IPL 2023: সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে শতরান, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে শতরান, চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে কঠিন পিচে লড়াকু ৪২ এবং মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আবার শতরান- আইপিএলে গত চারটি ইনিংসে শুভমান গিলের ব্যাটিং পরিসংখ্যান এমনটাই। ভিডিও গেমেও হয়ত সম্ভব নয় এমন ব্যাটিং, কিন্তু সেটাই বাস্তবে করে দেখিয়েছেন গুজরাত টাইটান্সের ২৩ বর্ষীয় ওপেনার। ২০২৩ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লীগকে নিজের ব্যাটিং মাহাত্ম্যে মাতিয়ে দিয়েছেন তরুণ তারকা। দিনকয়েক আগে সুনীল গাওস্করকে বলেছিলেন, “৫-৬টা ম্যাচ বাকি আছে, আশা করছি শতরান পেয়ে যাবো।” একটি নয়, তিনটি শতরান করে সেই কথা রাখলেন শুভমান গিল। আজ মুম্বইয়ের বিরুদ্ধে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে গুজরাতের জয়ে বড় ভূমিকা রাখলো শুভমানের অনবদ্য শতকটি।
আজকের ম্যাচে টসে জিতে প্রথমে প্রতিপক্ষকে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছিলেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা। বৃষ্টির পর পিচের ভেজা ভাবকে কাজে লাগিয়ে পাওয়ার প্লে’তে উইকেট তুলে নেওয়াই লক্ষ্য ছিলো মুম্বইয়ের। কিন্তু প্রথম ছয় ওভার কোনো উইকেটই পড়লো না গুজরাতের। পীয়ূষ চাওলার বলে শেষমেশ সপ্তম ওভারে ঋদ্ধিমান সাহা আউট হলেও পরের উইকেট তুলতে দীর্ঘসময় অপেক্ষা করতে হলো রোহিত শর্মার দলকে। সাই সুদর্শনকে সাথে নিয়ে আহমেদাবাদের মাঠে নতুন রূপকথা লিখলেন শুভমান গিল। ২৩ বর্ষীয় ওপেনার শেষ চার ম্যাচের মধ্যে তৃতীয় শতরান করলেন আজ। ৬০ বলে তাঁর ব্যাট থেকে ৭টি চার এবং ১০ ছক্কার সাহায্যে এলো ১২৯ রান। ৪৩ রান করেন সাই সুদর্শন। ঝোড়ো ইনিংস খেলেন অধিনায়ক হার্দিকও। শেষমেশ মুম্বইয়ের বিরুদ্ধে নির্ধারিত ২০ ওভারে গুজরাত টাইটান্সের স্কোর দাঁড়ায় ২৩৩।
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023
ক্রিস জর্ডানের কনুই চোখে লাগায় ব্যাট করতে পারেন নি ঈশান কিষণ। নেহাল ওয়াধেরাকে নিয়ে ইনিংস ওপেন করতে নেমেছিলেন অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু পাওয়ার প্লে’তে মহম্মদ শামির আগুনে পেসে সাজঘরে ফেরেন দুজনেই। এরপর ক্যামেরন গ্রিন এবং সূর্যকুমার যাদবের ব্যাটেই আশা বেঁচে ছিলো মুম্বইয়ের। কনুইতে আঘাত পাওয়ার পরে ব্যান্ডেজ বেঁধে ব্যাট করলেন গ্রিন। চেষ্টা করলেন দলকে ম্যাচে ফেরাতে। কিন্তু দিনটা আজ মুম্বইয়ের নয়। অনবদ্য অর্ধশতক করে লড়লেন সূর্যকুমারও। কিন্তু তাঁর লড়াইও ব্যর্থ অলো আজ। মোহিত শর্মার ১০ রানের বিনিময়ে ৫ উইকেটের দাপটে ৬২ রানে হারলো পাঁচ বারের চ্যাম্পিয়নরা। মুম্বই বনাম চেন্নাই দ্বৈরথ দেখা গেলো না ফাইনালে। অসামান্য শতরান করে ম্যাচের সেরার পুরষ্কার জিতলেন শুভমান গিল।
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023
‘তিন ছক্কা হাঁকিয়ে ছন্দ খুঁজে পেয়েছি’, বলছেন ম্যাচের নায়ক-

আইপিএল ২০২৩’কে নিঃসন্দেহে মনে রাখা হবে শুভমান গিলের মরসুম হিসেবে। ১৬ ম্যাচে বর্তমানে তাঁর রান সংখ্যা ৮৫১। ব্যাটিং গড় ৬০.৭৯। স্ট্রাইক রেট ১৫৭’র আশেপাশে। করেছেন ৩টি শতরান এবং ৫টি অর্ধশতক। যে ফর্মে ব্যাট করছেন তিনি, তাতে বিরাট কোহলির এক মরসুমে ৯৭৩ রানের রেকর্ডও যে সুরক্ষিত তা এক্ষুণি বলা যাচ্ছে না। প্রিয় আহমেদাবাদের মাঠে ফাইনালে যে তিনি আরও একটি শতরান করে বসবেন না তা কে বলতে পারে? মাত্র ২৩ বছর বয়সে এখনই আইপিএলের ইতিহাসে এক মরসুমে চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটার হয়ে গিয়েছেন তিনি। ফাইনালে ডেভিড ওয়ার্নার (৮৫৮) এবং জস বাটলারকে (৮৬৩) টপকে যাওয়ার সুযোগ থাকছে তাঁর কাছে। এই সাফল্যের নেপথ্যে কারণ কি? গুজরাত ওপেনার জানিয়েছে, “প্রতি বল দেখে খেলি। প্রতি ওভারে আলাদা করে মনসংযোগ করি।”
আজকের ম্যাচে প্রথম ওভারে বেশ সমস্যা হচ্ছিলো বলের লাইন লেন্থ বুঝতে। ভিজে পিচে স্যুইং করছিলো বল। “যে ওভারে তিন ছক্কা হাঁকালাম, তখনই বড় ইনিংস খেলার ছন্দ খুঁজে পেয়েছি। তখনই বুঝেছিলাম যে আজ দিনটা আমার হতে পারে। ” ম্যাচ শেষে অকপট শুভমান। পিচ যে ব্যাটিং সহায়ক ছিলো তা মেনে নিয়েছেন শুভমান। তাঁর ব্যাটে চমৎকার সব শট দেখা গিয়েছে আজ। তা নিয়ে তরুণ ওপেনারের মন্তব্য, “খেলতে খেলতে নতুন জিনিস সব উদ্ভাবন হতে থাকে। তখন আপনাআপনিই সব চলে আসে। আমার কাছে বিশ্বাসটাই আসল। আমি আন্তর্জাতিক ক্রিকেটে ভালো পারফর্ম করেছি এই মরসুমে। আগের বছরটাও ভালো কেটেছিলো। যখন শুরুটা ভালো হয়, আমি বড় রান পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী থাকি।”
দেশের হয়ে খেলেই নিজের ব্যাটিং’কে অন্য স্তরে নিয়ে যেতে পেরেছেন বলে স্বীকার করে নেন শুভমান। বলেন, “আমার মনে হয় গত উইন্ডিজ সফর থেকেই আমি গিয়ার বদলেছি। গত আইপিএলের আগে আমি চোট পেয়েছিলাম। তবে নিজের খেলা নিয়ে বিস্তর কাটাছেঁড়া করেছি। টি-২০ বিশ্বকাপের পর যে নিউজিল্যান্ড টি-২০ সিরিজ ছিলো, তার প্রস্তুতির সময় বেশ কিছু বদল এনেছিলাম খেলায়।” ভালো পারফর্ম্যান্সের সাথে সাথে আসে প্রত্যাশার চাপ। সামলান কি করে? সঞ্চালকের প্রশ্নের জবাবে শুভমান বলেন, “প্রত্যাশার যাবতীয় চাপ থাকে মাঠের বাইরে। একবার মাঠে নামলে তখন দলের জয়ে অবদান রাখার কথাই কেবল মাথায় থাকে।” আজকের ইনিংস সম্পর্কে শুভমানের প্রতিক্রিয়া, “এখনো পর্যন্ত আইপিএলে আমার সেরা ইনিংস।”
IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023