IPL 2023: ঋদ্ধির ব্যাটিং দেখে মোহিত বিরাট’ও, জোরালো হচ্ছে WTC ফাইনালে দলে ফেরানোর দাবী !! 1

IPL 2023: আইপিএলের ইতিহাসে এক নয়া অধ্যায় রচিত হলো আজ আহমেদাবাদের মাঠে। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাত টাইটান্স বনাম লক্ষ্ণৌ সুপারজায়ান্টস ম্যাচে টসের সময় দুই দলের সাজঘর থেকে বেরোতে দেখা গেলো দুই ভাইকে। ছোটো ভাই হার্দিক গত বছর থেকেই গুজরাত টাইটান্স দলের অধিনায়ক। ২০২২ সালে দলকে ট্রফিও দিয়েছেন। লক্ষ্ণৌ অধিনায়ক হিসেবে সবে দ্বিতীয় ম্যাচ দাদা ক্রুণালের। কে এল রাহুল টুর্নামেন্টের মাঝপথে চোট পেয়ে ছিটকে যাওয়ায় ক্রুণালকেই নেতা বেছে নিয়েছে সুপারজায়ান্টস। আবেগঘন এক মুহূর্ত তৈরি হলো বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট মাঠে। “বাবা খুব খুশি হতেন আজ আমাদের দেখলে”,ম্যাচ শুরুর আগে আবেগে গলা ধরতে আসতে শোনা গেলো হার্দিক পান্ডিয়ার। ক্রুণালও স্বীকার করে নিলেন যে আজকের ম্যাচ তাঁর কাছে স্পেশ্যাল।

টস জিতে লক্ষ্ণৌ সুপারজায়ান্টস আজ প্রথমে বোলিং বেছে নিয়েছিলো। গুজরাত দলের দুই ওপেনার আজ সম্ভবত ‘সেট’ হয়েই সাজঘর থেকে মাঠে নেমেছিলেন। ঋদ্ধিমান এবং শুভমান গিলের জুটির সামনে পরে রীতিমত খড়কুটোর মত উড়ে গেলেন আবেশ খান, মহসীন খানরা। ১৪২ রানের বিরাট ওপেনিং জুটি গড়ে ঋদ্ধি যখন আউট হলেন, ততক্ষণে বড় রানের ভিত গড়ে ফেলেছে গুজরাত টাইটান্স। ৪৩ বলে ৮১ রানের অনবদ্য ইনিংস খেলে ঋদ্ধি বোঝালেন ৩৮ বছর বয়সে এসেও ফুরিয়ে যান নি তিনি। গত কয়েকমাসে জাতীয় দল থেকে বাদ পড়া, সাংবাদিকের হুমকির মুখে পড়া,বাংলা ছাড়ার মত একাধিক সমস্যার সম্মুখীন হতে হয়েছে ঋদ্ধিমান সাহাকে। তারপরেও আইপিএলে তাঁর পারফর্ম্যান্স মন জিতে নিয়েছে ক্রিকেটদুনিয়ার। সমাজমাধ্যমে অগণিত অনুরাগীদের পাশাপাশি বিরাট কোহলির প্রশংসাও আদায় করে নিয়েছেন শিলিগুড়ির ‘পাপালি।’

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad WPL 2023 | Asia Cup 2023

ব্যাটিং’টা পারেন, বোঝালেন ঋদ্ধিমান-

GT vs LSG | IPL 2023 | image: twitter
The duo of Wriddhiman Saha and Shubman Gill ran riot against LSG on Sunday

উইকেটরক্ষক হিসেবে তুলনাহীন, কিন্তু ব্যাট হাতে সেরাদের একজন নন। ঋদ্ধিমান সাহা’কে নিয়ে বারবার এই একই সমালোচনা শোনা যায়। সাদা বলের ক্রিকেটের আন্তর্জাতিক আঙিনায় তেমন সুযোগই পান নি। একদিনের ক্রিকেটে কিছু ম্যাচ খেলেছেন, টি-২০তে ডাক পান নি কখনও। কিন্তু ওপেনার হিসেবে গত কয়েক বছরের পরিসংখ্যান দেখতে বোঝা যাবে ঋদ্ধিমান সাহার ধারেপাশে নেই স্বয়ং ভারত অধিনায়ক রোহিত শর্মাও। কেন ঋদ্ধিমানকে পাওয়ার প্লে’র সেরা ব্যাটার বলেন অনেকে আজ লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের বিরুদ্ধে বুঝিয়ে দিলেন তিনি। চোট সারিয়ে মাঠে ফিরছিলেন মহসীন খান। ঋদ্ধির রোষের মুখে পড়ে শুরুতেই বেলাইন হয়ে যেতে হলো তাঁকে। ইনিংসের শুরুতে তিনি যখন ঝড় তুলেছিলেন, অপর প্রান্তে শুভমান গিল তখন দর্শকমাত্র। আস্তে আস্তে ধ্বংসযজ্ঞে যোগ দেন তিনিও। রানের লকগেট খুলে ফেলে গুজরাত।

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad WPL 2023 | Asia Cup 2023

কভারের ওপর দিয়ে লফটেড ড্রাইভ, ফ্লিক, গ্লান্স হোক বা উইকেটের বাইরের বল’কে পয়েন্টের ওপর দিয়ে বাউন্ডারিতে আছড়ে ফেলা, ঋদ্ধিমানের ব্যাটে দেখা গেলো শটের ফুলঝুড়ি। ২০ বলে পেরোলেন পঞ্চাশের গণ্ডী। গুজরাত জার্সিতে দ্রুততম। ১০টি চার আর ৪টি ছক্কা এলো তাঁর ব্যাট থেকে। আবেশ খানের বলে প্রেরক মাঁকড় ঝাঁপিয়ে পড়ে স্কোয়্যার লেগ বাউন্ডারিতে অবিশ্বাস্য ক্যাচটা তালুবন্দী না করলে আইপিএল কেরিয়ারে দ্বিতীয় শতরানটাও আজ আসতে পারত ঋদ্ধির। তা না এলেও ১৪২ রানের ওপেনিং জুটি গড়ে দলকে শক্ত ভিতের ওপর দাঁড় করান তিনি।

কোনো কারণ ছাড়াই স্রেফ বয়সের দোহাই দিয়ে ঋদ্ধিকে জাতীয় টেস্ট দল থেকে ছেঁটে ফেলেছিলেন কোচ রাহুল দ্রাবিড়। বদলে জায়গা দিয়েছিলেন কে এস ভরতকে। আইপিএলের শুরু থেকে উইকেটের পিছনে বাজপাখির ক্ষিপ্রতায় একের পর এক ক্যাচ তালুবন্দী করে ঋদ্ধি বুঝিয়েছিলেন দস্তানার দাপট কমে নি তাঁর। আজ ব্যাট হাতে অনবদ্য ইনিংস খেলে বোঝালেন ফুরিয়ে যান নি তিনি। কে এল রাহুলের চোটের পর জোরালো হয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দলে ঋদ্ধিকে ফেরানোর দাবী। আজকের ম্যাচের পর সেই দাবীর পালে হাওয়া বাড়বে আরও। কাকতালীয়ভাবে যে ভরতকে ঋদ্ধির বদলি হিসেবে নিয়েছে ভারত, আজ গুজরাত ডাগ-আউটে বসেই ঋদ্ধির ব্যাটিং বিক্রম দেখলেন তিনি।

বিরাটকে চমকে দিয়েছেন ঋদ্ধিমান-

Kohli and SAha | IPL 2023 | image: twitter
Virat Kohli was in awe of Wriddhiman Saha’s batting and took to Instagram to praise the veteran

কোহলি যতদিন ভারতীয় টেস্ট দলের অধিনায়ক ছিলেন ঋদ্ধিমান সাহা’র নির্বাচন নিয়ে কোনো রকম প্রশ্ন উঠতে দেন নি। কোনো ম্যাচে তিনি ব্যাট হাতে রান না পেলেও সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিরাট পাশে দাঁড়াতেন ঋদ্ধিমানের। বলতেই উইকেটের পিছনে ও যে রানগুলো বাঁচায় তার মাহাত্ম্য বিরাট। তাঁর দলে স্পেশ্যালিস্ট উইকেটরক্ষক হিসেবে ঋদ্ধিমানকেই যে বিরাটের পছন্দ সে কথাও বহুবার বহু সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি। কোহলি-শাস্ত্রীর অধিনায়ক-প্রশিক্ষকের জুটি দায়িত্ব থেকে সরার পরেই কোপ পড়েছিলো ঋদ্ধিমান সাহা’র আন্তর্জাতিক কেরিয়ারে। নয়া কোচ রাহুল দ্রাবিড় নাকি সরাসরিই তাঁকে বলে দেন যে জাতীয় দলের জন্য আর ভাবা হবে না বাঙালি উইকেটরক্ষক’কে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘাড়ের যন্ত্রণা সহ্য করে অপরাজিত ৬১ রান করার পরেও আর ডাক আসে নি ‘মেন ইন ব্লু’র।

জাতীয় দলে সতীর্থ হিসেবে বিরাট ও ঋদ্ধির আর সুযোগ হয় না একে অপরের সাথে সময় কাটানোর। কিন্তু ‘ঋদ্ধি দা’কে নিয়ে কোহলির মুগ্ধতা যে বিন্দুমাত্র কমে নি তা আর একবার প্রমাণ হয়ে গেলো আজ। লক্ষ্ণৌ বোলিং’কে যখন ব্যাট হাতে ধ্বংস করছেন ঋদ্ধিমান তখন টেলিভিশনের পর্দা থেকে চোখ সরাতে পারেন নি কোহলি। আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক বিরাট, টিভি স্ক্রিনের ছবি তুলেই পোস্ট করেছেন নিজের ইনস্টাগ্রামে। নিজের কয়েক কোটি ইন্সটাগ্রাম ফলোয়ারের সামনে ঋদ্ধির ইনিংসের ছবি পোস্ট করে ক্যাপশনে তিনি লেখেন, ‘কি দুর্দান্ত একজন খেলোয়াড়’, সাথে ঋদ্ধিমানকে ট্যাগও করে দেন তিনি।

কোহলির পাশাপাশি সাধারণ সমর্থকেরাও উদ্বেল বাংলার ‘পাপালি’র ইনিংস দেখে। ‘ফর্মে থাকলে বয়স কেনো আন্তর্জাতিক ক্রিকেটের পথে অন্তরায় হবে?’ প্রশ্ন তুলেছেন তাঁরা। কোচ দ্রাবিড়ের সিদ্ধান্তেরও প্রতিবাদ করেছেন তাঁরা। সামনে রয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের। ১৫ সদস্যের যে দল গঠন করেছে বিসিসিআই, তাতে ঠাঁই হয় নি ঋদ্ধির। ঋষভ পন্থের অবর্তমানে কে এস ভরতকেই উইকেটরক্ষক হিসেবে দলে নিয়েছে ‘টিম ইন্ডিয়া।’ কে এল রাহুল চোট পেয়ে অনিশ্চিত হয়ে পড়েছেন। এমতাবস্থায় অনভিজ্ঞ ভরতের কাঁধে ইংল্যান্ডের সুইংসমৃদ্ধ পরিবেশে উইকেটকিপিং-এর ভার তুলে দেওয়ার বদলে দস্তানা হাতে ঋদ্ধিমানের নিরাপদ হাতই দেখতে চাইছেন দেশের অধিকাংশ ক্রিকেটভক্ত।

IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023

দেখে নিন কোহলির পোস্ট’টি-

IPL 2023: ঋদ্ধির ব্যাটিং দেখে মোহিত বিরাট’ও, জোরালো হচ্ছে WTC ফাইনালে দলে ফেরানোর দাবী !! 2

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *