IPL 2023: ‘মাস্ট উইন’ ম্যাচে আজ লক্ষ্ণৌ সুপারজায়ান্টস মুখোমুখি হয়েছিলো মুম্বই ইন্ডিয়ান্সের। অফ ফর্ম, অধিনায়ক কে এল রাহুলের চোট, সব মিলিয়ে বিপর্যস্ত অবস্থায় ছিলো একটা সময় লক্ষ্ণৌ। সেখান থেকে ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টায় ছিলেন ক্রুণাল পান্ডিয়ারা। আজ সেই লক্ষ্যে অনেকটাই সফল তারা। ব্যাটে-বলে প্রত্যাবর্তনের নয়া নজির গড়ে সুপারজায়ান্টসরা আজ বুঝিয়ে দিলো যে লড়াই করতে প্রস্তুত তারা। যুদ্ধে আজ জয় লক্ষ্ণৌরই। ম্যাচ শুরুর আগে লীগ তালিকায় এগিয়ে ছিলো মুম্বই। আজ হেরে পিছিয়ে পড়লো তারা। একানা স্টেডিয়ামে ৫ রানের ব্যবধানে জিতে তিন নম্বরে উঠে এলো লক্ষ্ণৌ। ১৩ ম্যাচে তাদের সংগ্রহ ১৫ পয়েন্ট। অন্যদিকে ১৩ ম্যাচে ১৪ পয়েন্টসহ মুম্বই নেমে গেলো চার নম্বরে।
টসে জিতে প্রথমে প্রতিপক্ষকে ব্যাটিং-এর আমন্ত্রণ জানিয়েছিলেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা। কাইল মেয়ার্স’কে বাইরে রেখে আজ দীপক হুডাকে সাথে নিয়ে ওপেন করতে এসেছিলেন ক্যুইন্টন ডি কক। হুডা এবং ডি কক-রান পেলেন না দুজনেই। গত ম্যাচে ৬৪ রান করে জয়ের কারিগর হয়েছিলেন প্রেরক মাঁকড়। আজ শূন্য রান করে জেসন বেহরেনডফের দ্বিতীয় শিকার হন তিনি। দ্রুত ৩ উইকেট হারানোর পর ক্রুণাল পান্ডিয়া এবং মার্কাস স্টয়নিসের ব্যাটে ম্যাচে ফেরে লক্ষ্ণৌ। চোট পেয়ে মাঠ ছাড়ার আগে ৪৯ করেন ক্রুণাল। শেষের ওভারগুলোয় গিয়ার বদলান স্টয়নিস। তাঁর ব্যাট থেকে আসে ৪৭ বলে অপরাজিত ৮৯ রান। ২০ ওভারে ১৭৭ রান তোলে লক্ষ্ণৌ।
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ঝড়ের বেগে করেছিলো মুম্বই। ঈশান কিষণ এবং রোহিত শর্মার জুটি দ্রুত জয়ের দিকেই নিয়ে যাচ্ছিলো পাঁচবারের চ্যাম্পিয়নদের। ৯০ রানের মাথায় জুটি ভাঙেন রবি বিষ্ণোই। ফেরান রোহিতকে। এরপর ৫৯ রান করে আউট হন ঈশানও। গত কয়েক ম্যাচে দুর্দান্ত ফর্মে ছিলেন সূর্যকুমার যাদব। কিন্তু আজ ৭ রানের বেশী করতে পারেন নি। নেহাল ওয়াধেরা, বিষ্ণু বিনোদ-রান পান নি কেউই। শেষের দিকে টিম ডেভিডের ব্যাটে প্রত্যাবর্তন ঘটাতে চেয়েছিলো মুম্বই। কিন্তু বাধা হয়ে দাঁড়ান মহসীন খান। ডেথ ওভারে অনবদ্য বল করে তিনি রুখে দেন মুম্বইকে। রোমহর্ষক ম্যাচে ফর্মে থাকা মুম্বইকে হারিয়ে খুশি লক্ষ্ণৌ শিবিরের অধিনায়ক ক্রুণাল পান্ডিয়া।
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023
‘সহজ ছিলো না লড়াই…’ বলছেন ক্রুণাল-

১৭৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে যে ভাবে শুরুটা করেছিলো মুম্বই ইন্ডিয়ান্স তাতে আশার দেখছিলেন না অনেক বিশেষজ্ঞ’ই। সেখান থেকে দুর্দান্ত বোলিং করে অনবদ্য প্রত্যাবর্তন ঘটালো লক্ষ্ণৌ সুপারজায়ান্টস। ব্যাটিং-এর সময় চোট পেয়েছিলেন। তা সত্ত্বেও দলের প্রয়োজনে মাঠে নামলেন অধিনায়ক ক্রুণাল পান্ডিয়া। দ্বিতীয় ইনিংসে বোলিং ওপেনও করেন তিনিই। লড়াকু পারফর্ম্যান্স করে ম্যাচ জিতে নিয়ে ক্রুণাল জানালেন, “আমার টান ধরছিলো। পেশীতে টান ধরে গিয়েছিলো।” চোট নিয়েও কেনো মাঠে নামলেন? সঞ্চালক সঞ্জয় মঞ্জরেকরের প্রশ্নের উত্তরে তিনি জানান, “আমি সবসময় দলের জন্য খেলি। দলের জন্য সর্বস্ব বাজি রাখতে রাজী। আজকের ফলাফল নিয়ে খুব খুশি।”
শেষ ওভারে বাকি ছিলো মাত্র ১১ রান। ব্যাট করছিলেন ক্যামেরন গ্রিন এবং টিম ডেভিড। দুই অজি অলরাউন্ডারকে নাজেহাল করে ৫ রানের ব্যবধানে লক্ষ্ণৌকে জয় এনে দিলেন মহসীন। বাঁ-হাতি পেসারকে প্রশংসায় ভরিয়েছেন ক্রুণাল। জানান, “মহসীনের হৃদয়টা বিশাল বড়। অস্ত্রোপচারের পর আইপিএল খেলছে। ওর কাছে আকাশটাই একমাত্র সীমানা।” লড়াই যে হাড্ডহাড্ডি হয়েছে তা স্বীকার করে নেন ক্রুণাল। বলেন, “ব্যাপারটা সহজ ছিলো না আমাদের কাছে। জয় দিয়ে শেষ করতে পেরেছি, তাতে খুশি।” ঘরের মাঠে মরসুমের শেষ ম্যাচ খেললো লক্ষ্ণৌ। দর্শকদের উদ্দেশ্যে অধিনায়কের বার্তা, “শেষ ম্যাচে ওনাদের জয় উপহার দিতে পেরে ভালো লাগছে।”
IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023