাল থেকেই যে আভাস পাওয়া গিয়েছিলো তাতে বোঝা গিয়েছিলো ম্যাজিক ফিগার ১১৩ ছুঁতে বিশেষ কাঠখড় পোড়াতে হবে না কংগ্রেসকে।
শেষ পাওয়া খবর অনুযায়ী ১৩৬ আসনে জয়ী অথবা এগিয়ে রয়েছে কংগ্রেস (INC)। অন্যদিকে এক ধাক্কায় আসন কমে ৬৪তে এসে দাঁড়িয়েছেন বিজেপি (BJP)। এছাড়াও জেডি (এস) বা জনতা দল (সেকুলার)-এর পক্ষে গিয়েছে ২০ আসন। অন্যান্যদের দখলে আপাতত ৭ আসন। ২০২৪ সালে লোকসভা নির্বাচন। তার আগে শক্তি পরীক্ষার মঞ্চ হিসেবে কর্ণাটক নির্বাচনকে পাখির চোখ করেছিলো বিজেপি এবং কংগ্রেস, দুই দলই। বিজেপির হয়ে দক্ষিণের রাজ্যে প্রচারেও গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi), স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। বাজিমাত করলেন সিদ্ধারামাইয়া’র দলই। বড় জয় পেয়ে শুভেচ্ছার জোয়ারে ভাসছেন কংগ্রেস নেতারা। কর্ণাটক নির্বাচন নিয়ে আলোচনায় এবার জড়িয়ে গেলেন বিরাট কোহলিও (Virat Kohli)। একটি স্ক্রিণশট ঘিরে তুঙ্গে বিতর্ক।
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023
কোহলির বাজি রাহুল গান্ধী? ভাইরাল হলো স্ক্রিণশট-

রাজনৈতিক বিতর্ক থেকে দূরে থাকতেই সাধারণত পছন্দ করেন ক্রিকেটাররা। মাঠের জগতের বাইরের কোনো ইস্যু নিয়েই মুখ খুলতে সাধারণত দেখা যায় না তাঁদের। দিনকয়েক আগেই কুস্তিগীরদের ধর্ণা সম্পর্কে প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguy) প্রশ্ন করা হলে তিনি বিষয়টি নিয়ে বিস্তারে আলচোনা করতে চান নি। গোটা ব্যাপারটি সম্পর্কে বিশদে জানেন না বলে একপ্রকার এড়িয়েই গেছিলেন। ব্যতিক্রম নন বিরাট কোহলিও। সাম্প্রতিক অতীতে দেশের রাজনৈতিক অবস্থা সম্পর্কে কোনো মন্তব্যই তাঁকে করতে শোনা যায় নি। কিন্তু সেই কোহলিই (Virat kohli) কিনা কর্ণাটকের নির্বাচনের ফলাফল সামনে আসা মাত্রই উদ্বেলিত হয়ে উঠলেন? সরাসরি নিজের ইন্সটাগ্রামে পোস্ট করে উদযাপন করতে লাগলেন জয়? এক ভাইরাল স্ক্রিণশট থেকে জানা যাচ্ছে এমনটাই।
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023
সমাজমাধ্যমে যে স্ক্রিণশটের ছবি ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi) একটি ছবি পোস্ট করেছেন কোহলি (Virat Kohli)। তাতে ক্যাপশনে লেখা ‘দ্য ম্যান, দ্য মিথ, দ্য লিডার।’ রাজীব গান্ধীর পুত্রকে নাকি প্রকাশ্যে কিংবদন্তি নেতা হিসেবে মেনে নিয়েছেন ক্রিকেট জগতের নক্ষত্র। পোস্টে কংগ্রেস নেতাকে ট্যাগ করতেও দেখা গিয়েছে কোহলিকে। প্রসঙ্গত কর্ণাটকের নির্বাচনের আগে ভারত জোড়ো যাত্রায় গোটা দেশ জুড়ে পদব্রজে ঘুরেছিলেন রাহুল গান্ধী। আজ কংগ্রেসের (INC) বড় জয়ের নেপথ্যে সেই ‘ভারত জোড়ো যাত্রা’র বড় অবদান রয়েছে বলে মনে করছেন অনেকেই।
দেখে নিন সেই স্ক্রিণশট’টি-
স্ক্রিণশটের সত্যতা ঘিরে উঠছে প্রশ্ন-
ট্যুইটার, ফেসবুকের মত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই স্ক্রিণশট ছড়িয়ে পড়ার সাথে সাথেই এর সত্যতা নিয়েও উঠতে শুরু করেছে প্রশ্ন। অনেকেই বিশ্বাস করতে পারছেন না যে কংগ্রেসের সাফল্য নিয়ে এই ভাবে নিজের ইন্সটাগ্রামে পোস্ট করতে পারেন বিরাট (Virat Kohli)। বর্তমানে কোহলির ইন্সটাগ্রামেও এই স্টোরিটি নেই। বরং বিরাটের প্রোফাইলে গেলে দেখতে পাওয়া যাবে যে তিনি মুম্বই ইন্ডিয়ান্সের সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav) গতকাল গুজরাত টাইটান্সের (GT) বিরুদ্ধে ৪৯ বলে ১০৩ করার জন্য যে শুভেচ্ছা জানিয়েছিলেন সেই স্টোরিটি রয়েছে এখনও। এই স্ক্রিণশট’টিকে ‘নকল’ বলেই তাই মনে করছেন নেটদুনিয়ার অধিকাংশ নাগরিক।
বিঃদ্রঃ- এই স্ক্রিণশটের সত্যতা যাচাই করে দেখে নি স্পোর্টসউইকি বাংলা।
IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023