IPL 2023: ষষ্ঠ খেতাবের দিকে আরও এক ধাপ এগোলো মুম্বই, ৮১ রানে হেরে ধুয়েমুছে সাফ লক্ষ্ণৌ সুপারজায়ান্টস !! 1

IPL 2023: বড় টিম জ্বলে ওঠে বড় ম্যাচে। খেলার ময়দানে কথাটা বহুল প্রচলিত। গতকাল গুজরাত টাইটান্সের বিরুদ্ধে তা কাজে প্রমাণ করে দেখিয়েছিলো চেন্নাই সুপার কিংস। প্রথম কোয়ালিফায়ার জিতে জায়গা করে নিয়েছিলো ফাইনালে। আর আজ এলিমিনেটর ম্যাচে দাপুটে জয় ছিনিয়ে নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সও বুঝিয়ে দিলো খেতাবের লড়াই থেকে পিছু হটতে রাজী নয় তারা। গত মরসুমটা একদমই ভালো যায় নি রোহিত শর্মার দলের। শেষ করতে হয়েছিলো সবার নীচে। এই বছরও প্রথম দুই ম্যাচে হারতে হয়েছিলো তাদের। মরসুমের মাঝপথেই ছন্দ ফিরে পায় তারা। লীগ পর্বের শেষ দিন চতুর্থ দল হিসেবে প্লে-অফের ছাড়পত্র আদায় করে নেয়। তারপর আর পিছনে ফিরে তাকাতে রাজী নয় মুম্বই। লক্ষ্ণৌ সুপারজায়ান্টসকে আজ হারিয়ে নিজেদের ষষ্ঠ খেতাবের দিকে এক ধাপ এগিয়ে গেলো তারা।

প্লে-অফ পর্বের প্রথম দুই ম্যাচ আয়োজনের দায়িত্ব পেয়েছিলো চেন্নাইয়ের চিপক স্টেডিয়াম। এখানে খেলা যত গড়ায় পিচ তত মন্থর হয়ে পড়ে। পিচে পড়ে বল ব্যাটে আসতে দেরী হয়। ফলে শট খেলা হয়ে ওঠে সমস্যার। সেই কথা মাথায় রেখেই আইপিএলের সফলতম অধিনায়ক রোহিত শর্মা আজ বেছে নিয়েছিলেন প্রথমে ব্যাটিং। দুই ওপেনার রানের মুখ দেখেন নি আজ। ঈশান কিষণ ব্যর্থ, ব্যর্থ রোহিত নিজেও। এরপর ক্যামেরন গ্রিনের সৌজন্যে প্রত্যাবর্তনের পথ খোঁজার চেষ্টায় ছিলো মুম্বই। সাথ দিচ্ছিলেন সূর্যকুমার যাদব। কিন্তু নবীন-উল-হকের একই ওভারে সাজঘরে ফেরেন দুজনেই। তিলক বর্মার ২৬ এবং নেহাল ওয়াধেরার ঝোড়ো ২৩ রানের ইনিংস নির্ধারিত ২০ ওভারে ১৮২ রানে পৌঁছে দেয় মুম্বই ইন্ডিয়ান্সকে। লক্ষ্ণৌর হয়ে দুর্দান্ত বোলিং করেন আফগান পেসার নবীন-উল-হক। নেন ৪ উইকেট।

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad WPL 2023 | Asia Cup 2023

আজ ক্যুইন্টন ডি কক’কে বাইরে রেখে মাঠে নেমেছিলো লক্ষ্ণৌ। প্রেরক মাঁকড় আর কাইল মেয়ার্সের ওপেনিং জুটি ভাঙতে বেশী সময় নেন নি জেসন বেহরেনডফ। এরপর অধিনায়ক ক্রুণাল, আয়ুষ বাদোনি, নিকোলাস পুরান-একের পর এক ফেরেন সাজঘরে। লড়াইয়ের চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন মার্কাস স্টয়নিস। এর আগেও মুম্বইয়ের বিরুদ্ধে লক্ষ্ণৌকে জেতাতে বড় ভূমিকা নিয়েছিলেন তিনি। কিন্তু আজ ‘ডু অর ডাই’ ম্যাচে পারলেন না তিনিও। ২৭ বলে ৪০ রান করে যখন স্টয়নিস ফেরেন, তখনই প্রায় লেখা হয়ে গিয়েছিলো ম্যাচের ভাগ্য। দীপক হুডা এবং কৃষ্ণাপ্পা গৌতমের জোড়া রান-আউট এর পর মুম্বইয়ের জয়ে সিলমোহর লাগিয়ে দেয়। ১৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে লক্ষ্ণৌ সুপারজায়ান্টস গুটিয়ে গেলো ১০১ রানে। গত বছর প্লে-অফে লক্ষ্ণৌর সামনে বাধা হয়ে দাঁড়িয়েছিলো রজত পতিদারের ব্যাট। আজ ৫ উইকেট নিয়ে তাদের খেতাব স্বপ্ন চুরমার করে দিলেন আকাশ মাধওয়াল।

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad WPL 2023 | Asia Cup 2023

বিতর্ক পিছনে ফেলে উজ্জ্বল নবীন-উল-হক-

LSG vs MI | IPL 2023 | image: twitter
Naveen-ul-Haq bowled a fiery spell and picked up five wickets against Mumbai Indians

এখনও অবধি আইপিএলের আঙিনায় সবচেয়ে চর্চিত ক্রিকেটারদের মধ্যে নিঃসন্দেহে জায়গা করে নেবেন নবীন-উল-হক। তবে তা তাঁর মাঠের পারফর্ম্যান্সের জন্য নয়। বরং মাঠের বাইরে বিতর্কে জড়ানোর জন্য। ২৩ বর্ষীয় ক্রিকেটার সরাসরি ভারতীয় মহাতারকা বিরাট কোহলির সাথে বিবাদে জড়িয়েছিলেন লক্ষ্ণৌ সুপারজায়ান্টস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচে। সেই বিবাদের জল গড়ায় অনেকদূর। মাঠ ছাড়িয়ে রেশ ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়াতেও। ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছিলেন নবীন, পালটা দেন কোহলিও। অনুরাগীদের আমের ছবি দেখানোর অছিলায় বেঙ্গালুরু ও কোহলিকে কটাক্ষ করতেও ছাড়েন নি নবীন। সেই ঘটনার পর থেকেই ভারতীয় সমর্থকদের রোষানলে রয়েছেন আফগান পেসার। তবে আজ যে বোলিংটা তিনি করলেন তাতে ক্রিকেট অনুরাগীদের তারিফ তিনি হয়ত কুড়িয়ে নিতে সক্ষম হবেন।

গতর হেরফের ঘটিয়ে মুম্বই অধিনায়ক রোহিত শর্মাকে আউট করলেন তিনি। এক্সট্রা কভারে ক্যাচ তুলে ফিরে যান রোহিত। করেন ১০ বলে ১১ রান। টি-২০ ক্রিকেটে এই মুহূর্তে সেরা ব্যাটার সুর্যকুমার যাদবও শিকার হলেন তাঁর। গত ম্যাচে সানরাইজার্সের বিরুদ্ধে শতরান করে মুম্বইকে শেষ চারের টিকিট এনে দিয়েছিলেন ক্যামেরন গ্রিন। আজও ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন তিনি। নিখুঁত ডেলিভারিতে তাঁর স্টাম্প ভেঙে দেন আফগান প্রতিভা। বেসামাল মুম্বই ঘুরে দাঁড়াতে চেয়েছিল তিলক বর্মার ব্যাটের ভরসায়। তাঁকেও সাজঘরের রাস্তা দেখান নবীন। ৪ ওভারে ৩৮ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। ৩ উইকেট নেন যশ ঠাকুরও। শেষ বলে আউট হওয়ার আগে নেহাল ওয়াধেরার ২ ছক্কা এবং ২ চারে সাজানো ২৩ রানের ইনিংস মুম্বইকে শক্ত ভিতের ওপর দাঁড় করায়।

আহমেদাবাদের অপেক্ষায় মুম্বই ইন্ডিয়ান্স-

LSg vs MI | IPL 2023 | image: twitter
Akash Madhwal’s brilliant fifer earned MI an easy victory over LSG in the IPL 2023 eliminator

লক্ষ্ণৌর দৌড় এবারও থামলো এলিমিনেটরে এসেই। আগের বছর ইডেনে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে হেরেছিলো তারা। এবার চিপকে হারলো মুম্বইয়ের বিরুদ্ধে। তাদের ব্যাটিং দানা বাঁধলো না আজ। ডি ককের পরিবর্তে প্রেরক মাঁকড়কে দিয়ে ওপেনিং করার সিদ্ধান্ত যে ভুল ছিলো তা পরিষ্কার হতে সময় লাগলো মাত্র দুই ওভার। এগিয়ে এসে মারতে গিয়ে আকাশ মাধওয়ালকে উইকেট উপহার দিয়ে এলেন তিনি। ক্রুণাল পান্ডিয়া, আয়ুষ বাদোনি, নিকোলাস পুরান, দীপক হুডা-আজকের ম্যাচে এদের ভূমিকা কেবল আয়ারাম এবং গয়ারামের। আঙুল উঠবে অধিনায়ক ক্রুণালের দিকে। পাওয়ার প্লে’তে অহেতুক নিজে ৩ ওভার বল করা, ফিল্ডিং-এর সময় সতীর্থদের ওপর মেজাজ হারানো, ব্যাটে দায়িত্বজ্ঞানহীনতার অভাব, সবদিকেই আজ অধিনায়ক হিসেবে তাঁর অনভিজ্ঞতা প্রকাশ হয়ে পড়লো। মাত্র ১৬.৩ ওভারে ১০১ রানে থামলো লক্ষ্ণৌর ইনিংস।

আজকে বড় জয় ছিনিয়ে নিয়ে আহমেদাবাদের টিকিট কেটে ফেললো মুম্বই। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দ্বিতীয় কোয়ালিফায়ারে তাদের প্রতিপক্ষ গুজরাত টাইটান্স। আরও একটা ‘মাস্ট উইন’ ম্যাচে নামার আগে রোহিতকে স্বস্তি দেবে তাঁর দলের বোলিং। আকাশ মাধওয়ালের যোগদান অনেকটা বদলে দিয়েছে মুম্বই বোলিং আক্রমণকে। এর আগে একটি ম্যাচে ৪ উইকেট পেয়েছিলেন। আজ মাত্র ৫ রান দিয়ে ৫ উইকেট নিলেন তিনি। এই আইপিএলের এখনও অবধি সেরা বোলিং পরিসংখ্যান এটাই। পাশাপাশি ক্যামেরন গ্রিন, নেহাল ওয়াধেরাদের মত তরুণ তুর্কিদের ফর্মও আশাবাদী করছে মুম্বই শিবিরকে। তবে ফুলের পাশাপাশি রয়েছে কাঁটাও। রোহিতের ব্যাটে রান নেই। ঈশান কিষণের খেলাও সাবলীল নয়। ওপেনিং সমস্যা কাটিয়ে গুজরাতের মহড়া নিতে চাইবে পাঁচ বারের চ্যাম্পিয়নরা। গত ফিফা বিশ্বকাপে ব্রাজিলের ‘মিশন হেক্সা’ সফল হয় নি। আইপিএলে ষষ্ঠ খেতাব জিতে ‘মিশন হেক্সা’ সফল করতে মরিয়া মুম্বই ইন্ডিয়ান্স।

IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *