IPL 2023: চলতি আইপিএলে অধিনায়কত্ব হারাচ্ছেন ডেভিড ওয়ার্নার, এই খেলোয়াড়কে দেওয়া হচ্ছে দায়িত্ব !! 1

IPL 2023: দ্রুত গতিতে এগিয়ে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের ষোলোতম মরসুম। গত ৩১ মার্চ থেকে এখনও অবধি সম্পন্ন হয়েছে ২৩টি ম্যাচ। ব্যাট-বলের যুদ্ধে একে অন্যকে এক ইঞ্চি জমি ছেড়ে দিতে রাজী নয় কোনোপক্ষই। জমজমাট টি-২০ ক্রিকেট উপভোগ করছেন দেশ-বিদেশের ক্রিকেট অনুরাগী জনতা। রোজই টেলিভিশন এবং অনলাইন স্ট্রিমিং-এর রেকর্ডের ভাঙাগড়া চলছে। বিরাট-ধোনিদের দেখতে মাঠেও ভীড় জমাচ্ছেন ওনুরাগীরা। তিন বছরের কোভিড আতঙ্ক কাটিয়ে চেনা ছন্দে ফিরেছে ক্রিকেটের উৎসব।

কখনো রিঙ্কু সিং, কখনো আবার নিকোলাস পুরান বা শিমরণ হেটমায়ার, দেশ-বিদেশের তারকাদের সৌজন্যে একের পর এক রোমহর্ষক ম্যাচের সাক্ষী হতে পারছেন বিশ্বের ক্রিকেটপ্রেমীরা। শেষ ওভারে ৩১ রান তুলে গুজরাত টাইটান্স-এর বিপক্ষে কলকাতা নাইড় রাইডার্সকে জয় এনে দিয়েছেন রিঙ্কু। আবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ১৯ বলে ৬২ রান করে নিশ্চিত হারকে জয়ে পর্যবসিত করেছেন পুরান। মানকাডিং-এর প্রচেষ্টা, বাই রানে জয়, কিছু বাদ পড়ে নি এবারের আইপিএলে। ৭০টি ম্যাচ হওয়ার কথা লীগ পর্বে। এখনও অর্ধেক রাস্তাও পেরোয় নি এই বছরের টুর্নামেন্ট, কিন্তু এরই মধ্যে প্রকৃত অর্থেই আইপিএল হয়ে উঠেছে ইনক্রেডিবল প্রিমিয়ার লীগ।

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad WPL 2023 | Asia Cup 2023

দলগুলির চোখধাঁধানো পারফর্ম্যান্সের মাঝে বেমামান কেবল দিল্লী ক্যাপিটালস। দেশের রাজধানী শহরের দল মরসুম শুরুর আগেই বড় ধাক্কা খেয়েছিলো। সড়ক দূর্ঘটনায় আহত হয়ে ছিটকে গিয়েছিলেন তাদের অধিনায়ক ঋষভ পন্থ। ডেভিড ওয়ার্নারকে বিকল্প নেতা হিসেবে বেছে নিয়ে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা করেছিলো তারা। কিন্তু মাঠে কোনো কিছুই সঠিক হচ্ছে না তাদের। ব্যাটিং, বোলিং হোক বা ফিল্ডিং, বারবার প্রতিপক্ষের থেকে পিছিয়েই থাকতে হচ্ছে তাদের। আইপিএলের আঙিনায় রীতিমত বিপর্যস্ত লাগছে ক্যাপিটালস শিবিরকে। ট্রফি জয় তো দূর এখন একটি ম্যাচ জেতাই বড় চ্যালেঞ্জ বলে মনে হচ্ছে দিল্লীকে দেখে। টানা পাঁচ হারের পর বেশ কিছু বড় সিদ্ধান্ত নিতে পারে টিম ম্যানেজমেন্ট। সংকটে স্টপগ্যাপ অধিনায়ক ওয়ার্নারের জায়গা।

Virat Kohli Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur

IPL-এ বেসামাল দিল্লী ক্যাপিটালস-

Delhi Capitals | IPL 2023 | image: twitter
Delhi Capitals have failed to win a single point so far in IPL 2023

গত ডিসেম্বরের ৩০ তারিখ গাড়ি চালিয়ে দিল্লী থেকে রুরকিতে নিজের বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় কবলে পড়েন ঋষভ পন্থ। ভয়াবহ দুর্ঘটনায় প্রাণে বাঁচলেও গুরুতর আহত হন তিনি। করাতে হয় অস্ত্রোপচারও। বর্তমানে রিহ্যাব চলছে তাঁর। আইপিএলে যে ঋষভ খেলতে পারবেন না তা ঠিক হয়ে গিয়েছিলো বেশ কয়েক মাস আগেই। বিকল্প নেতা হিসেবে ওয়ার্নারকে বেছে নেন দিল্লী কর্তৃপক্ষ। সানরাইজার্স হায়দ্রাবাদ অধিনায়ক হিসেবে ওয়ার্নারের ২০১৬ সালের ট্রফি জয়ের অভিজ্ঞতা তাঁর পক্ষে গিয়েছিলো।

কিন্তু দিল্লীতে নিজের দ্বিতীয় ইনিংসে অধিনায়ক হয়ে প্রত্যাশা পূরণে এখনো ব্যর্থ হয়েছে ওয়ার্নার। টুর্নামেন্টে পাঁচ ম্যাচ খেলে একটিতেও জেতে নি তাঁর দল। লক্ষ্ণৌর বিরুদ্ধে ৫০ রানে হার দিয়ে আইপিএলের শুরুটা করেছিলো তারা। এরপর ঘরের মাঠে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ৬ উইকেটে হার হজম করতে হয়েছে তাদের। রাজস্থানের বিরুদ্ধে হেরেছে ৫৭ রানে। মরসুমের দ্বিতীয় হোম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লীকে হারিয়ে গিয়েছে ৬ উইকেটে। আইপিএলের তৃতীয় সপ্তাহের শুরুতেও জয়ের মুখ দেখতে পেলো না ক্যাপিটালস শিবির। চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ১৭৪ রানের মধ্যে বেঁধে রেখেও ব্যাটিং ব্যর্থতার কারণে হারতে হলো পঞ্চম ম্যাচও।

ব্যাটিং, বোলিং হোক বা মাঠে জয়ের মানসিকতা প্রদর্শন, ক্রিকেটের কোনো ক্ষেত্রেই বিশেষ ধারালো মনে হচ্ছে না দিল্লীকে। চাপের মুখে বারবার ভেঙে পড়ছে দল। আইপিএলে এখনও অবধি তাদের যা পারফর্ম্যান্স তাতে প্রশ্ন উঠছে ক্রিকেটারদের দায়বদ্ধতা নিয়ে। প্রশ্ন উঠতে শুরু করেছে দল চয়ন নিয়ে। সর্বোপরি ওয়ার্নারের ম্যান ম্যানেজমেন্ট স্কিল আদৌ আর কার্যকরী রয়েছে? প্রশ্ন উঠছে তা নিয়েও।

‘অরেঞ্জ ক্যাপ’ কি ওয়ার্নারের মূল লক্ষ্য?

David Warner | IPL 2023 | image: twitter
David Warner’s intent and approach has been a topic of discussion in this year’s IPL

মাঠে দলের পারফর্ম্যান্স বেশ খারাপ। কিন্তু সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় জ্বলজ্বল করছে ডেভিড ওয়ার্নারের নাম। আইপিএলে বরাবরই সেরা ব্যাটারদের তালিকায় দেখা যায় ওয়ার্নারকে। একমাত্র ক্রিকেটার হিসেবে তিনবার সর্বোচ্চ রান সংগ্রাহকের কমলা টুপি নিজের নামে করে নিয়েছেন তিনি। চারটি শতরান-সহ আইপিএলে পঞ্চাশের বেশী রান তিনি করেছেন ৬২ বার। যা দ্বিতীয় স্থানে থাকা বিরাট কোহলি’র (৫২) তুলনায় অনেকটাই বেশী। এবার কি দল নয়, বরং নিজের পারফর্ম্যান্সের উন্নতিই মূল লক্ষ্য ওয়ার্নারের? উঠছে প্রশ্ন।

আইপিএলে তাঁর কেরিয়ার স্ট্রাইক রেট ১৪০-এর আশেপাশে। কিন্তু এবার অবিশ্বাস্য রকমের মন্থর ব্যাটিং করতে দেখা যাচ্ছে তাঁকে। দলের স্কোর এগিয়ে নিয়ে যাওয়া নয় বরং নিজের নামের পাশে রান বাড়ানোয় যেন উদ্দেশ্য। ১১৫ স্ট্রাইক রেটে ক্রিকেট খেলা এই ওয়ার্নারকে তাই অচেনা ঠেকছে ক্রিকেটবিশ্বের। চলতি আইপিএলে ৫ ম্যাচের মধ্যে তিনটি অর্ধশতরান করে ফেলেছেন ওয়ার্নার। কিন্তু প্রতিটিতেই ১১০ থেকে ১১৫’র মধ্যে আটকে থেকে স্ট্রাইক রেট। এছাড়াও একটি ম্যাচে ৩৮ এবং আরেকটিতে ১৯ করেছেন তিনি। পাঁচ ম্যাচে ৪৫.৬ গড়ে ২২৮ রান করে তিনি রয়েছেন কমলা টুপির তালিকায় ৫ নম্বরে। ৩১টি চার মারলেও একটিও ছক্কা আসে নি তাঁর ব্যাট থেকে।

অস্ট্রেলিয়ার হয়ে ওয়ার্নারের জায়গা আর নিশ্চিত নেই প্রথম একাদশে। এমনকি জায়গা পেলেও পছন্দের ওপেনিং থেকে তাঁকে সরিয়ে দিতে পারে অজি বোর্ড। তাই হৃত জায়গা পুনরুদ্ধার করার আশা নিয়েই এহেন ভঙ্গিতে খেলছেন তিনি। এমনটাই মত অনেক বিশেষজ্ঞের। চলতি বছরের শেষের দিকে ভারতে বসবে বিশ্বকাপের আসর। সেখানে জায়গা সুনিশ্চিত করতেই রানের মধ্যে থাকতে চাইছেন তিনি।

কড়া সিদ্ধান্ত নিতে পারে টিম ম্যানেজমেন্ট-

DC dug-out | IPL 2023 | image: twitter
DC team management can take some tough decisions in the future after the team’s five consecutive losses

ওয়ার্নারের মত অভিজ্ঞ অধিনায়ক রয়েছেন দলে, সাথে কোচিং স্টাফেও রয়েছে তারকার ছড়াছডি। হেড কোচ হিসেবে রয়েছেন রিকি পন্টিং, ডায়রেকটর অফ ক্রিকেট পদে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এছাড়াও বিভিন্ন পদে রয়েছেন শেন ওয়াটসন, অজিত আগরকার, জেমস হোপসের মত নাম, তবুও এরকম হতাশাজনক পারফর্ম্যান্স কেনো দিল্লীর? টানা পাঁচ ম্যাচের পর প্রশ্নবাণে জর্জরিত হতে হচ্ছে ক্যাপিটালস শিবিরকে।

বেঙ্গালুরুর বিরুদ্ধে হারের পর বীরেন্দ্র শেহবাগ জানিয়েছেন পন্টিং-সৌরভদের দায় নিতে হবে। কটাক্ষ করেছেন রবি শাস্ত্রীও। ওয়ার্নারের সমালোচনা শোনা গিয়েছে সুনীল গাওস্করের মুখে। তৃতীয় ম্যাচ হারের পর দিল্লী দলের মালিক ও জিন্দল গোষ্ঠীর কর্ণধার পার্থ জিন্দল ট্যুইট করে দলের পারফর্ম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করেছিলেন। পরপর পাঁচ ম্যাচ হারের পর কড়া সিদ্ধান্ত নিতে পারে কর্তৃপক্ষ। সূত্রের খরব অনুযায়ী প্রথম কোপ পড়তে পারে অধিনায়ক ওয়ার্নারের ওপরেই। তবে কেবল অজি ওপেনার নয়, পন্টিং বা সৌরভের পদও আর সুরক্ষিত নয় বলেই জানা যাচ্ছে সূত্র মারফত। আইপিএলের বাকি ৯ ম্যাচে সাফল্য পেতে বড়সড় রদবদলের পথে হাঁটতেই পারে দিল্লী দল।

IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *