IPL 2023: দ্বিতীয় কোয়ালিফায়ারে গভীর সঙ্কটে মুম্বই ইন্ডিয়ান্স, চোট পেয়ে মাঠ ছাড়লেন ক্যামেরন গ্রিন !! 1

IPL 2023: আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আজ আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি গুজরাত টাইটান্স এবং মুম্বই ইন্ডিয়ান্স। দুই দলের প্লে-অফ জার্নিটা এখনও অবধি রয়েছে বিপরীত মেরুতে। লীগ শীর্ষে থাকা গুজরাত প্রথম কোয়ালিফায়ারে পরাজিত হয়েছিলো চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। আর এলিমিনেটর ম্যাচে লক্ষ্ণৌকে গুঁড়িয়ে দিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলতে চেন্নাই থেকে আহমেদাবাদের বিমান ধরেছিলো মুম্বই। টুর্নামেন্টের সবচেয়ে ধারাবাহিক দল হওয়া সত্ত্বেও চিপকে মন্থর উইকেটে মহেন্দ্র সিং ধোনিদের বিরুদ্ধে হারটা সম্ভবত মেনে নিতে পারে নি ২০২২-এর চ্যাম্পিয়নরা। নিজেদের দ্বিতীয় খেতাবের লড়াইতে টিকে থাকতে আজ তাই তেড়েফুঁড়ে মাঠে নেমেছে তারা। মুম্বইয়ের বিরুদ্ধে তাদের পারফর্ম্যান্সে আপাতত দেখা গিয়েছে সেই চোয়ালচাপা জেদেরই প্রতিফলন।

টসে জিতে প্রথমে গুজরাতকে ব্যাটিং-এর আমন্ত্রণ জানিয়েছিলেন রোহিত শর্মা। পীয়ূষ চাওলার বলে ঋদ্ধিমান সাহা ফিরলেও শুভমান গিল এবং সাই সুদর্শনের জুটিকে টলানো গেলো না আজ। সানরাইজার্স, রয়্যাল চ্যালেঞ্জার্সের বিরুদ্ধে জোড়া শতরান আগেই করেছিলেন শুভমান। আজ তাঁর ব্যাট থেকে এলো ৫৯ বলে ১২৯ রানের ইনিংস। মারলেন ৭টি চার এবং ১০টি বিশাল ছক্কা। সাই সুদর্শনও করেন ৪৩ রান। শুভমানের শতকের আলোয় উজ্জ্বল গুজরাত ইনিংস ২০ ওভারের শেষে গিয়ে থামে ২৩৩ রানে। বিশাল রানের লক্ষ্য তাড়া করতে নামার আগেই দুঃসংবাদ হানা দিয়েছিলো মুম্বই শিবিরে। চোখে আঘাত পেয়ে মাঠ ছেড়েছিলেন ওপেনার ঈশান কিষণ। ইনিংসের শুরুতে আরও গভীর সঙ্কটে পড়তে দেখা গেলো পাঁচ বারের চ্যাম্পিয়নদের। চোট-আঘাতের তালিকায় নাম লেখালেন ক্যামেরন গ্রিনও।

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad WPL 2023 | Asia Cup 2023

আহত গ্রিন, গুজরাতের বিরুদ্ধে ধুঁকছে মুম্বই ইন্ডিয়ান্স-

GT vs MI | IPL 2023 | image: Twitter
Cameron Green had to leave the field after he was struck by a delivery from Hardik Pandya

নিজের দলের বোলার ক্রিস জর্ডানের কনুই চোখে লাগায় ব্যাট হাতে ওপেন করতে নামতে পারেন নি ঈশান কিষণ। আদৌ খেলতে পারবেন কিনা নিশ্চিত নয় তা। আজ রোহিত শর্মার সাথে ইনিংসের সূচনা করতে দেখা যায় নেহাল ওয়াধেরাকে। তিনি অবশ্য বেশীক্ষণ উইকেটে টিকতে পারেন নি। আগুনে ফর্মে থাকা মহম্মদ শামির বলের লেন্থ বুঝতে না পেরে ক্যাচ দিয়ে বসেন উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহার হাতে। তিন নম্বরে নেমেছিলেন ক্যামেরন গ্রিন। তরুণ অজি অলরাউন্ডারের কাছে অনেক আশা এইবার মুম্বই শিবিরের। সানরাইজার্স ম্যাচে শতরান করেছেন তিনি। ব্যাটিং গড়ও রয়েছে ৫০-এর ওপরে। আজ ২৩৪ রানের লক্ষ্য তাড়া করার ক্ষেত্রেও গ্রিনের ব্যাটের দিকে তাকিয়ে ছিলো দল। কিন্তু দুর্ভাগ্যের শিকার হলেন তিনি।

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad WPL 2023 | Asia Cup 2023

তৃতীয় ওভারে বল করছিলেন হার্দিক পান্ডিয়া। লেগ স্টাম্পের বাইরে সরে গিয়ে অফ সাইডে শট মারার জন্য জায়গা তৈরি করছিলেন গ্রিন। অজি অলরাউন্ডারকে ‘ফলো’ করে হার্দিকের বল। আচমকা লাফিয়ে ওঠা ডেলিভারি সামলাতে পারেন নি গ্রিন। বল গিয়ে সজোরে আছড়ে পড়ে তাঁর কনুইতে। প্রথমে আঘাতকে গুরুত্ব দিতে না চাইলেও পরে তিনি বুঝতে পারেন ব্যাট ধরতে অসুবিধা হচ্ছে তাঁর। সাথে সাথে ছুটে আসেন ফিজিও। তাঁর সাথে আলোচনার পর ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে সাজঘরে ফিরেছেন গ্রিন। প্রথম ইনিংসে সাই সুদর্শন ‘রিটায়ার্ড আউট’ হয়েছিলেন। গ্রিন ‘রিটায়ার্ড হার্ট’ হওয়ায় ফের মাঠে নামার সুযোগ থাকছে তাঁর কাছে। তবে সামনেই রয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। তার আগে সেই ঝুঁকি তিনি নেবেন কিনা তা নিয়ে রয়েছে সংশয়। আপাতত রোহিত শর্মা আউট হওয়ার পর মুম্বইকে ম্যাচে ফেরানোর চেষ্টায় সূর্যকুমার যাদব এবং তিলক বর্মা।

IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023

দেখে নিন ক্যামেরন গ্রিনের চোট লাগার ঘটনাটি-

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *