IPL 2023: ষোড়শ আইপিএলে বেশ বেকায়দায় মুম্বই ইন্ডিয়ান্স। লীগ তালিকায় বর্তমানে তারা রয়েছে আট নম্বর স্থানে। সাত ম্যাচ খেলে মাত্র ৩টি ম্যাচেই জয় পেয়েছে মুম্বই। রোহিত শর্মাদের (Rohit Sharma) খারাপ ফলের জন্য অনেকেই দায়ী করছেন তাদের ‘ডেথ বোলিং’-এর দূর্বলতাকে। পিঠের স্ট্রেস ফ্র্যাকচারের জন্য আগেই গোটা মরসুম থেকে ছিটকে গিয়েছিলেন তারকা পেসার জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। গুরুত্বপূর্ণ ম্যাচে বুমরাহ’র অভাব যিনি ঢাকতে পারতেন সেই জোফ্রা আর্চারও (Jofra Archer) মরসুমে এখনও মাত্র দুটি ম্যাচই খেলতে পেরেছেন। পুরনো চোট ভোগাচ্ছে তাঁকেও। ঘাতক পেস বোলিং জুটি হিসেবে বুমরাহ এবং জোফ্রাকে দেখতে চেয়েছিলেন মুম্বই সমর্থকেরা, কিন্তু সেই স্বপ্ন পূরণ হয় নি আর।
পাঞ্জাব কিংসের (PBKS) বিরুদ্ধে মাঠে নেমেছিলেন জোফ্রা (Jofra Archer)। ৪ ওভারের কোটা শেষ করলেও আটকাতে পারেন নি পাঞ্জাবের রানের গতি। শেষ পাঁচ ওভারে ৯৬ রান তুলে নেন স্যাম কারান, জিতেশ শর্মারা। মুম্বই ম্যাচ হারে সেদিন ১৩ রানে। চোটের কারণেই তার পরের গুজরাত টাইটান্স (GT) ম্যাচে দেখা যায় নি জোফ্রাকে। তাঁর জায়গায় দলে আসেন রাইলি মেরিডিথ (Riley Meredith)। সেদিনও ডেথ ওভারে আশানুরূপ বোলিং করতে পারে নি মুম্বই ইন্ডিয়ান্স (MI)। ক্যামেরন গ্রিন (Cameron Green), মেরিডিথ, জেসন বেহেরনডফ- রান আটকাতে ব্যর্থ হন সকলেই। অভিনব মনোহর, ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া’রা শেষের ৪ ওভারে তুলে নেন ৭০ রান। ২০০’র গণ্ডী পেরিয়ে যায় গুজরাত। ব্যাট হাতেও আহমেদাবাদের মাঠে ব্যর্থ হয় মুম্বই। ৫৫ রানে হারতে হয় ম্যাচ।
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023
পাঞ্জাবের বিরুদ্ধে প্রত্যাবর্তন ঘটিয়েও গুজরাতের বিপক্ষে বাদ পড়ায় প্রশ্ন উঠে গিয়েছিলো জোফ্রা আর্চারের (Jofra Archer) ভবিষ্যত নিয়ে। ইংল্যান্ডের পেসার আদৌ বাকি টুর্নামেন্টে খেলতে পারবেন কিনা সেই নিয়ে চলছিলো জল্পনা। এর মধ্যেই জোফ্রাকে নিয়ে একটি প্রতিবেদন বেরিয়েছিলো বিখ্যাত সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’-এ। সেই প্রতিবেদনটিকে আদ্যপান্ত ভুয়ো আখ্যা দিয়ে ট্যুইটারে তীব্র ভাষায় লেখককে আক্রমণ করলেন ইংল্যান্ডের পেসার।
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023
প্রশ্নের মুখে জোফ্রার IPL ভবিষ্যত-
রাজস্থান রয়্যালসের (RR) হয়ে আইপিএলে অভিষেক ঘটিয়েছিলেন জোফ্রা আর্চার (Jofra Archer)। ২০২২-এর নিলামে জোফ্রাকে পাওয়ার জন্য রাজস্থানের সাথে যুদ্ধে নামে মুম্বই ইন্ডিয়ান্স। ২ কোটি টাকা বেস প্রাইস ছিলো তাঁর। নিলাম যুদ্ধ চলে বেশ অনেকক্ষণ। শেষমেশ মুম্বই (MI) ৮ কোটি দর দেওয়াতে পিছিয়ে আসতে বাধ্য হয় রাজস্থান। বিপুল অর্থে নতুন দলে নাম লেখান আর্চার (Jofra Archer)। ২০২২-এ মুম্বই তাঁকে দলে নিলেও মাঠে নামা হয় নি তাঁর। চোটের জন্য গোটা মরসুমই বাইরে ছিলেন ইংল্যান্ডের তারকা। অপেক্ষা করার পথেই হেঁটেছিলো মুম্বই দল। এবার বুমরাহ (Jasprit Bumrah) না থাকায় আর্চারের কাঁধেই পেস বোলিং-এর দায়িত্ব দেওয়ার কথা ভেবেছিলেন রোহিত শর্মারা (Rohit Sharma)। মরসুমের প্রথম ম্যাচে মাঠে নেমেছিলেন তিনি। বেঙ্গালুরুর (RCB) বিরুদ্ধে সেই ম্যাচে হারে মুম্বই। কোহলি, দু প্লেসিদের বিরুদ্ধে সুবিধা করতে পারেন নি আর্চারও। ৪ ওভার হাত ঘুরিয়ে কোনো উইকেট না নিয়ে ৩৩ রান খরচ করেন তিনি।
এরপর শোনা যায় অনুশীলনে ফের একবার কনুইতে চোট পেয়েছেন তিনি। প্রথমে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই একটি ম্যাচে আর্চারকে (Jofra Archer) বাইরে রাখার কথা জানিয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা। পরে আস্তে আস্তে দীর্ঘ হতে থাকে তাঁর প্রত্যাবর্তনের অপেক্ষা। শেষমেশ মুম্বইয়ের ষষ্ঠ ম্যাচে মাঠে নেমেছিলেন তিনি। চেনা ছন্দের ধারেকাছেও ছিলেন না সেদিন। ৪ ওভারে খরচ করেন ৪২ রান। পান একটি মাত্র উইকেট। এরপর ফের গুজরাত (GT) ম্যাচে বাইরে থাকতে হয় তাঁকে। ৩৭ আইপিএল ম্যাচে ৪৭ উইকেট নেওয়া আর্চার আর বাকি মরসুমে মুম্বই ইন্ডিয়ান্স জার্সিতে মাঠে নামতে পারবেন কিনা সেই নিয়ে এখন উঠেছে প্রশ্ন। এরই মধ্যে ইংল্যান্ডের দৈনিক ‘দ্য টেলিগ্রাফে’ প্রকাশিত প্রতিবেদনে দাবী করা হয় মুম্বই শিবির ছেড়েছেন জোফ্রা (Jofra Archer)। যা দেখে মেজাজ হারান তিনি।
সাংবাদিককে এক হাত নিলেন আর্চার-
কনুইয়ের চোটে প্রায় দুই বছর ক্রিকেট থেকে দূরে থাকতে হয়েছিলো জোফ্রা আর্চারকে (Jofra Archer)। ইংল্যান্ডের ২০১৯ বিশ্বকাপ জয়ের অন্যতম নায়কের ক্রিকেট কেরিয়ারে বারবার বাধা হয়ে দাঁড়িয়েছে চোট-আঘাত। এই বছর আইপিএল চলাকালীন ফের চর্চার বিষয় হয়ে জোফ্রার চোট। বিশ্বকাপের বছরে কনুইয়ের সমস্যা রীতিমত মানসিক চাপে রেখেছে তাঁকে। এরই মধ্যে সংবাদপত্র ‘দ্য টেলিগ্রাফ’ দাবী করে মুম্বই ইন্ডিয়ান্স শিবির ছেড়ে জোফ্রা (Jofra Archer) উড়ে গিয়েছিলেন বেলজিয়ামে। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে তাঁর একটি ছোটোখাটো অস্ত্রোপচার হয়েছে কনুইতে। কোনো রকম সত্যতা যাচাই না করেই এই খবর ছাপায় সংবাদপত্রের ওপর ক্ষেপেছেন তারকা পেসার।
নিজের ট্যুইটার হ্যান্ডেলে গতকাল জোফ্রা (Jofra Archer) লেখেন, “সত্যিটা না জেনে, আমার অনুমতি না নিয়ে এই ধরণের প্রতিবেদন ছেপে দেওয়া পাগলামির পরিচয়।” এখানেই থেমে না থেকে সরাসরি প্রতিবেদনের রচয়িতাকে আক্রমণ করেছেন জোফ্রা। তিনি লেখেন, “যেই লিখে থাকুন, তাঁর লজ্জা পাওয়া দরকার। একজন খেলোয়াড় যে মানসিকভাবে এমনিতেই সমস্যায় রয়েছে, তাঁর সমস্যার ফায়দা তুলে নিজের সুবিধা করে নেওয়া। আপনাদের মত লোকেরাই সমস্যা সৃষ্টি করেন।”
IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023
দেখে নিন জোফ্রার ট্যুইট’টি-
Putting out an article without knowing the facts & without my consent is crazy.
Who ever the reporter is shame on you , an already worrying and troubling time for a player and you exploit it for your personal gain, it’s people like you that are the problem .
— Jofra Archer (@JofraArcher) April 26, 2023