IPL 2023: গতকাল চিপক স্টেডিয়ামে আইপিএলের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হয়েছিলো চেন্নাই সুপার কিংস এবং গুজরাত টাইটান্স। গোটা মরসুম জুড়ে দাপুটে ক্রিকেট খেলেছিলো গুজরাত। লীগ তালিকায় ছিলো শীর্ষস্থানে। প্রথম দল হিসেবে আদায় করে নিয়েছিলো শেষ চারের ছাড়পত্র। এমনকি চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মরসুমের উদ্বোধনী ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছিলো তারা। এর আগের তিন সাক্ষাতে ধোনিদের বিরুদ্ধে তাদের রেকর্ড ছিলো ৩-০। কিন্তু শুকনো পরিসংখ্যানের হিসেবকে তুড়ি মেরে উড়িয়ে গতকাল বাইশ গজের বাদশাহ হয়ে উঠলো চেন্নাই সুপার কিংস’ই। প্লে-অফ পর্বের প্রথম খেলায় তারকাখচিত গুজরাতকে ১৫ রানে হারিয়ে সরাসরি ফাইনালে চলে গেলো তারা। এই নিয়ে দশমবার খেতাবী যুদ্ধে সামিল হতে চলেছে চেন্নাই। লক্ষ্য থাকবে পঞ্চম ট্রফি জিতে সফলতম দলের শিরোপা মুম্বই ইন্ডিয়ান্সের সাথে ভাগ করে নেওয়ার।
দুর্দান্ত জয়, খেতাবের হাতছানি-সব মিলিয়ে বর্তমানে ‘ফিল গুড’ পরিবেশ থাকা উচিৎ চেন্নাই শিবিরে। কিন্তু আদপে দেখা যাচ্ছে না তা। চেন্নাই শিবিরে মন ভালো নেই রবীন্দ্র জাদেজার। তারকা অলরাউন্ডার মনের ভার প্রকাশ করতে বেছে নিলেন সোশ্যাল মিডিয়াকেই। নিজেদের দলের সমর্থকদের ব্যবহারেই আহত তিনি। এর আগেও সাক্ষাৎকারে জানিয়েছিলেন একই কথা। এবার সোশ্যাল মিডিয়াতে জাদেজার হতাশার বহিঃপ্রকাশ দেখে আলোড়িত ক্রিকেটমহল। অনেকে চেষ্টা করেছেন তাঁর মানভঞ্জনের। অনেকে পাশে থেকেছেন। আবার অনেকে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারকে চেন্নাই ছেড়ে আসার পরামর্শ দিয়েছেন।
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023
জাড্ডু নয়, ধোনির ব্যাটিং দেখতে চান সমর্থকেরা-

গত মরসুমে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক করা হয়েছিলো রবীন্দ্র জাদেজাকে। কিন্তু দল সাফল্য না পাওয়ায় মাত্র ৮ ম্যাচের পরেই সরিয়ে দেওয়া হয় তাঁকে। ফের একবার অধিনায়কের দায়িত্ব তুলে দেওয়া হয় মহেন্দ্র সিং ধোনির কাঁধেই। বিষয়টি ভালো ভাবে নেন নি জাদেজা। শোনা গিয়েছিলো ডিসেম্বরের ‘মিনি’ নিলামের আগেই দল ছাড়তে পারেন তিনি। তবে সেই যাত্রায় বিচ্ছেদ রুখেছিলেন ধোনি স্বয়ং। দুই পক্ষের মধ্যে মধ্যস্থতার ভার নেন তিনিই। কিন্তু ২০২৩ আইপিএলে এসেও চেন্নাইতে খুশি নন জাদেজা। এবার অবশ্য ম্যানেজমেন্ট নন, তাঁর মনোকষ্টের কারণ সমর্থকেরা। মাঠে সমর্থকদের পাশে পাচ্ছেন না তিনি। এমনই অভিযোগ করতে শোনা গিয়েছে জাদেজাকে।
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023
এই মরসুমের পর ক্রিকেটকে বিদায় জানাতে পারেন মহেন্দ্র সিং ধোনি। ক্রিকেটমহলে চলছে জোর চর্চা। কিংবদন্তী অধিনায়ককে শেষবার ব্যাট হাতে মাঠ মাতাতে দেখতে উদগ্রীব সকলেই। সেই কারণেই গ্যালারি ভরে উঠছে রোজ। সকলেরই একটা আকুতি- কখন পিঠে ৭ লেখা জার্সি পরে বাইশ গজে নামবেন ধোনি। সাধারণত চেন্নাই অধিনায়কের ঠিক আগেই ব্যাট করতে নামতে হয় জাদেজাকে। আবেগের আতিশয্যে দর্শকাসনের অনেককেই শোনা যাচ্ছে জাদেজার আউট হওয়ার প্রার্থনা করতে, যাতে ক্রিজে নামেন তাঁদের প্রিয় ‘এমএসডি।’ বিষয়টি যে তাঁর বিশেষ ভালো লাগছে না তা আগেই জানিয়েছিলেন জাদেজা। গতকাল গুজরাত টাইটান্স ম্যাচের পরেও সোশ্যাল মিডিয়াতে দিলেন ক্ষোভের ইঙ্গিত।
জাদেজার নিশানায় সমর্থকেরা-

গতকাল আইপিএলের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে চেন্নাইয়ের জয়ে বড় অবদান রাখেন জাদেজা। ব্যাট হাতে তিনি ২২ রান করেন ১৬ বলে। এছাড়াও বল হাতেও ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে নেন ২ উইকেট। পক্ষান্তরে ২ বলে ১ রান করেন ধোনি। গতকালও যখন ধোনির আগে ব্যাট করতে নেমেছিলেন জাড্ডু, গ্যালারি জুড়ে চলছিলো ‘ধোনি…ধোনি…’ শোরগোল। জাদেজাকে উইকেট ছুঁড়ে দিয়ে আসতেও পরামর্শ দিচ্ছিলেন অনেক। ব্যাটে-বলে ভালো পারফর্ম করায় ম্যাচ শেষে ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’-এর পুরষ্কার জেতেন জাদেজাই। এরপরেই ট্যুইটারে আক্রমণ শানান সমর্থকদের একাংশের দিকে। পুরষ্কার হাতে নিজের ছবি পোস্ট করেন তিনি। যে সংস্থা এই পুরষ্কার স্পনসর করে তাদের নাম উল্লেখ করে তিনি লেখেন, “আপস্টক্স বুঝলো… কিন্তু কিছু সমর্থক বোঝেন না।”
Upstox knows but..some fans don’t 🤣🤣 pic.twitter.com/6vKVBri8IH
— Ravindrasinh jadeja (@imjadeja) May 23, 2023
এর আগেও গোটা বিষয়টি নিয়ে হতাশা ব্যক্ত করেছিলেন তিনি। তখনও ইঙ্গিতপূর্ণ ট্যুইট করেছিলেন। পাশে পেয়েছিলেন স্ত্রী রিভাবা জাদেজাকে। গোটা ঘটনার পর মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে সমর্থকদের তরফ থেকে। অনেকেই তাঁর পাশে দাঁড়িয়েছেন। এমনকি ‘উই লাভ ইউ জাদেজা” হ্যাশট্যাগও ট্রেন্ড হয়েছে ট্যুইটারে। আবার অনেকেই বলেছেন বিশ্বজয়ী অধিনায়ক সম্পর্কে আবেগ থাকাটাই স্বাভাবিক। এই সহজ সত্যটা বুঝতেই হবে জাদেজাকে। চেন্নাই অলরাউন্ডারকে দল ছাড়ার পরামর্শও দিয়েছেন অনেকে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ফ্যানেদের সম্মিলিত আবেদন যে হলুদ জার্সি ছেড়ে রয়্যাল চ্যালেঞ্জার্সের লাল-কালো জার্সি গায়ে চাপান জাড্ডু। ‘আরসিবি’তে আসুন, পুজো করবো আপনার’ এমনটা লিখতে দেখা গিয়েছে বেঙ্গালুরু সমর্থকদের।
IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023