IPL Final: গতকাল আইপিএলের ফাইনালে মুখোমুখি হওয়ার কথা ছিলো গুজরাত টাইটান্স এবং চেন্নাই সুপার কিংসের। কিন্তু এক বলও খেলা গড়ায় নি। সন্ধ্যে থেকে আকাশ ভেঙে বৃষ্টি নামে। রাত গড়ালেও বৃষ্টি আর থামে নি, যার ফলে বাধ্য হয়েই আম্পায়ার’রা ম্যাচ শুরু করতে পারেন নি। গতকাল রাত এগারোটা নাগাদ ভারতীয় বোর্ডের তরফে জানানো হয় যে ম্যাচ সরছে রিজার্ভ ডে’তে। রবিবারের বদলে সোমবার হবে খেলা। হতাশ হয়ে ঘরে ফিরতে হয় সমর্থকদের। পঞ্চম খেতাব জিতবে চেন্নাই নাকি টানা দ্বিতীয়বার কাপ ঢুকবে গুজরাতের ক্যাবিনেটে? প্রশ্নের উত্তর গতকাল পাওয়া না গেলেও সমর্থকদের উৎসাহে ভাটা পরে নি। অনেককেই দেখা গিয়েছে রেলস্টেশনে রাত কাটাতে। তারপরেও আজ মাঠে ভীড় জমিয়েছেন ক্রিকেটজনতা।
আজ নির্দিষত সময়ই শুরু হয় খেলা। টসে জিতে প্রথমে প্রতিপক্ষ দলকে ব্যাট করতে পাঠান চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। শুভমান গিল এবং ঋদ্ধিমান সাহার জুতি চলতি মরসুমে বারবার দুরন্ত গতিতে শুরু করেছেন গুজরাতের ইনিংস। আজকেও শুরুতেই ঝড় তুললেন দুজনে। দিশাহারা লাগছিলো তুষার দেশপাণ্ডে, দীপক চাহারদের। ৩৯ রানের মাথায় ধোনির দুরন্ত গতির স্টাম্পিং-এ আউট হন শুভমান। তারপর ঋদ্ধিমান সাহার ব্যাট থেকে আসে অর্ধশতক। তিনি করেন ৫৪ রান। আজকের ম্যাচে ব্যাট হাতে জ্বলে ওঠেন সাই সুদর্শন। ৪৭ বলে ৯৬ রানের দুর্ধর্ষ ইনিংস খেলেন তিনি। হার্দিকের অপরাজিত ২১ রান নির্ধারিত ২০ ওভারে গুজরাতকে পৌঁছে দেয় ২১৪ রানে। জবাবে রান তাড়া করতে মাঠেও নেমেছিলো চেন্নাই। কিন্তু ফের বাধা দিলো বৃষ্টিই।
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023
বর্ষণ রুখতে শ্রী রাম’কে স্মরণ আহমেদাবাদে-

২১৪ রানের জবাবে ব্যাট করতে মাঠে নেমেছিলেন দুই চেন্নাই ওপেনার ডেভন কনওয়ে এবং ঋতুরাজ গায়কোয়াড়। প্রথম ওভারে মহম্মদ শামির হাতে বল তুলে দিয়েছিলেন গুজরাত অধিনায়ক হার্দিক পান্ডিয়া। একটি চারও মেরেছিলেন ঋতুরাজ। প্রথম ওভারের তৃতীয় বলের বেশী অবশ্য এগিয়ে নিয়ে যাওয়া গেলো না ম্যাচ। তখনই আরও একবার আকাশ ভেঙে নামলো বৃষ্টি। মাঠ ছাড়েন ক্রিকেটাররা। দ্রুত পিচ ও আউটফিল্ড ঢাকার কাজে লেগে যান মাঠকর্মীরা।
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023
গতকাল ম্যাচ ভেস্তে গিয়েছে বৃষ্টির জন্য। আজ যাতে তা না হয় সেই প্রার্থনাই চলছে এখন স্টেডিয়ামে। গ্যালারিতে কান পাতলে শোনা যাচ্ছে ‘জয় শ্রী রাম’ ধ্বনি। অবিশ্রান্ত বারিধারায় বাঁধ লাগানোর জন্য ভগবান শ্রী রামের কাছেই প্রার্থনা জানাচ্ছেন সমর্থকেরা। এমনকি মাঠের সাউন্ড সিস্টেমে প্রভাস প কৃতি শ্যানন অভিনীত ‘আদিপুরুষ’ সিনেমার গান’ও বাজতে শোনা গিয়েছে। রামায়ণের ওপর আধারিত এই সিনেমায় প্রভাস শ্রী রামের চরিত্রে অভিনয় করেছেন। সিনেমার গানেও রয়েছে ‘জয় শ্রী রাম’ শব্দবন্ধ। বৃষ্টিতে বন্ধ রয়েছে খেলা। খানিক পর থেকে ওভার বাদ যাওয়া শুরু হবে। নিদেনপক্ষে পাঁচ বা এক ওভারের ম্যাচ দিয়ে ফলাফল নির্ণয়ের প্রচেষ্টা থাকবে আজ।
IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023
দেখুন সেই ভিডিও-