IPL 2023: গুজরাত টাইটান্স বনাম চেন্নাই সুপার কিংস-আইপিএলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিলো দুই দল। তার ঠিক ৫৪ দিন পর ফের একবার মুখোমুখি হয়েছিলো হার্দিক পান্ডিয়া এবং মহেন্দ্র সিং ধোনির দল। এবার লড়াই ছিলো ফাইনালে জায়গা করে নেওয়ার। প্রথম ম্যাচটি হয়েছিলো গুজরাতের আহমেদাবাদে। আর প্লে-অফ পর্বে গুজরাত টাইটান্স চেন্নাইয়ের বিরুদ্ধে খেললো চিপকের মাঠে। আইপিএলের শুরুটা চেন্নাইকে হারিয়েই করেছিলো ২০২২-এর চ্যাম্পিয়নেরা। কিন্তু আজ প্লে-অফের লড়াইতে পিছিয়ে পড়লো তারা। আগাগোড়া টুর্নামেন্টে দাপট দেখিয়েছেন হার্দিক, শুভমানরা। লীগ শীর্ষে থেকে অর্জন করেছেন শেষ চারের যোগ্যতা। কিন্তু কথায় বলে ‘ওস্তাদের মার শেষ রাতে’। আজ সেটাই করে দেখালো চেন্নাই। এর আগে তিন সাক্ষাতের তিনটিতেই গুজরাতের বিরুদ্ধে হেরেছিলেন ধোনিরা। কিন্তু আজকের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে শেষ হাসি হাসলেন তাঁরাই।
টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন গুজরাত অধিনায়ক হার্দিক পান্ডিয়া। রান তাড়া করার ব্যাপারে তার দলের রেকর্ড দুর্দান্ত। নিজেদের শক্তির ওপরেই আস্থা ছিলো তাঁর। ওপেন করতে নেমে চেন্নাই ইনিংসকে ভরসা যুগিয়েছিলেন ডেভন কনওয়ে এবং ঋতুরাজ গায়কোয়াড়। টাইটান্সদের বিরুদ্ধে ঋতুরাজের পারফর্ম্যান্স বরাবরই ভালো। আজকেও চোখধাঁধানো অর্ধশতক দেখা গেলো তাঁর ব্যাট থেকে। কনওয়েও করেন ৪০ রান। তবে ওপেনিং জুটি মোহিত শর্মার বলে ভাঙার পরেই সমস্যার মুখে পড়তে হয় চেন্নাইকে। ম্যাচের রাশ হাতে তুলে নেন গুজরাত বোলার’রা। শামি, রশিদ খান, নূর আহমেদ, মোহিত শর্মাদের দাপটের সামনে বিশেষ সুবিধা করতে পারেন নি রাহানে, রায়ডু, ধোনিরা। রবীন্দ্র জাদেজার ১৬ বলে ২২ রানের ইনিংস তাদের পৌঁছে দেয় ১৭২ রানে।
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023
প্রথম ইনিংসের শেষে গুজরাতকেই এগিয়ে রেখেছিলেন অধিকাংশ বিশেষজ্ঞ। তাঁদের সাম্প্রতিক ব্যাটিং পারফর্ম্যান্স ফেভারিট তকমা এনে দিয়েছিলো শুভমান গিল, ডেভিড মিলারদের। কিন্তু প্লে-অফের চাপের সামনে আজ ভেঙে পড়তে দেখা গেলো গুজরাত ব্যাটিং’কে। চেন্নাইয়ের মন্থর পিচে বড় শট খেলতে রীতিমত কষ্ট করতে হলো গুজরাত ব্যাটারদের। মগজাস্ত্রের খেলা দেখিয়ে সঠিক সময় সঠিক বোলারদের ব্যবহার করলেন মহেন্দ্র সিং ধোনি। শুভমান গিল একা কুম্ভ হয়ে চেষ্টা করলেন লড়তে। বাকিরা রুখে দাঁড়ানোর মন্ত্র আবিষ্কার করতে ব্যর্থ আজ। দীপক চাহার, মাথিশা পথিরানা। মহেশ তীক্ষণাদের দাপটে ২০ ওভারে গুজরাতের ইনিংস আটকে রইলো ১০ উইকেটের বিনিময়ে ১৫৭ রানে। ১৫ রানের ব্যবধানে টাইটান্সদের হারিয়ে সরাসরি ফাইনালে ধোনির চেন্নাই। হারলেও আশা শেষ হচ্ছে না গুজরাতের। আগামীকালের এলিমিনেটরের বিজয়ী দলের বিরুদ্ধে দ্বিতীয় সুযোগ পাবে তারা।
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023
চেন্নাইকে লড়াইতে রাখলো ঋতুরাজের ব্যাট-
৪৮ বলে ৭৩, ৪৯ বলে ৫৩ এবং ৫০ বলে ৯২- গুজরাতের বিরুদ্ধে আগের তিন ম্যাচে ঋতুরাজ গায়কোয়াড় করেছিলেন মোট ২১৮ রান। একবারও জয়ের স্বাদ না পেলেও গুজরাতের বিরুদ্ধে ব্যাট হাতে সাফল্যের স্বাদ নতুন নয় তাঁর কাছে। আজকেও প্রিয় প্রতিপক্ষের বিরুদ্ধে ব্যাট হাতে জ্বলে উঠতে দেখা গেলো চেন্নাই সুপার কিংস ওপেনারকে। ডেভন কনওয়েকে সাথে নিয়ে বারবারই দুর্দান্ত ভাবে ইনিংসের সূচনা করতে দেখা গিয়েছে ঋতুরাজকে। আজকেও অন্যথা হলো না তাঁর। ইনিংসের গোড়ার দিকে একবার শুভমান গিলের হাতে ক্যাচ দিয়েও বেঁচে যান বোলার দর্শন নলকাণ্ডে নো বল করায়। তারপর থেকে আর পিছন ফিরে তাকাতে হয় নি তাঁকে। আজ ৪৪ বলে ৬০ রানের ইনিংস খেলে চেন্নাইকে শক্ত ভিতের ওপর দাঁড় করানোর দায়িত্বটা নিজের কাঁধে নেন তিনি। মারেন ১টি ছক্কা এবং ৭টি চার।
১০ ওভার ৩ বলের মাথায় ৮৭ রানের ওপেনিং জুটি ভাঙেন মোহিত শর্মা। ঋতুরাজ আউট হওয়ার পর চেন্নাইয়ের রান গতি রুদ্ধ হয়ে পড়েছিলো বেশ খানিকটা সময়। মাঝের ওভারে রশিদ খান এবং নূর আহমেদ-গুজরাতের দুই আফগান স্পিনারকে সামলানোর জন্য তিন নম্বরে শিবম দুবেকে নামিয়েছিলো সুপার কিংস শিবির। কিন্তু আজ বড় শট খেলতে ব্যর্থ হলেন তিনি। ৩ বলে ১ রান করে নূর আহমেদের শিকার হন তিনি। অজিঙ্কা রাহানে শুরুটা ভালো করলেও থামলেন ১০ বলে ১৭ রানের মাথায়। দর্শন নলকাণ্ডের বলে আউট হন তিনি। উইকেট আঁকড়ে রেখে ইনিংসকে বড় করছিলেন ডেভন কনওয়ে। শামির বলে তিনিও ৪০ রানের মাথায় আউট হলে সমস্যা বাড়ে গুজরাতের। বেগুনি টুপির মালিক শামি আজ দুই উইকেট পেলেন। ছাড়িয়ে গেলেন সতীর্থ রশিদ খানকে। একমাত্র রায়ডুকে আউট করেছেন রশিদ খান।
শোনা যাচ্ছে আইপিএলে এটাই মহেন্দ্র সিং ধোনির শেষ মরসুম। চেন্নাইয়ের কিংবদন্তী অধিনায়কের এটাই চেন্নাইয়ের মাঠে শেষ ম্যাচ হতে পারে। তা মাথায় রেখে সারা ম্যাচ জুড়ে শোনা গেলো ধোনি… ধোনি… চিৎকার। প্রিয় ‘থালা’কে ব্যাট হাতে দেখতে মুখিয়ে ছিলেন চিপকের জনতা। রবীন্দ্র জাদেজার পর আট নম্বরে যখন ব্যাট হাতে নামলেন, তখন বল বিশেষ বাকি নেই। তবে কিছু চার-ছক্কার আশা নিশ্চয় করেছিলেন ভক্তরা। আজ নিরাশ হলেন তাঁরা। ধোনি সম্ভবত সেরাটা তুলে রাখলেন ফাইনালের জন্যই। ২ বলে ১ রান করেন তিনি। আউট হন মোহিত শর্মার বলে। শেষের দিকে রানের গতি কিছুটা বাড়াতে সক্ষম হন রবীন্দ্র জাদেজা। ২ টি চারের সাহায্যে ১৬ বলে ২২ রান করেন। যদিও মহম্মদ শামির বলে উইকেট হারাতে হয় তাঁকে। অপর প্রান্তে ৪ বলে ৯ রান করে অপরাজিত থাকেন মঈন আলি।
টিমগেম আর মগজাস্ত্রে গুজরাত বধ চেন্নাইয়ের-
ধারে-ভারে ব্যাটিং বিভাগে অনেকটাই এগিয়ে ছিলো গুজরাত টাইটান্স। ওপেনে শুভমান গিল, ঋদ্ধিমান সাহা, মিডল অর্ডারে হার্দিক পান্ডিয়া, ডেভিড মিলারের মত ধ্বংসাত্মক ব্যাটার, ডেথ ওভারে ঝড় তোলার জন্য তাদের হাতে ছিলেন রশিদ খান এবং রাহুল তেওয়াটিয়া। তব্য তারকাখচিত দল নিয়েও চেন্নাইয়ের হলুদ সুনামিতে ভেসে যেতে হলো গুজরাত। স্রেফ হার না মানার মানসিকতাকে কাজে লাগিয়েই টুর্নামেন্টে সবচেয়ে ছন্দে থাকা দলকে রুখে দিলো সুপার কিংসরা। চিপকের উইকেটে বল থেমে আসে দ্বিতীয় ইনিংসে। উইকেটকে দুর্দান্তভাবে কাজে লাগালো চেন্নাই। সঠিক সময়ে পেস এবং স্পিনের অদলবদল ঘটিয়ে ২০২২-এর চ্যাম্পিয়নদের গোলকধাঁধায় ফেললেন মহেন্দ্র সিং ধোনি।
ঋদ্ধিমান সাহা আজও বড় রান পেলেন না। প্রথম কোয়ালিফায়ারে তাঁর সংগ্রহ কেবল ১২ রান। তিন নম্বরে ব্যাট করতে নেমে অধিনায়ক হার্দিকের ব্যাট থেকে এলো মাত্র ৮ রান। গত মরসুমে গুজরাতের ট্রফিজয়ের অন্যতম কারণ ছিলো অধিনায়কের ব্যাটিং ফর্ম। এবার গোটা মরসুম জুড়েই ধারাবাহিকতার অভাব স্পষ্ট তাঁর ব্যাটে। একই কথা প্রযোজ্য ডেভিড মিলারের ওপরেও। দক্ষিণ আফ্রিকান্ ক্রিকেটারের ব্যাট শান্ত থাকলো আজও। জাদেজার বলে মাত্র ৪ রান করে সাজঘরের রাস্তা দেখলেন তিনি। আগের দিন অভিষেকে রান পান নি শ্রীলঙ্কার দাসুন শানাকা। আজ চেন্নাইয়ের মাঠে শুরুটা ভালো করেছিলেন। কিন্তু অহেতুক স্যুইচ হিট মারতে গিয়ে জাদেজাকে উইকেট উপহার দিলেন তিনি। গত দুই ম্যাচে সানরাইজার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্সের বিরুদ্ধে জোড়া শতরান করেছিলেন শুভমান গিল। তরুণ ওপেনারের কাঁধে আজও টিকে ছিলো শুভমান গিলের কাঁধে। লড়লেনও তিনি। কিন্তু ৪২ রানের মাথায় ছক্কা হাঁকাতে গিয়ে হারালেন উইকেট।
ডুবতে থাকা গুজরাতের নৌকাকে হঠাৎ’ই ভাসিয়ে তুলতে চেয়েছিলেন বিজয় শঙ্কর এবং রশিদ খান। কিন্তু সেই জুটিকেও বেশীদূর এগোতে দিলো না চেন্নাই। পথিরানার বলে সামনে ঝাঁপিয়ে দুর্দান্ত ক্যাচ ধরে বিজয় শঙ্করকে ফেরান ঋতুরাজ গায়কোয়াড়। এর আগে মুম্বইয়ের বিরুদ্ধে একা লড়াই করেছিলেন রশিদ। আজকেও আফগান তারকাকেই দেখা গেলো লড়াই চালাতে। ১৬ বলে ৩০ করে তুষার দেশপান্ডের বলে যখন তিনি ফিরলেন সাথে সাথে নিভে গেলো গুজরাতের সরয়াসরি ফাইনালে যাওয়ার আশাও। শেষ ওভারে বাকি ছিলো ২৭। পথিরানার ওভারে এলো ১১ রান। শেষ বলে এলো শামির উইকেটও। গুজরাতকে আজ হারিয়ে দশমবার আইপিএল ফাইনালে চেন্নাই। পঞ্চম ট্রফি জিতে সফলতম দলের শিরোপা মুম্বইয়ের সাথে ভাগ করে নেওয়াই এখন ধোনিদের একমাত্র লক্ষ্য।
IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023