IPL 2023: বিয়ের জন্য নিজের দলকে ধোঁকা দিলেন এই তারকা খেলোয়াড়, হতে পারে ট্রফি হাতছাড়া !! 1

IPL 2023: আইপিএলের ফাইনালে আজ মুখোমুখি চেন্নাই সুপার কিংস এবং গুজরাত টাইটান্স। গত ৩১ মার্চ এই ম্যাচ দিয়েই পথচলা শুরু করেছিলো ষোড়শ মরসুম। আজ প্রায় দুই মাস পরে যেন বৃত্ত সম্পূর্ণ হতে চলেছে। যে মাঠে আয়োজিত হয়েছিলো উদ্বোধনী ম্যাচ, আহমেদাবাদের সেই নরেন্দ্র মোদী স্টেডিয়ামেই খেতাবী যুদ্ধে মুখোমুখি চেন্নাই ও গুজরাত। আজ জিতলে পঞ্চম ট্রফি জিতে সফলতম দলের তকমা মুম্বই ইন্ডিয়ান্সের সাথে ভাগ করে নেবে চেন্নাই সুপার কিংস। আর গুজরাত জিতলে তৃতীয় দল হিসেবে টানা দুইবার খেতাব জয়ের কৃতিত্ব অর্জন করবেন হার্দিক পান্ডিয়ারা। মহেন্দ্র সিং ধোনির মগজাস্ত্র নাকি হার্দিক পান্ডিয়ার আগ্রাসন? আজকের ম্যাচে বাজিমাত করবে কোনটা? জানতে মুখিয়ে ক্রিকেটজনতা।

ফাইনালে মাঠে নামার জন্য মুখিয়ে দুই দলই। নিজেদের অস্ত্রে আপাতত শান দিচ্ছে চেন্নাই এবং গুজরাত শিবির। প্রথম কোয়ালিফায়ারে চিপকের মাঠে গুজরাতকে হারিয়েছে সুপার কিংস। ওপেনার জুটির ভালো ফর্ম, বল হাতে তীক্ষণা, দীপক চাহার, মাথিশা পথিরাণাদের ফর্ম ভরসা যোগাচ্ছে ধোনিদের। আজ অবশ্য খেলা আহমেদাবাদে। যা চলতি মরসুমে প্রায় পরিণত হয়েছে টাইটান্সদের দূর্গে।.২০২২-এর চ্যাম্পিয়নদের প্রধান অস্ত্র বছর ২৩ এর শুভমান গিল। তরুণ ব্যাটার ইতিমধ্যেই করে ফেলেছেন ৮৫১ রান। করেছেন ৩টি শতরানও। আজ ফাইনালে দ্রুত শুভমানের উইকেটটির আশায় থাকবে চেন্নাই। সবচেয়ে বেশীবার আইপিএলের ফাইনাল খেলার রেকর্ড এর আগেও চেন্নাইয়েরই ছিলো। ২০২৩-এ নিজেদের সেই রেকর্ড আরও এগিয়ে নিয়ে গিয়েছে তারা। দশম ফাইনালে নামার আগে ফুরফুরে মেজাজে চেন্নাই শিবির। বিয়ের সানাই তাদের সাজঘরে। বিয়ে করছেন ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়।

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad WPL 2023 | Asia Cup 2023

বিয়ের পিঁড়িতে ঋতুরাজ, IPL ফাইনালে তাঁকে পাচ্ছে CSK?

Ruturaj Gaikwad | IPl 2023 | image: twitter
CSK opener Ruturaj Gaikwad is tying the knot with Utkarsha Pawar

চেন্নাই সুপার কিংসের অন্যতম ভরসা ঋতুরাজ গায়কোয়াড়। ২০২১ সালে আইপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে তিনি জিতেছিলেন কমলা টুপি। এবারও ব্যাট হাতে বেশ ভালো ছন্দে রয়েছেন তিনি। প্রতি ম্যাচেই সুপার কিংস ইনিংসকে শুরুতে বেশ খানিকটা এগিয়ে দিচ্ছেন। তৈরি করে দিচ্ছেন শক্ত ভিত। ডেভন কনওয়ের সাথে বাইশ গজে তাঁর জুটি বেশ জমে উঠেছে। তবে কেবল মাঠের অন্দরে নয়, শোনা যাচ্ছে এবার মাঠের বাইরেও জুটি বাঁধতে চলেছেন তিনি। বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মহারাষ্ট্রের ক্রিকেটার। এর আগে অভিনেত্রী সায়ালি সঞ্জীবের সাথে ঋতুরাজের সম্পর্কের জল্পনা শোনা গিয়েছিলো। মারাঠি অভিনেত্রীর সাথে ঋতুরাজের ইন্সটাগ্রাম কথোপকথনের স্ক্রিনশট ভাইরাল হয়েছিলো সোশ্যাল মিডিয়ায়। কিন্তু সম্পর্কের কথা অস্বীকার করেছিলেন সায়ালি। জানিয়েছিলেন তাঁরা দুজনে কেবলই ‘বন্ধু।’

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad WPL 2023 | Asia Cup 2023

সায়ালি নয়, শোনা যাচ্ছে ঋতুরাজের অর্ধাঙ্গিনী হতে চলেছেন উৎকর্ষা পাওয়ার। তিনিও পেশাদার ক্রিকেটার। মহারাষ্ট্রের হয়ে খেলেন। ঋতুরাজ ব্যাটার হলেও তাঁর হবু স্ত্রী একজন পেসার। ব্যাটসম্যান ও বোলারের প্রেমকাহিনীর বয়স নাকি ইতিমধ্যেই দুই ছাড়িয়েছে। নিজের ব্যক্তিগত জীবনকে মিডিয়া এবং সমাজমাধ্যমের নজর থেকে দূরে রাখাই পছন্দ করেন ঋতুরাজ। সেই কারণেই উৎকর্ষার সাথে বিশেষ ক্যামেরাবন্দী হন নি ঋতুরাজ। জিম করার সময় দুজনের একটি ছবিই কেবল রয়েছে অনুরাগীদের কাছে। বিয়ের তারিখ এখনও নিশ্চিত হয় নি। আইপিএলের ফাইনালে আপাতত খেলবেন চেন্নাই ওপেনার। তবে জানা যাচ্ছে ফাইনালের পরেই বসতে চলেছেন বিয়ের পিঁড়িতে।

ইংল্যান্ড যাচ্ছেন না ঋতুরাজ, বদলি যশস্বী-

Yashasvi Jaiswal | IPL 2023 | image: twitter
Youngster Yashasvi Jaiswal is set to replace Ruturaj Gaikwad in the India squad for the WTC final

আইপিএলের দিনকয়েক পর থেকেই ইংল্যান্ডের অভালে শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। আগামী ৭ থেকে ১১ জুন খেলার আসর বসবে ওভাল স্টেডিয়ামে। ভারতের প্রতিপক্ষ সেখানে অস্ট্রেলিয়া। বিরাট কোহলি, মহম্মদ সিরাজ, শার্দূল ঠাকুরদের মত তারকারা ইতিমধ্যেই চলে গিয়েছেন ইংল্যান্ডে। জোরকদমে চলছে অনুশীলন। যাঁরা আইপিএলের প্লে-অফে সুযোগ পেয়েছিলেন, তাঁদেরও টি-২০ প্রতিযোগিতা মিটলেই বাকিদের সাথে যোগ দেওয়ার কথা রয়েছে। ভারতীয় দলের সাথে ইংল্যান্ডে যাওয়ার কথা ছিলো ঋতুরাজেরও। ১৫ সদস্যের মূল দলে সুযোগ না পেলেও সুর্যকুমার যাদব, মুকেশ কুমারের সাথে স্ট্যান্ড বাই প্লেয়ার হিসেবে ইংল্যান্ডের টিকিট পেয়েছিলেন ঋতুরাজ। তবে শোনা যাচ্ছে বিয়ের কারণেই দলের থেকে অব্যাহতি চেয়ে নিয়েছেন তিনি।

ঋতুরাজের পরিবর্তে স্ট্যান্ড-বাই হিসেবে যশস্বী জয়সওয়ালকে বেছে নিয়েছে ভারতীয় বোর্ড। বাঁ-হাতি তরুণ ব্যাটার এই আইপিএলে বিশেষজ্ঞদের নিজের ব্যাটিং-এর জাদুতে চমকে দিয়েছেন। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে করেছেন দাপুটে শতরান। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে আইপিএল ইতিহাসে দ্রুততম শতরান করার রেকর্ডও গড়েছেন তিনি। এছাড়াও ১৪ ম্যাচে ৪৮.০৪ গড়ে করেছেন ৬২৫ রান। লাল বলের ফর্ম্যাটেও অনবদ্য রেকর্ড রয়েছে তাঁর। প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর ব্যাটিং গড় ৮০.২১। ১৫ ম্যাচে করেছেন ১৮৪৫ রান। রয়েছে ৯টি শতরান। ধারাবাহিক রানের মধ্যে থাকাই জাতীয় দলের সঙ্গী হওয়ার সুযোগ এনে দিলো যশস্বীকে।

IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *