ipl-three-mistakes-by-hardik-vs-srh

IPL 2024: আজ এক ঐতিহাসিক ম্যাচের সাক্ষী থাকলো হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে দেখা গেলো রেকর্ডের ছড়াছড়ি। টুর্নামেন্টে আজকের আগে একটি করে ম্যাচ খেলা হয়ে গিয়েছিলো মুম্বই এবং হায়দ্রাবাদ দুই দলেরই। কিন্তু পয়েন্টের ঝুলি ছিলো শূন্য। হায়দ্রাবাদ গত ২৩ তারিখ ইডেন গার্ডেন্সে কলকাতার বিরুদ্ধে পরাজিত হয়েছিলো। আর মুম্বই ইন্ডিয়ান্সকে হারতে হয়েছিলো গুজরাত টাইটান্সের বিরুদ্ধে। আজকের ম্যাচ থেকে তাই দুই পয়েন্ট সংগ্রহ করতে মরিয়া ছিলো দুই শিবিরই। চল্লিশ ওভারের ম্যাচের শুরু থেকে শেষ অবধি জমজমাট ক্রিকেট দেখা গেলেও শেষ হাসি আজ সানরাইজার্সেরই। ৩১ রানের ব্যবধানে প্রতিপক্ষকে ধরাশায়ী করলো তারা।

টসে আজ জিতেছিলো মুম্বই। প্রথমে বোলিং বেছে নেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। গোটা ম্যাচে একমাত্র টস ব্যতীত কিছুই আজ পক্ষে যায় নি মুম্বইয়ের। শুরু থেকেই ধুন্ধুমার ব্যাটিং করেন সানরাইজার্স ব্যাটাররা। ট্র্যাভিস হেড, অভিষেক শর্মাদের সামলাতে হিমশিম খেতে হয় মুম্বই বোলারদের। দুজনেই ২৫০’র বেশী স্ট্রাইক রেট বজায় রেখে ব্যাটিং করলেন আজ। তাঁদের গড়া ভিতের উপর রানের ইমারত গড়েন হেনরিখ ক্লাসেন ও এইডেন মার্করাম। ৩৪ বলে ৮০ রান করে অপরাজিত থাকেন ক্লাসেন। নির্ধারিত ২০ ওভারে সানরাইজার্স তোলে ২৭৭ রান। এতদিন পুণে ওয়ারিয়র্সের বিরুদ্ধে বেঙ্গালুরুর করা ২৬৩-ই ছিলো আইপিএলের (IPL) ইতিহাসে সর্বোচ্চ রান। আজ বদলে গেলো সেই রেকর্ড।

Read More: IPL 2024: ব্যাটিং শক্তির জোর টক্কর হায়দ্রাবাদে, হাইভোল্টেজ ম্যাচে মুম্বইকে ৩১ রানে হারিয়ে শেষ হাসি সানরাইজার্সের !!

মুম্বই সমর্থকদের চোখে ভিলেন হার্দিক-

Jasprit Bumrah and Hardik Pandya | IPL 2024 | Image: Getty Images
Jasprit Bumrah and Hardik Pandya | IPL 2024 | Image: Getty Images

বিশাল রানের লক্ষ্য তাড়া করতে নেমে মুম্বই শুরুটা ভালোই করেছিলো। দীর্ঘ সময় ম্যাচের মধ্যে ছিলো তারা। কিন্তু শেষমেশ এভারেস্টসম লক্ষ্য আর পেরিয়ে যাওয়া সম্ভব হয় নি তাদের পক্ষে। ২৪৬ রানে থামে তাদের ইনিংস। আইপিএলে দুই ইনিংস মিলিয়ে এত রান আগে কখনও হয় নি। এই ঐতিহাসিক লড়াইতে পরাজয়ের দায় সম্পূর্ণ রূপে অধিনায়ক হার্দিকের উপরেই চাপাচ্ছেন সমর্থকেরা। রোহিত শর্মাকে সরিয়ে হার্দিককে অধিনায়ক করায় এমনিতেই রুষ্ট সমর্থকদের একটা বড় অংশ। তার উপর গুজরাত ও সানরাইজার্সের বিরুদ্ধে জোড়া পরাজয় সেই ক্ষোভের আগুনে ঘি ঢেলেছে আরও। বিপুল অর্থে তাঁকে দলে সামিল করেছে মুম্বই, সেই প্রাইস ট্যাগের সাথে আজ সুবিচার করতে পারেন নি হার্দিক, সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের মত তেমনটাই।

নেতা হার্দিকে সন্তুষ্ট নন সমর্থকেরা। প্রথমেই উঠে এসেছে বোলিং পরিবর্তনের ক্ষেত্রে হার্দিকের সিদ্ধান্তের ভুলত্রুটির কথা। প্রথম ম্যাচে জসপ্রীত বুমরাহ’কে শুরুতে বোলিং দেন নি তিনি। আজও দলের সেরা পেস অস্ত্রকে ইনিংসের গোড়াতে তেমন ব্যবহারই করলেন না হার্দিক। বদলে বোলিং করেন নিজে। এমনকি অনভিজ্ঞ কোয়েনা মাপাখা’কে এগিয়ে দেন মারমুখী হেড, অভিষেক শর্মাদের সামনে। পরে যখন বোলিং-এ ফেরেন বুমরাহ, তখন তাঁর আর তেমন কিছু করার ছিলো না। একইভাবে আতসকাঁচের নীচে হার্দিকের ব্যাটিং-ও। গুজরাত ম্যাচে সাতে নেমেছিলেন, আজ নিজেকে এক ধাপ উপর তুলে আনেন। ২০ বলে ১২০ স্ট্রাইক রেটে ২৪ করে আউট হন তিনি। আজকে যে ভঙ্গিতে ব্যাটিং করা প্রয়োজন ছিলো, তা আদৌ তাঁর থেকে দেখা যায় নি বলেই মত মুম্বই সমর্থকদের। ‘অধিনায়ক হতে গেলে আরও দায়িত্ব নিতে হবে’ সখেদে অনেকেই লিখেছেন সমাজমাধ্যমের দেওয়ালে।

Also Read: IPL 2024: ক্রিকেট মাঠে ফুটবলের ছোঁয়া আশিষ নেহরা’র হাত ধরে, গুজরাত কোচ’কে নিয়ে হইচই বাইশ গজের দুনিয়ায় !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *