Srh vs mi, ipl 2024
SRH vs MI | Image: Getty Images

IPL 2024: রানের উৎসব-হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সানরাইজার্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচকে ব্যাখ্যা করতে গিয়ে হয়ত ব্যবহার করতে হবে এই শব্দবন্ধকেই। আইপিএলের (IPL) সপ্তদশ মরসুমের অষ্টম ম্যাচে আক্ষরিক অর্থেই ব্যাটিং ঝড়ের সাক্ষী থাকলো ক্রিকেটজনতা। টসে জিতে প্রথমে বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন মুম্বই অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ব্যুমেরাং হয়ে দাঁড়ালো সেই সিদ্ধান্তই। ওপেন করতে নেমেছিলেন ট্র্যাভিস হেড ও মায়াঙ্ক আগরওয়াল। হার্দিকের বলে মায়াঙ্ক দ্রুত উইকেট হারালেও আগ্রাসী ব্যাটিং-এ মুম্বইকে ধরাশায়ী করেন হেড। করেন অনবদ্য অর্ধশতরান। এরপর রানের গতি বাড়ান তরুণ অভিষেক শর্মা। তাঁর ব্যাটেও এলো ঝলমলে অর্ধশতক।

হেড ও অভিষেককে সাজঘরে ফেরাতে পারলেও স্বস্তির সন্ধান পায় নি মুম্বই। বিস্ফোরক ব্যাটিং-এ হায়দ্রাবাদের মাঠ মাতালেন হেনরিখ ক্লাসেন। প্রোটিয় উইকেটরক্ষকের ৩৪ বলে ৮০* রানের ইনিংসের সৌজন্যে রেকর্ড ২৭৭ রান স্কোরবোর্ডে যোগ করে সানরাইজার্স। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করেছিলো মুম্বই’ও। ৩০০ স্ট্রাইক রেট বজায় রেখে ব্যাটিং করে ঈশান কিষণ। ঝোড়ো ইনিংস খেলেছিলেন রোহিত শর্মা’ও। ব্যাটিং বান্ধব উইকেটে নমন ধির’ও কার্যকরী ক্যামিও খেলেন আজ। মুম্বইয়ের জার্সিতে দুর্দান্ত খেললেন তিলক বর্মা, টিম ডেভিড’ও। কিন্তু এভারেস্টসম লক্ষ্য আর তাড়া করা সম্ভব হয় নি পাঁচবারের চ্যাম্পিয়নদের পক্ষে। ২০ ওভারে ২৪৬ রানে থামত হয় মুম্বইকে। ৩১ রানের ব্যবধানে জয় ছিনিয়ে নেয় সানরাইজার্স।

Read More:  আচমকাই ইউ-টার্ন নিলো পাকিস্তান ক্রিকেট বোর্ড, নেতার আসনে ফের বসছেন বাবর আজম !!

ধুন্ধুমার ব্যাটিং হেড, ক্লাসেনদের, নজর কাড়লেন অভিষেক-

Heinrich Klaasen | IPL 2024 | Image: Getty Images
Heinrich Klaasen | IPL 2024 | Image: Getty Images

 

প্রথম ম্যাচে সানরাইজার্সের কমলা জার্সিতে মাঠে নামেন নি ট্র্যাভিস হেড। প্রথম সুযোগেই আজ জাত চেনালেন তিনি। শুরু থেকেই আগ্রাসী মেজাজে ব্যাটিং করেন তিনি। হেডের আগ্রাসনে ছত্রভঙ্গ হয়ে পড়েছিলো মুম্বই বোলিং। সদ্য অনুর্দ্ধ-১৯ বিশ্বকাপ খেলে আসা কোয়েনা মাপাখা’র হাতে নতুন বল তুলে দিয়েছিলেন অধিনায়ক হার্দিক। স্কুল ছাত্রের আত্মবিশ্বাস গুঁড়িয়ে দেয় হেডের ধুন্ধুমার ব্যাটিং। এক ওভারে কোয়েনা’কে দুটি চার ও দুটি ছক্কা হাঁকান তিনি। নিজে বল হাতে তুলে নিয়ে দলকে প্রথম সাফল্য এনে দিয়েছিলেন হার্দিক। ফেরান মায়াঙ্ক আগরওয়ালকে। কিন্তু তাতে স্বস্তি ফেরে নি মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে। তিন নম্বরে ব্যাট করতে নেমে ঝড় তোলেন অভিষেক শর্মা’ও।

সানরাইজার্স ব্যাটিং লাইন-আপের আন্তর্জাতিক তারকাদের সাথে কাঁধে কাঁধে মিলিয়ে আজ ব্যাটিং করলেন পাঞ্জাবের তরুণ অভিষেক শর্মা। ২৫৮.৩৩ স্ট্রাইক রেটে ২৪ বলে ৬২ করেন ট্র্যাভিস হেড। স্ট্রাইক রেটের নিরিখে তাঁকে পিছনে ফেললেন অভিষেক। ৩টি চার ও ৭টি ছক্কার সাহায্যে তিনি করেন ২৩ বলে ৬৩ রান। স্ট্রাইক রেট ২৭৩.৯১। ক্যুৎসিয়ের বলে হেড ও পীয়ূষ চাওলার বলে অভিষেক ফেরার পরেও সানরাইজার্স ইনিংসের গতি রোধ করতে পারে নি মুম্বই। সৌজন্যে হেনরিখ ক্লাসেন। প্রোটিয়া উইকেটরক্ষক-ব্যাটার ইডেনে দুর্ধর্ষ ইনিংস খেলেও দলকে জেতাতে পারেন নি। আজ মাত্র ৩৪ বলে ৮০* রান করে সেই আক্ষেপ যেন মেটালেন তিনি। অপরাপ্রান্তে ১৫০ স্ট্রাইক রেটে ২৮ বলে ৪২ করেন এইডেন মার্করাম’ও। আইপিএলের ইতিহাসে নয়া রেকর্ড গড়ে ২৭৭ রান স্কোরবোর্ডে যোগ করে সানরাইজার্স।

রানের পাহাড় টপকাতে পারলো না মুম্বই-

SRH vs MI | IPL 2024 | Image: Getty Images
SRH vs MI | IPL 2024 | Image: Getty Images

২৭৮ রানের লক্ষ্য তাড়া করতে মাঠে নেমেছিলো মুম্বই ইন্ডিয়ান্স। যে গতিতে শুরুটা করেছিলেন ঈশান কিষণ ও রোহিত শর্মা, তাতে মনে হচ্ছিলো কঠিন হলেও এই ম্যাচে মুম্বইয়ের জয় অসম্ভব কিছু নয়। প্রথম ওভার থেকে চার-ছক্কার ফুলঝুড়ি দেখা গেলো হায়দ্রাবাদের বাইশ গজে।  প্রথম ম্যাচে রান পান নি ঈশান কিষণ। আজ দুরন্ত ক্যামিও খেললেন ঝাড়খণ্ডের ক্রিকেটার। মাত্র ১৩ বলে ৩৪ করেন তিনি। পাওয়ার প্লে’তে শাহবাজ আহমেদের হাতে বল তুলে দিয়ে যে ফাটকা খেলেছিলেন প্যাট কামিন্স, কার্যকর হয় তা। এরপর রোহিত শর্মা’কে সাজঘরের দিশা দেখান সানরাইজার্স অধিনায়ক প্যাট কামিন্স। চাপের মুখে শর্ট বল অস্ত্রে রোহিতের ইনিংসে দাঁড়ি টানেন তিনি। ১২ বলে ২৬ রান করে ফেরেন তিনি। জোড়া ওপেনারকে খোয়ানোর পরেও ম্যাচ থেকে হারিয়ে যায় নি মুম্বই। তাদের লড়াইতে রেখেছিলেন নমন ধির ও তিলক বর্মা।

হায়দ্রাবাদের তিলক নিজের ঘরের মাঠে মুম্বই জার্সিতে আজ নজর কাড়লেন। ২টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ১৮৯ স্ট্রাইক রেটে ৬৪ রান করেন তিনি। টানা দ্বিতীয় ম্যাচে ভালো পারফর্ম্যান্স করলেন নমন ধির’ও। ১৪ বলে ২টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩০ রান করেন তিনি। জয়দেব উনাদকাটের বলে উইকেট খোয়ান নমন। তিলকের উইকেট তুলে নেন কামিন্স। আজ এই ব্যাটিং স্বর্গ উইকেটেও মাত্র ৮.৮০ ইকোনমিতে বোলিং করেন তিনি। গত ম্যাচে সাত নম্বরে ব্যাট করতে নেমেছিলেন হার্দিক পান্ডিয়া। আজ ব্যাটিং অর্ডারে নিজেকে এক ধাপ উপরে তুলে এনেছিলেন হার্দিক পান্ডিয়া। যদিও সেই স্ট্র্যাটেজি ফলপ্রসূ হয় নি। ২০ বলে ২৪ করে আজ মুম্বইয়ের দুর্বলতম ব্যাটার হার্দিকই। টিম ডেভিড (২২ বলে ৪২*) ও রোমারিও শেপার্ড (৬ বলে ১৫*) মরিয়া চেষ্টা করেও বৈতরণী পার করাতে পারেন নি দলকে।

Also Read: IPL 2024: ক্রিকেট মাঠে ফুটবলের ছোঁয়া আশিষ নেহরা’র হাত ধরে, গুজরাত কোচ’কে নিয়ে হইচই বাইশ গজের দুনিয়ায় !!

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *