ipl-sidhu-on-mi-captaincy-conundrum

IPL 2024: সাজ সাজ রব ক্রিকেটমহলে। আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (IPL) নয়া মরসুম। টুর্নামেন্টের রীতি মেনে উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস (CSK)। ঘরের মাঠ চিপকে তাদের প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। টিকিটের চাহিদা আকাশ ছুঁয়েছে এরই মধ্যে। ক্রিকেটজ্বরে কাঁপছেন আট থেকে আশি। এবারের আইপিএলের উত্তেজনা বেশ কয়েকগুণ বাড়িয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের নেতৃত্ব হস্তান্তর। ট্রেডিং পদ্ধতিতে গুজরাত টাইটান্স থেকে হার্দিক পান্ডিয়াকে (Hardin Pandya) ছিনিয়ে নিয়েছিলো মুম্বই। তাঁর হাতেই অধিনায়কত্ব তুলে দিয়েছেন মুকেশ আম্বানিরা। গত এক দশকে পাঁচবার দলকে আইপিএল চ্যাম্পিয়ন করা রোহিত শর্মা’কে (Rohit Sharma) যেভাবে আচমকা সরিয়ে দেওয়া হয়েছে তা আগুন জ্বালিয়েছে অনুরাগীদের মধ্যে। যুক্তি-পাল্টা যুক্তির দ্বৈরথে উত্তপ্ত আইপিএলের আবহ।

রোহিতকে (Rohit Sharma) অধিনায়কত্ব থেকে সরানোয় রুষ্ট মুম্বই সমর্থকদের একটা বড় অংশ। সোশ্যাল মিডিয়ায় ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে বিষোদগার করতে দেখা গিয়েছে তাঁদের। নতুন অধিনায়ক হার্দিকও রয়েছেন তাঁদের নিশানায়। কেবল সমর্থক বা হিটম্যান অনুরাগীরা নন, সূর্যকুমার যাদব বা জসপ্রীত বুমরাহ’র মত দলের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ সদস্যও ইঙ্গিতবাহী পোস্ট করেছেন সমাজমাধ্যমে। সব মিলিয়ে মুম্বই ইন্ডিয়ান্স (MI) সাজঘরের পরিস্থিতি যে আপাতত বেশ থমথমে তা সহজেই অনুমেয়। হার্দিক নিজে অবশ্য এই নিয়ে বিশেষ ভাবতে রাজী নন। সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, “…আমি ভালো করেই জানি যে রোহিতের হাত সবসময় আমার কাঁধেই থাকবে।” তবুও নিঃসন্দেহ হতে পারছেন না বিশেষজ্ঞরা। এই বিতর্কের আবহেই রোহিত-হার্দিক অধ্যায় নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য নভজ্যোত সিং সিধু’র।

Read More: IPL 2024: এনসিএ’র ফিটনেস টেস্ট পাস করতে ব্যর্থ সূর্যকুমার, টুর্নামেন্ট শুরুর আগেই কোমর ভাঙলো MI-এর !!

রোহিতকে একগুচ্ছ পরামর্শ দিলেন সিধু-

Navjot Singh Sidhu | IPL 2024 | Getty Images
Navjot Singh Sidhu | Getty Images

এবারের আইপিএলে (IPL) ধারাভাষ্যকার হিসেবে ফিরছেন নভজ্যোত সিং সিধু (Navjot Singh Sidhu)। তার আগে ইন্ডিয়া টুডে’কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে আসন্ন টুর্নামেন্ট সম্পর্কে নানা কথা বলতে শোনা গেলো টিম ইন্ডিয়ার প্রাক্তনীকে। মাইক হাতে প্রত্যাবর্তন নিয়ে সিধু জানান, “ধারাভাষ্য আমার রক্তে আছে। যেভাবে গুরু নানক আমাদের পাগড়ি দিয়েছেন। আজ সেই পাগড়িই আমার পরিচয়। আমি সৌভাগ্যবান যে আমার শখকেই পেশায় পর্যবসিত করতে পেরেছি।” কথায় কথায় উঠে আসে রোহিত শর্মার অপসারণ ও হার্দিক পান্ডিয়ার অধিনায়কত্ব লাভের প্রসঙ্গ’ও। দল সামলাতে হার্দিকের (Hardik Pandya) সাহায্যের প্রয়োজন হবে বলেই মনে করছেন সিধু। পরিবর্তনই যে এই জগতের একমাত্র ধ্রুবক, তাও সকলকে মনে করিয়ে দিয়েছেন তিনি।

নেতৃত্ব হারানো নিয়ে বেশী না ভেবে ক্রিকেটকে উপভোগ করার উপদেশ তিনি দিয়েছেন রোহিত শর্মা’কে (Rohit Sharma)। সাক্ষাৎকারে সিধু (Navjot Singh Sidhu) বলেন, “অনেক বছর ধরে রোহিত শর্মা মুম্বই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দিয়েছেন। সাথে ভারতের অধিনায়কত্বও করেছেন। এখন নেতৃত্বের বোঝা আর নেই। খোলা মনে আইপিএল উপভোগ করুক রোহিত।” হার্দিকের (Hardik Pandya) নেতৃত্ব দেওয়া প্রসঙ্গে সিধু বলেন, “যদি তুমি অধিনায়ক না থাকো, তাহলে তোমার উপর চাপ অনেক কম থাকবে। কারণ নেতৃত্ব হলো কাঁটার বিছানা। আপনার মানুন অথবা না মানুন, এটাই সত্যি। যদিও কেউ কেউ অধিনায়কত্বকে উপভোগ করেছেন, তবে কারও কারও ক্ষেত্রে এটা শাস্তিতে পরিণত হয়েছে।…”

মুম্বই ইন্ডিয়ান্সে নতুন যুগের সূচনাকে স্বাগতই জানিয়েছেন সিধু। জানান, “আমি নিশ্চিত এই আইপিএলে হার্দিক বারবার অধিনায়কত্ব নিয়ে আলোচনা করতে রোহিতের কাছেই ছুটে যাবে।” প্রাক্তন ক্রিকেটার আরও বলেন, “সময় আসলে সকলকে সরে যেতে হয়। ইয়ান চ্যাপেল, গ্রেগ চ্যাপেল হোন বা মহান শচীন তেন্ডুলকর, সবাই কখনও না কখনও সরে গিয়েছেন। রোহিতও অনেকটা সময় পেয়েছে। ও যদি ফিটনেসের উপর ফোকাস রাখে, তাহলে ওকে জিনিয়াস বলা হবে। ফ্রন্টফুটে ও দুর্দান্ত ছক্কা মারে, সেটা তো আর কেউ কেড়ে নিতে পারবে না ওর থেকে।”

Also Read: IPL 2024: “আমার সঙ্গে উনি যা করেছেন…”, আইপিএল শুরুর আগে জয় শাহ’র বিরুদ্ধে মারাত্মক অভিযোগ প্রীতি জিন্টার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *