IPL Final: "সঠিক দিশাতেই এগোচ্ছি..." টুর্নামেন্টের সেরা হয়ে আত্মবিশ্বাসী শোনালো শুভমান গিল'কে !! 1

IPL 2023: কেউ বলছেন ‘আগামী প্রজন্মের তারকা’, কেউ আবার এখনই তুলনা শুরু করে দিয়েছেন শচীন তেন্ডুলকর, বিরাট কোহলির মত বিশ্ব ক্রিকেটের নক্ষত্রদের সঙ্গে। শুভমান গিলকে নিয়ে ভারত তথা বিশ্ব ক্রিকেট বর্তমানে মাতোয়ারা। ২০১৮ সালে যখন অনূর্দ্ধ-১৯ বিশ্বকাপ জিতেছিলো ভারত, তখনই প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন। সেই সময় দলের অধিনায়ক পৃথ্বী শ’কে নিয়ে দেশের সংবাদমাধ্যমে মাতামাতি হলেও অনেক বিশেষজ্ঞই বলেছিলেন নজর থাকুক শুভমান গিলের দিকে। এরপর যত সময় এগিয়েছে সেই বিশেষজ্ঞদের সঠিক প্রমাণ করেছেন শুভমান। আন্তর্জাতিক ক্রিকেটে শুরুর কিছু ম্যাচে ঝলক দেখিয়েছিলেন প্রতিভার। রানের বিস্ফোরণ দেখা গিয়েছিলো ২০২২-এর মাঝামাঝি সময় থেকে। শুভমান নিজেই বলেছেন একটি সাক্ষাৎকারে, “২০২২-এর ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে গিয়ার বদলেছিলাম।” তখন থেকেই তাঁর ফর্মের গাড়ি একবার দৌড় যেভাবে শুরু করেছে তারপর থেকে থামার নামই নিচ্ছে না।

বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট শতরান দিয়ে ২০২২’কে বিদায় জানিয়েছিলেন। নয়া বছরকে স্বাগত জানিয়েছিলেন শ্রীলঙ্কা, নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের ম্যাচে চোখধাঁধানো ব্যাটিং করে। একাধিক শতরান, এমনকি দ্বিশতরানও এসেছে তাঁর ব্যাটে। চলতি বছর শ্রীলঙ্কার বিরুদ্ধে আন্তর্জাতিক টি-২০তে অভিষেক হয় তাঁর। প্রথম কিছু ম্যাচে রান আসে নি। কুড়ি-বিশের ক্রিকেটে ঠিক খাপ খাওয়াতে পারেন না শুভমান। উঠতে শুরু করেছিলো এমন সব অভিযোগ। এই একই কারণ দেখিয়ে ২০২২ আইপিএল নিলামের আগে তাঁকে বাতিলের খাতায় ঠেলে দিয়েছিলো কলকাতা নাইট রাইডার্স। কিন্তু যাঁকে এই প্রজন্মের সেরা ব্যাটিং প্রতিভা বলা হচ্ছে তিনি নিন্দুকদের কথায় থোড়াই কেয়ার করবেন? জবাব নিউজিল্যান্ডের বিরুদ্ধেই দিলেন তিনি। ৬৩ বলে আহমেদাবাদের মাঠে করলেন ১২৬ রান। গতবছর প্রায় ৫০০’র কাছাকাছি রান করে গুজরাত টাইটান্সকে আইপিএল জিততে সাহায্য করেছিলেন তিনি। এরপরেও যাঁদের মনে তাঁর টি-২০ ব্যাটিং নিয়ে দ্বিধা ছিলো তাঁদের মুখ বন্ধ করতে ২০২৩ আইপিএলকে বেছে নিলেন তিনি।

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad WPL 2023 | Asia Cup 2023

আইপিএলের ‘ষোড়শ মরসুমকে’ শুভমান গিল স্পেশ্যাল বললে বিন্দুমাত্র অত্যুক্তি করা হয় না। যেভাবে তিনি ব্যাটিং করেছেন ততটা দাপটের সাথে খেলতে সম্ভবত আর মাত্র দুই ব্যাটারকে দেখা গিয়েছে আইপিএলের ইতিহাসে। ২০১৬ সালে বিরাট কোহলি এবং ২০২২ সালে জস বাটলার। প্রায় নিখুঁত ক্রিকেট খেলেছেন শুভমান। সূর্যকুমার যাদব বা এবি ডি ভিলিয়ার্সের মত স্কুপ, ল্যাপ শট, স্যুইচ হিটের মত ‘টেলর মেড’ টি-২০ শট নয়, বরং ধ্রুপদী কাট, পুল, ড্রাইভ, হুক মেরেও যে কুড়ি-বিশের ক্রিকেট খেলা যায় তা দেখালেন তিনি। ১৭ ম্যাচে তাঁর ব্যাট থেকে এলো ৮৯০ রান। ব্যাটিং গড় ৫৯.৩৩। রয়েছে ৩ শতরান, ৪ অর্ধশতরান। টুর্নামেন্টে ৮৫ চার এবং ৩৩ ছক্কা মেরেছেন তিনি।আজ তীরে এসে তরী ডুবলো গুজরাতের, তবুও অবিশ্বাস্য ব্যাটিং করে টুর্নামেন্টের সেরা ক্রিকেটার নির্ধারিত হয়েছেন তিনিই।

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad WPL 2023 | Asia Cup 2023

খেলার কিছু বদল এনেই সাফল্য, বলছেন শুভমান-

Shubman Gill | IPL 2023 | image: twitter
Shubman Gill wins the ‘Player of the Series’ Award in IPL 2023 with 890 runs in 17 matches

আইপিএলের এক মরসুমে সর্বোচ্চ রান করার রেকর্ড রয়েছে বিরাট কোহলির দখলে। ২০১৬ সালে ৯৭৩ রান করেছিলেন তিনি।  যা ভাঙা প্রায় অসম্ভব বলেই এতদিন ধারণা ছিলো বিশেষজ্ঞদের। কিন্তু তাঁদের সেই ধারণা প্রায় ভুল প্রমাণ করে দিয়েছিলেন ২৩ বছরের শুভমান। ফাইনালে ১২৩ রান দরকার ছিলো তাঁর। যে গতিতে এগোচ্ছিলেন তা মনে হচ্ছিলো না অসম্ভব বলে। শেষ চার ম্যাচের মধ্যে তিনটি শতরান ছিলো তাঁর। ফাইনালেও যে শতক আসবে না, তা নিশ্চিত করে বলতে পারছিলেন না কেউই। শেষমেশ অবশ্য ‘কিং কোহলি’র থেকে ৮৩ রান পিছনেই থামতে হলো শুভমানকে। ৮৯০ রানে শেষ হলো তাঁর স্বপ্নের মরসুম। ভবিষ্যতের জন্য অনুরাগীদের আশা জাগিয়ে রাখলেন তিনি। টুর্নামেন্টের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়ে বললেন, “এই পুরষ্কারের মাহাত্ম্য অনেক। বুঝতে পারছি যে সঠিক দিশায় এগোচ্ছি।”

হাড্ডহাড্ডি ম্যাচে শেষ বলে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে। সেই যন্ত্রণা স্পষ্ট ছিলো শুভমানের মুখে। সঞ্চালক হর্ষ ভোগলের প্রশ্নের উত্তরে বলেন, “আজ আমরা জিততে পারি নি। কিন্তু অসাধারণ একটা ম্যাচ খেললাম।” ব্যাটে রানের বিস্ফোরণের নেপথ্যে কি? প্রশ্নের উত্তরে বলেন, “শুরুটা ভালো করা খুব জরুরী। এবং এই বছর শুরুটা ভালো হয়েছিলো। ৪০-৫০ এর ঘরে থাকছিলো রান। আর টুর্নামেন্ট যত এগিয়েছে সেগুলোই বড় রানে পর্যবসিত হয়েছে।” কেবল প্রতিভা নয়, তার সাথে কঠোর পরিশ্রমকেও সাফল্যের চাবিকাঠি বলছেন শুভমান। জানান, “প্রচুর অনুশীলন করেছি। ডেথ ওভারে ব্যাটিং করার জন্য নিজের টেকনিকে বদল করেছিলাম। সেটা কাজে এসেছে।”

লক্ষ্ণৌর বিরুদ্ধে ৫১ বলে ৯৪ রান করে মাঠ ছেড়েছিলেন অপরাজিত থেকে। সুনীল গাওস্করকে বলেছিলেন যে বাকি ৫-৬ ম্যাচের মধ্যে শতরান ছুঁতে চান। একটি নয়, বরং তিনটি শতরান করেছেন তিনি। এর মধ্যে কোনটি স্পেশ্যাল? উত্তরে তিনটিকেই ‘বিশেষ’ আখ্যা দিচ্ছেন তিনি। বলেন, “প্রতিটাই বেশ স্বতন্ত্র ছিলো। সানরাইজার্সের বিরুদ্ধে শতরানটায় নিয়ন্ত্রণ অনেক বেশী রাখতে হয়ছিলো। মুম্বইয়ের বিরুদ্ধে যে শতরানটি করি সেটায় কোন বোলারকে নিশানা করবো তা আগে থেকে ভেবে রাখতে হচ্ছিলো। সঠিক বোলারদের নিশানা করে পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে রাখতে পেরেছিলাম।”

IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *