IPL 2023: মোহালিতে জোড়া অর্ধশতক বিরাট-দু প্লেসি’র, পাঞ্জাবকে ১৭৫ রানের লক্ষ্য দিলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু !! 1

IPL 2023: কেবল সপ্তাহান্তে নয় এই বছর সপ্তাহের মাঝেও জোড়া ম্যাচের মজা উপভোগ করার সুযোগ রয়েছে ক্রিকেটজনতার সামনে। আজ অর্থাৎ বৃহস্পতিবার রয়েছে দুটি খেলা। দিনের প্রথম ম্যাচে মোহালির আইএস বিন্দ্রা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে পাঞ্জাব কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। পাঁচ ম্যাচে তিনটি জয় এবং দুই হার নিয়ে বর্তমানে পাঁচ নম্বর স্থানে রয়েছে পাঞ্জাব। পক্ষান্তরে পাঁচটি ম্যাচ খেলে আপাতত দুটিতে জিতেছে বেঙ্গালুরু। চার পয়েন্ট নিয়ে তারা রয়েছে অষ্টম স্থানে। একটা জয় লীগ তালিকায় জায়গা বদলাতে পারে দুই দলেরই। সেই কারণে সর্বস্ব দিয়েই ঝাঁপানোর হেঁটেছে দুই পক্ষই।

বৃহস্পতিবারের বিকেলে টসের কয়েন পড়লো পাঞ্জাবের (PBKS) পক্ষে। আজকে টসের সময় রইলো চমকের পর চমক। চোটের জন্য লক্ষ্ণৌর (LSG) বিরুদ্ধে খেলেন নি শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। আজকেও বাইরেই রইলেন তিনি। টসের সময় দেখা গেলো স্যাম কারানকে। বেঙ্গালুরুর হয়ে বিরাট কোহলিকে (Virat Kohli) টসের সময় বাইশ গজে দেখে চমকালেন ক্রিকেটজনতা। তবে কি ফাফকে  (Faf Du Plessis) সরিয়ে ফের অধিনায়ক হলেন কোহলি? প্রশ্নের উত্তর দেন বিরাট নিজেই। গত ম্যাচে ফিল্ডিং-এর সময় চোট পেয়েছিলেন তিনি। আজ ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে দেখা যাবে তাঁকে। ফিল্ডিং-এর সময় মাঠে থাকবেন না প্রোটিয়া ক্রিকেটার। টসে জিতে প্রথমে বোলিং-এর সিদ্ধান্ত নেন কারান (Sam Curran)। ব্যাট হাতে ইনিংসের গোড়াপত্তন করতে বিরাটের সাথে মাঠে আসেন দু প্লেসিই।

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad WPL 2023 | Asia Cup 2023

চলতি মরসুমে বেঙ্গালুরু ব্যাটিং-এর মেরুদন্ড হয়ে উঠেছেন কোহলি (Virat Kohli) এবং ফাফ (Faf Du Plessis)। দুই অভিজ্ঞ ক্রিকেটারের ব্যাটে রানের বন্যা চললো আজও। উইকেট তূলতে রীতিমত হিমশিম খেতে হলো পাঞ্জাব (PBKS) বোলারদের। আজ পেস আক্রমণের ঝাঁঝ বাড়াতে নাথান এলিসকে ফিরিয়ে এনেছিলো কিংসরা। তবুও উইকেট পেতে অপেক্ষা করতে হলো ১৭তম ওভার অবধি। হরপ্রীত ব্রারের (Harpreet Brar) বলে আউট হয়ে ফেরেন কোহলি। এক উইকেট পড়তেই বেঙ্গালুরুর রানের গতিতে যেন লক-গেট লেগে গেলো আজ। মিডল অর্ডার আশানুরূপ পারফর্ম করতে না পারায় নির্ধারিত ২০ ওভার শেষে বেঙ্গালুরুর ইনিংস শেষ হলো ৪ উইকেটের বিনিময়ে ১৭৪ রানে।

Virat Kohli Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur

আজও বেঙ্গালুরুর ইনিংস আবর্তিত হলো দুই তারকার ব্যাটে –

Virat faf | ipl 2023 | image: twitter
Kohli and Du Plessis forged a 137 run opening stand against PBKS on Thursday

বিরাট কোহলি (Virat Kohli) আর ফাফ দু প্লেসি- এই দুই তারকা এবারের আইপিএলের শুরু থেকেই রয়েছেন ফর্মের শিখরে। প্রথম ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে ১৪৮ রানের পার্টনারশিপ গড়েছিলেন। বিরাটের ব্যাট থেকে এসেছিলো অপরাজিত ৮২ এবং ফাফ করেছিলেন ৭৩ রান। এরপর লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের বিরুদ্ধেও দুজনে বড় রান পেয়েছিলেন। কোহলির ব্যাট থেকে এসেছিলো ৬১ এবং অধিনায়ক ফাফ করেন ৭৯* রান। দিল্লীর বিরুদ্ধে অর্ধশতরান করেন বিরাট। চেন্নাইয়ের বিরুদ্ধে করেন দু প্লেসি (Faf Du Plessis)। দুজনেই আজ নিজেদের চতুর্থ অর্ধশতরানের গণ্ডী পেরোলেন পাঞ্জাব কিংসের বিরুদ্ধে। গত ম্যাচের পরেই সর্বোচ্চ রান সংগ্রাহকের কমলা টুপি নিজের মাথায় চাপিয়েছিলেন ফাফ। আজ ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে মাঠে নেমে বাকিদের সাথে নিজের দূরত্বটা আরও খানিক বাড়িয়ে নিলেন তিনি।

দুই তারকার মধ্যে শুরুর ওভারগুলোয় আগ্রাসী ভূমিকা নিতে দেখা যায় দু প্লেসিকেই (Faf Du Plessis)। আজকে দেখা গেলো ব্যতিক্রম। তিন ওভার শেষে কোহলি (Virat Kohli) যখন ১২ বলে দাঁড়িয়ে ১৯ রানে, সেখানে অপরপ্রান্তে দু প্লেসির রান ছিলো ৬ বলে ২। এর পর খোলস ছেড়ে আস্তে আস্তে বেরোলেন তিনি। চতুর্থ ওভারের তৃতীয় বলে প্রথম ছক্কা হাঁকান দক্ষিণ আফ্রিকার ব্যাটার। মোহালির মাঠে ব্যাট হাতে শাসন শুরু করেন তিনি। ধীরে ধীরে অপর প্রান্তে থাকা সতীর্থকে টপকে যান অ্যাক্সিলেরেটরে চাপ বজায় রেখে। ৫ চার এবং ৫ ছক্কার সাহায্যে ৫৬ বলে ৮৪ রানের ইনিংস খেলে আজ দায়িত্ব পালন করলেন ফাফ (Faf Du Plessis)। অন্যদিকে বিরাটের (Virat Kohli) ব্যাট থেকে এলো ৫৯ রান। পাঁচটি চার এবং ১টি ছক্কা হাঁকান তিনি।

১৩৭ রানের ওপেনিং জুটি গড়ার পর হরপ্রীত ব্রারের শিকার হয়ে ফেরেন কোহলি (Virat Kohli)। উইকেটের সম্পর্কে লন্ডনের বাসের তুলনা প্রায়ই দেওয়া হয়ে থাকে ক্রিকেটমহলে। যে একটা এলে নাকি পরপর আসতে থাকে। আজ মোহালির মাঠে দেখা গেলো সেই দৃশ্য। কোহলি আউট হওয়ার পরের বলেই হরপ্রীত ব্রারের শিকার হন গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell)। বড় শট মারতে গিয়ে অথর্ব তাইডের হাতে ক্যাচ দিয়ে বসেন তিনি। বেশীক্ষণ টিকলেন না দু প্লেসিও (Faf Du Plessis)। নাথান এলিসের বলে আউট হলেন তিনি। মিডল অর্ডারকে শক্তিশালী করতে আজ মহীপাল লোমরোরকে সুযোগ দিয়েছিলো বেঙ্গালুরু। বিশেষ কার্যকরী হলেন না তিনিও। তিন উইকেট দ্রুত পড়ে যাওয়ার পরেই গুটিয়ে গেলো বেঙ্গালুরু। আজকেও ভরসা দিতে পারলো না মিডল অর্ডার। দীনেশ কার্তিক (৮ বলে ৭), মহীপাল লোমরোর ( ৯ বলে ৭), শাহবাজ আহমেদ (৩ বলে ৫*)-রা বিরাট-ফাফের তৈরি করা মঞ্চে আশানুরূপ পারফর্ম করতে পারলেন না আজ। বেঙ্গালুরু থামলো ১৭৪ রানে।

হরপ্রীত ব্রারের বলে আত্মবিশ্বাস ফিরে পেলো পাঞ্জাব-

Harpreet Brar | IPL 2023 | image: twitter
Harpreet Brar brought PBKS back into the game by dismissing Kohli and Maxwell in consecutive deliveries

একটা সময় উইকেট তূলতে হিমশিম খাওয়া পাঞ্জাব (PBKS) ম্যাচ থেকে হারিয়েই যেতে বসেছিলো। হরপ্রীত ব্রারের (Harpreet Brar) একটা ওভারই তাদের অনেক খানি আত্মবিশ্বাস ফিরিয়ে দিলো আজ। পরপর দুই বলে প্রতিপক্ষের সেরা দুই ব্যাটিং অস্ত্রকে ফিরিয়ে অনেক দূরে চলে যাওয়া ম্যাচকে ফের একবার হাতের মুঠোয় ফিরিয়ে আনেন তিনি। বাঁ-দিকে ঝাঁপিয়ে দুর্দান্তভাবে কোহলির ক্যাচ ধরেন উইকেটরক্ষক জিতেশ শর্মা (Jitesh Sharma)। কিছু বল আগেই তিনি অধিনায়ক কারানের বলে দু প্লেসির (Faf Du Plessis) ক্যাচ ফেলেছিলেন। কোহলিকে (Virat Kohli) ফিরিয়ে প্রায়শ্চিত্ত করেন তিনি। তার পরের বলে ম্যাক্সওয়েলকে (Glenn Maxwell) আউট করে পাঞ্জাবকে লড়াইয়ে ফেরার মঞ্চ গড়ে দেন ব্রার।

শটের আতসবাজি জ্বালিয়ে রাখতে চেয়েছিলেন ফাফ দু প্লেসি (Faf Du Plessis)। নাথান এলিসকে ফিরিয়ে যে চাল স্যাম কারান (Sam Curran) চেলেছিলেন তা কাজে লাগে ১৮তম ওভারের তৃতীয় বলে। ব্যাটের নীচের দিকে লাগায় শটে নিয়ন্ত্রণ রাখতে পারেন নি ফাফ। কারানের হাতেই ধরা পড়েন লং-অফে। কে-জি-এফ ত্রয়ীকেই এবার বেঙ্গালুরুর ব্যাটিং-এর ব্রহ্মা-বিষ্ণু-মহেশ্বর বলা হচ্ছে। তিন জনকেই মাত্র ৯ ডেলিভারির ব্যবধানে ফিরিয়ে ম্যাচের পাল্লা প্রতিপক্ষের থেকে খানিক নিজেদের দিকেই ঝুঁকিয়ে নেয় পাঞ্জাব কিংস। ডেথ ওভারে এলিস-অর্শদীপদের আঁটোসাঁটো বোলিং বেশীদূর এগোতে দিলো না রয়্যাল চ্যালেঞ্জার্সকে।

IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *