"আমাদের বাঁচান..." KKR-পাঞ্জাব ম্যাচে রানের বৃষ্টি দেখে আতঙ্কিত আর অশ্বিন, বোর্ডের কাছে করলেন এই অনুরোধ !! 1

IPL 2024: ক্রিকেট এখন ব্যাটসম্যানদের পক্ষপাতী হয়ে উঠেছে। একএক ম্যাচে ওভার পিছু দেখা যাচ্ছে দ্বিগুণ রান। বর্তমানে ক্রিকেট একটি বিনোদনের জায়গায় চলে গিয়েছে। বোলারদের কাছে কোন প্রকারের সম্ভাবনা নেই ব্যাটসম্যানদের প্রতিরোধ করার। তার প্রকৃষ্ট উদাহরণ হল চলতি আইপিএল (IPL 2024)। চলতি আইপিএলে একের পর এক ম্যাচ দেখা গিয়েছে যেখানে দলগুলি আড়াইশোর গন্ডি অতিক্রম করেছে একাধিক বার।

আইপিএল ইতিহাসের সবথেকে বড় রান চেজ করলো পাঞ্জাব

Jonny Bairstow, Ipl 2024
Jonny Bairstow | Image: Getty Images

ইতিমধ্যে চলতি আইপিএলে (IPL 2024) মোট ৪২ টি খেলার পরিসমাপ্তি ঘটেছে তার মধ্যেই সাতবার ২৫০ রানের গন্ডি অতিক্রম করেছে দলগুলি। গতকাল তো দেখা গেল চমৎকার, কলকাতা ও পাঞ্জাব কিংসের ভিতরে অনুষ্ঠিত হওয়া ম্যাচে টি-টোয়েন্টি ক্রিকেটের সবথেকে ইতিহাসের সফল রান চেজটি দেখা গিয়েছে। গতকাল ম্যাচটিতে টসে জিতে প্রথমে ব্যাটিং করতে আসেন কলকাতা দলের দুই ওপেনার ব্যাটসম্যান সুনীল নারায়ণ (Sunil Narine) ও ফিল সল্ট (Phil Salt)।

Read More: বাদ পড়লেন ডেভিড ওয়ার্নার, মুম্বইয়ের বিরুদ্ধে দিল্লি দলে এন্ট্রি নেবেন আফগান অলরাউন্ডার !!

গতকাল আবার ১৩৮ রানের ওপেনিং পার্টনারশিপ গড়ে ফেলেন দুই ওপেনার। কলকাতার নারায়ণ (৭১), সল্ট (৭৫), ভেঙ্কটেশ আইয়ার (৩৯), রাসেল (২৪), শ্রেয়স (২৮) রান বানিয়ে দলকে ২৬২’রানে পৌঁছে দেন। পাঞ্জাব দলের বোলারদের কথা বলতে গেলে তারা যে ছয় বোলার ব্যবহার করেছে, তাঁদের মধ্যে রাহুল চাহার একমাত্র বোলার যিনি ১০’এর নিচে রান দিয়েছেন। অন্যদিকে কলকাতার সুনীল নারায়ণ ওভার পিছু ৬ রান দিয়েছেন বাঁকি বোলারদের বিরুদ্ধে চড়াও হয়ে ব্যাটিং করেছেন ব্যাটসম্যানরা।

বোলারদের পাশে দাঁড়ালেন অশ্বিন

RAVICHANDRAN ASHWIN
Ravichandran Ashwin | Image : Getty Images

বোলারদের করুণ পরিস্থিতি বুঝতে পেরেই তাঁদের পাশে দাঁড়িয়েছেন অশ্বিন। সমাজ মাধ্যমে অশ্বিন বোলারদের জন্য লিখেছেন, “অনুগ্রহ করে কেউ বোলারদের বাঁচান।” এবং এর আগে তিনি ‘SOS’ শব্দটিও তিনবার ব্যাবহার করেন যার অর্থ হলো ‘সেভ আওয়ার সোলস‘ বা ‘আমাদের জীবন বাঁচান‘।

এরপর ধারাভাষ্যকারের মন্তব্যের উপর ক্ষেপে গিয়ে অশ্বিন লেখেন, “ধারাভাষ্যকার এই মাত্র বললেন ইডেনের বাউন্ডারি নাকি স্বাভাবিক।” বিশেষত গতকাল ম্যাচে আইপিএল ইতিহাসের এক ম্যাচের সর্বাধিক ছক্কা (৪২) হাঁকিয়েছে। যে কারণেই ধারাভাষ্যকারের এই বয়ানের সঙ্গে একদম অমত পোষণ করেন অশ্বিন।

Also Read: IPL 2024: “এর থেকে বড় কলঙ্ক…”, পাঞ্জাবের বিরুদ্ধে লজ্জার হার কেকেআরের, ক্ষুব্ধ হল নেটপাড়া !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *