IPL 2023: দ্রুত গতিতে শেষের দিকে এগোচ্ছে আইপিএল। এখন চলছে ফাইনাল ল্যাপের খেলা। প্রথম কোয়ালিফায়ার ম্যাচে চেন্নাই সুপার কিংস দাপটের সাথে খেলে পরাজিত করেছিলো গুজরাত টাইটান্সকে। মহেন্দ্র সিং ধোনিরা জায়গা করে নিয়েছেন ফাইনালে। লীগ শীর্ষে থেকে প্লে-অফে উঠলেও সরাসরি ফাইনালের ছাড়পত্র এবার পায় নি গুজরাত। এলিমিনেটর ম্যাচে লক্ষ্ণৌ সুপারজায়ান্টসকে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে গুজরাতের মুখোমুখি আজ মুম্বই ইন্ডিয়ান্স। আজ যে দল জিতবে, তারাই জায়গা করে নেবে ফাইনালে। আরও একটা গুজরাত বনাম চেন্নাই মহারণ নাকি ফাইনালে ফের আইপিএলের এল-ক্লাসিকো? অর্থাৎ চেন্নাই সুপার কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স? উত্তরের অপেক্ষায় প্রহর গুণছেন ক্রিকেট অনুরাগীরা।
দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ শুরু হতে খানিক দেরী হলো বৃষ্টিতে আউটফিল্ড ভিজে থাকায়। টসে জিতে প্রথমে বোলিং বেছে নিয়েছেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা। ওপেন করতে নেমে শুরুর ওভারগুলোতে বেশ সমস্যায় পড়তে দেখা গেলো শুভমান গিল এবং ঋদ্ধিমান সাহাকে। বৃষ্টির কারণে উইকেট খানিক ভেজা থাকায় প্রথম ওভারে স্যুইং আদায় করে নিতে দেখা গেলো জেসন বেহরেনডফকে। দ্বিতীয় ওভারে রোহিত শর্মা ব্যবহার করেন ক্যামেরন গ্রিনকে। ১০ রান খরচ করেন তিনি। আর দেরী করেন নি হিটম্যান। ছন্দে থাকা আকাশ মাধওয়ালের হাতে তুলে দেন সাদা বল। গত ম্যাচে একাই লক্ষ্ণৌ ব্যাটিং-এর মেরুদণ্ড ভেঙেছিলেন মাধওয়াল। আজকেও শুরু থেকেই ব্যাটারদের ব্যাকফুটে ঠেলার খেলায় মাতলেন তিনি।
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023
মাধওয়ালের গতির ধাক্কায় বেসামাল ঋদ্ধিমান-

গত ম্যাচে লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের বিরুদ্ধে দুরন্ত বোলিং করেছিলেন আকাশ মাধওয়াল। মাত্র ৫ রানের বিনিময়ে ৫ উইকেট নিয়ে ছুঁয়েছিলেন অনিল কুম্বলের রেকর্ড। সেই আগুনে ফর্ম আজকের ম্যাচেও বজায় রাখতে বদ্ধপরিকর তিনি। ম্যাচের চতুর্থ ওভারে মাধওয়ালের হাতে বল তুলে দেন রোহিত। ওভারের প্রথম চার বলে দুটি ডট বল সহ মাত্র ৩ রান খরচ করেছিলেন তিনি। ওভারের পঞ্চম বলটিতে বাউন্সার দেওয়ার প্রয়াস ছিলো তাঁর। মাধওয়ালের গতির কোনো উত্তর দিতে পারেন নি ঋদ্ধিমান সাহা। মাথা সরাতে দেরী হয়ে গিয়েছিলো তাঁর। বল সজোরে আঘাত করে হেলমেটে। গতির ধাক্কায় নিজেকে সামলাতে পারেন নি ঋদ্ধিমান। দেহের ভারসাম্য হারান তিনি। কনকাশন পরীক্ষা করার জন্য ছুটে আসতে হয় দলের ফিজিওকে।
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023
পঞ্চম বলে হেলমেটে আঘাত পেলেও পরের বলেই দুর্দান্ত কামব্যাক করেন ঋদ্ধিমান। ফিজিও’র শুশ্রুষার পর ভাবলেশহীন ভঙ্গিতেই তাঁকে দেখা যায় স্ট্রাইক নিতে। মাধওয়ালের বল স্টেপ আউট করে উড়িয়ে দেন পয়েন্টের ওপর দিয়ে। দুরন্ত গতিতে বল ছুটে যায় বাউন্ডারির দিকে। পাওয়ার প্লে’তে ৫০ রান তুললেও ঋদ্ধিমানের ইনিংস অবশ্য লম্বা হলো না আজ। পীয়ূষ চাওলার ঘূর্ণিতে হার মানতেই হলো তাঁকে। ১৬ বলে ১৮ করে স্টাম্পড হলেন তিনি।
IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023
দেখে নিন মাধওয়ালের বল’টি-
https://twitter.com/DeyPratyay/status/1662116521303494658?s=20