WTC Final: “জীবনের সেরা ফর্মে আছি…” টেস্ট চ্যাম্পিয়নশিপের আগে বড় হুঙ্কার বিরাট কোহলির !! 1

IPL 2023: দিনকয়েক আগে ট্যুইটারে ভাইরাল হয়েছিলো এক ফ্যানের মন্তব্য। সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে বিরাট কোহলি দুর্দান্ত ইনিংস খেলার পর তিনি লিখেছিলেন, “মওকা যব বড়া হোতা হ্যায়, বিরাট কোহলি খাড়া হোতা হ্যায়”, অর্থাৎ বড় মঞ্চে, কঠিন সময়ে সবসময় বুক চিতিয়ে লড়তে দেখা যায় বিরাট কোহলিকেই। আই আইপিএল মরসুমে অবশ্য বারবারই বিরাটের (Virat Kohli) বিক্রম দেখা গিয়েছে বাইশ গজে। গত দেড় দশকের ট্র্যাডিশন বজায় রেখে এই মরসুমেও বেঙ্গালুরু ছিটকে গিয়েছে খেতাবী দৌড় থেকে। তবে ট্রফি না জিতলেও কোহলির ব্যাটিং আদায় করে নিচ্ছে তারিফ। এবারের আইপিএলে ৬টি অর্ধশতক এবং ২টি শতরান করেছেন বিরাট। জায়গা করে নিয়েছেন সেরা ব্যাটারদের তালিকায়। ব্যাটে রান পাওয়ায় আত্মবিশ্বাস যে তুঙ্গে বিরাটের তা বোঝা গেলো তাঁর শরীরী ভাষায়।

গতকাল চিন্নাস্বামী স্টেডিয়ামে মরসুমের শেষ লীগ ম্যাচে বেঙ্গালুরুর (RCB) প্রতিপক্ষ ছিলো গুজরাত টাইটান্স (GT)। প্লে-অফের যোগ্যতা অর্জন করতে হলে ম্যাচ জিততেই হত কোহলিদের। দিনের প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স জিতে যাওয়ায় জয় ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা খোলা ছিলো না বেঙ্গালুরুর সামনে। তাদের ওপর চাপ বাড়িয়েছিলো বৃষ্টি। আবহাওয়াজনিত কারণে খেলা শুরু হতে দেরী হলো এক ঘন্টা। শেষমেশ টস জিতে প্রথমে বোলিং-এর সিদ্ধান্ত নেন গুজরাত অধিনায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। ব্যাট করতে নেমে বাকিরা বিশেষ সুবিধা করতে না পারলেও ত্রাতা হতে দেখা গেলো কোহলিকেই। মরসুমের শেষ ম্যাচে দুর্দান্ত শতরান করে স্মরণীয় করে রাখলেন তিনি। নির্ধারিত ২০ ওভারে বেঙ্গালুরু (RCB) তুললো ১৯৭ রান। তার মধ্যে ১০১ রান কোহলিরই (Virat Kohli)। সাম্প্রতিক অতীতে টি-২০ ক্রিকেটে তাঁর ব্যাটিং মানসিকতা নিয়ে প্রশ্ন উঠেছিলো। শতরান করে নিন্দুকদের জবাব দিলেন ‘কিং কোহলি।’

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad WPL 2023 | Asia Cup 2023

IPL-এ আগুনে ফর্মে বিরাট-

IPL 2023 | Virat Kohli | image: twitter
Virat Kohli scored six fifties and two phenomenal hundreds in IPL 2023

২০১৬ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে নিজের সেরা মরসুমটা কাটিয়েছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। সেই বছর ১৬ ম্যাচে ৯৭৩ রান করেছিলেন তিনি। ব্যাটিং গড় ছিলো ৮১.০৮। করেছিলেন ৪টি শতরান এবং ৭টি শতরান। আইপিএলের ইতিহাসে এক মরসুমে এত রান করার নজির আর কারও নেই। এক মরসুমে সর্বোচ্চ শতরানের নিরিখেও এক নম্বরেই রয়েছেন বিরাট (Virat Kohli)। এই রেকর্ডটি অবশ্য তাঁকে ভাগ করে নিতে হয়েছে জস বাটলারের (Jos Buttler) সাথে। ২০২২ সালে এক মরসুমে চার শতরান করেন বাটলারও। ৯৭৩ রানের সেই অভাবনীয় মরসুমের পর বিরাটের দ্বিতীয় সফলতম মরসুম হিসেবে রেকর্ড বইয়ের পাতায় থেকে যাবে ২০২৩ আইপিএল। এই বছর ১৪ ম্যাচ খেলেছেন কোহলি। করেছেন ৬৩৯ রান। ব্যাটিং গড় ৫৩.২৫। রয়েছে ছয়টি অর্ধশতক এবং ২টি শতরান। অরেঞ্জ ক্যাপের তালিকায় আপাতত তৃতীয় স্থানে বিরাট।

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad WPL 2023 | Asia Cup 2023

মরসুমের শুরুটাই দুর্দান্ত ইনিংস দিয়ে করেছিলেন কোহলি (Virat Kohli)। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে করেছিলেন ৪৮ বলে ৮২* রান। এরপর লক্ষ্ণৌর বিরুদ্ধে করেন ৪০ বলে ৬১ রান। দিল্লীর বিরুদ্ধেও করেন অর্ধশতক (৩৪ বলে ৫০)। অর্ধশতরান করেন পাঞ্জাবের বিপক্ষেও। ৪৭ বলে করেন ৫৯ রান। সেখানেই থামেন নি বিরাট। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে চিন্নাস্বামীতে তাঁর ব্যাট থেকে আসে ৫৪ রান। দিল্লীর বিরুদ্ধে ফিরতি পর্বের ম্যাচে ৫৫ রানের ইনিংস খেলেন তিনি। মরসুম যত এগিয়েছে বিরাটের (Virat Kohli) ব্যাটে তত দেখা গিয়েছে রানের রোশনাই। সানরাইজার্স হায়দ্রাবাদের (SRH) বিরুদ্ধে জ্বলে ওঠেন তিনি। ভুবনেশ্বর কুমারকে ডিপ মিড উইকেটের ওপর দিয়ে মাঠের বাইরে আছড়ে ফেলে পৌঁছান শতরানে। করেন ৬৩ বলে ১০০ রান। তার ঠিক পরের ম্যাচেই আবার শতক ছুঁলেন কোহলি। গুজরাত টাইটান্সের (GT) বিরুদ্ধে একা কুম্ভ হয়ে লড়ে ৬১ বলে করলেন ১০১* রান। ষোড়শ আইপিএলে প্রথম ব্যাটার হিসেবে একাধিক শতরান করার নজির গড়েন বিরাট।

নিজের দক্ষতা সম্পর্কে আত্মবিশ্বাসের শিখরে কোহলি-

Virat Kohli | IPL 2023 | image: twitter
Virat Kohli thinks that he is in the best T20 form of his career

বেশ কয়েকটি ইনিংসে ১১৫ বা ১২০’র মধ্যে ঘোরাফেরা করছিলো কোহলির (Virat Kohli) স্ট্রাইক রেট। সেই সময় তাঁর টি-২০ খেলার মানসিকতা নিয়ে প্রশ্ন তুলতে দেখা গিয়েছিলো সাইমন ডুল (Simon Doull), হর্ষ ভোগলেদের (Harsha Bhogle) মত কয়েকজন ক্রিকেট বিশেষজ্ঞকে। ধারাভাষ্য দেওয়ার সময় কোনো রাখঢাক না করেই ডুল বলেছিলেন- দলের কথা নয়, বরং ব্যক্তিগত মাইলস্টোনের কথাই ঘুরছে বিরাটের মাথায়। পরপর দুই ম্যাচে দুই দুর্দান্ত শতরান করার পর নিন্দুকদের একহাত নিলেন বিরাট (Virat Kohli)। ইনিংসের বিরতির সময় সাক্ষাৎকার দিতে এসে তিনি বলেন, “অনেকে মনে করেছিলেন টি-২০তে আমার ব্যাটিং দক্ষতা হ্রাস পেয়েছে। কিন্তু আমি মনে করি এই মুহূর্তে আমি আমার দক্ষতার শিখরে রয়েছি। এখন কেরিয়ারের সেরা টি-২০ ক্রিকেটটা খেলছি আমি।” ২০২২ টি-২০ বিশ্বকাপের পর থেকে ভারতীয় টি-২০ দলেও দেখা যায় নি কোহলিকে। শোনা যাচ্ছে সিনিয়রদের বাদ দিয়েই কুড়ি-বিশের ক্রিকেটে এগোতে চায় বোর্ড। তিনি যে এখনি থামতে রাজী নন, তা সম্ভবত নির্বাচকদের শুনিয়ে রাখলেন বিরাট।

বিরাটের দুরন্ত শতরানও অবশ্য পারলো না বেঙ্গালুরুকে গতকাল শেষ চারের টিকিট এনে দিতে। ১৯৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে ঋদ্ধিমান সাহাকে (Wriddhiman Saha) হারিয়েছিলো গুজরাত। ১৫ বলে ১২ রান করে ফিরে যান তিনি। কিন্তু এর পর টলাতে পারে নি বিজয় শঙ্কর এবং শুভমান গিলের জুটিকে। তিন নম্বরে নেমে ঝোড়ো অর্ধশতক করে যান বিজয় শঙ্কর (Vijay Shankar)। ৩৫ বলে করেন ৫৩। তবে গতকালের চিন্নাস্বামী স্টেডিয়ামকে মাতিয়ে দিলেন শুভমান গিল। বিরাটের মঞ্চে তাঁকেই ছাপিয়ে গেলেন তরুণ শুভমান। সানরাইজার্সের বিরুদ্ধে আগের ম্যাচে শতরান করেছিলেন শুভমানও (Shubman Gill)। কোহলির মতই টানা দ্বিতীয় শতরান করলেন তিনি। ৫টি চার এবং ৮টি ছক্কায় সাজানো ৫২ বলে ১০৪* রানের ইনিংস খেলে গুজরাতকে ম্যাচ জিতিয়ে দেন তিনি। ১৪ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে রইলো টাইটান্সবাহিনী। অন্যদিকে ১৪তে আটকে থেকে বিদায় নিলো বেঙ্গালুরু (RCB)।

IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *