IPL 2023: গতকালে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিলো গুজরাত টাইটান্স (GT) এবং মুম্বই ইন্ডিয়ান্স (MI)। অ্যাওয়ে ম্যাচে অপরাজিত থাকলেও ২০২২-এর চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স ঘরের মাঠে এবার বিশেষ ভালো পারফর্ম করতে পারছিলো না। গতকালের আগে তিনটি ম্যাচ নিজেদের মাঠে খেলেছিলেন হার্দিক পান্ডিয়ারা। হেরেছিলেন দুটিতে। সেই ছবিতে বদল আনতে জয়ের ব্যাপারে মরিয়া ছিলো গুজরাত টাইটান্স। অন্যদিকে পাঞ্জাবের কাছে হেরে আহমেদাবাদ পৌঁছে ছিলো মুম্বই। টুর্নামেন্টের শেষ চারে যাওয়ার লড়াইতে থাকতে জয় জরুরী ছিলো রোহিত শর্মাদের কাছেও। কিন্তু ম্যাচে ৫৫ রানে হারলো মুম্বই।
প্রথমে ব্যাট করে ২০৭ রান স্কোরবোর্ডে তুলে নেয় গুজরাত টাইটান্স (GT)। পাওয়ার প্লে’র গোড়াতেই ঋদ্ধিমান সাহাকে (Wriddhiman Saha) হারিয়েছিলো তারা। বেশীদূর এগোতে পারেন নি অধিনায়ক হার্দিকও। কিন্তু দলকে কঠিন অবস্থা থেকে টেনে তুলে আনেন শুভমান গিল। ৫৬ রান করেন তিনি। অভিনব মনোহর, ডেভিড মিলার (David Miller), রাহুল তেওয়াটিয়াদের (Rahul Tewatia) ঝোড়ো ব্যাটিং-এর সুবাদে রানের পাহাড় গড়ে গুজরাত। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ফেরেন মুম্বই অধিনায়ক রোহিত (Rohit Sharma)। টাইটান্সদের আফগান স্পিন জুটি রশিদ এবং নূর আহমেদের সামনে আত্মসমর্পণ করেন মুম্বইয়ের ব্যাটিং মহারথীরা। শেষ অবধি ৯ উইকেটে ১৫২ রানে থামে তারা। গতকালের খেলায় ফের একবার স্পটলাইটের তলায় শচীন তেন্ডুলকরের পুত্র অর্জুন (Arjun Tendulkar)। ব্যাটিং বা বোলিং নয়, বরং মাঠের আচরণের জন্য আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনি।
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023
অর্জুনের কার্যকলাপে অখুশি নেটজনতা-

পাঞ্জাব কিংসের বিরুদ্ধে এক ওভারে ৩১ রান খরচ করেছিলেন অর্জুন তেন্ডুলকর (Arjun Tendulkar)। তরুণ বাঁ-হাতি পেসার চলতি আইপিএলে এক ওভারে সবচেয়ে বেশী রান খরচ করার লজ্জার রেকর্ডে ভাগ বসান সেইদিন। তারপর গুজরাত টাইটান্সের বিরুদ্ধে স্নায়ুর চাপ বজায় রেখে বেশ ভালো বোলিং করলেন তিনি। ফের একবার নতুন বল অর্জুনের (Arjun Tendulkar) হাতে তুলে দিয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। ঋদ্ধিমান সাহাকে (Wriddhiman Saha) আউট করে দলকে শুরুতেই সাফল্য এনে দেন অর্জুন। বল ঋদ্ধির গ্লাভস ছুঁয়ে জমা পড়ে ঈশান কিষণের হাতে। ২ ওভার হাত ঘুরিয়ে ৯ রানের বিনিময়ে ১ উইকেট নিয়েছেন অর্জুন। ম্যাচে মুম্বই বোলারদের মধ্যে সবচেয়ে কম ইকোনমি রেট তাঁরই।
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023
ব্যাট হাতেও বাইশ গজে দেখা গিয়েছিলো তাঁকে। একটি ছক্কাও হাঁকান তিনি। মঙ্গলবারের ম্যাচ ঘটনাবহুল ছিলো তাঁর জন্য। হার্দিকের (Hardik Pandya) শটে আঘাত পেয়ে একটা সময় মাঠের বাইরেও যেতে হয়েছিলো অর্জুনকে। তবে ব্যাটিং-বোলিং বা ফিল্ডিং নয়, মাঠে গতকাল এমন এক কাণ্ড ঘটিয়েছেন শচীন পুত্র যা দেখে খুশি হতে পারছে না ক্রিকেটজনতা। খেলার মাঝে তখন ফিল্ডিং করছিলেন তিনি। ক্যামেরার ফ্রেমে ধরা পড়েন শচীন তেন্ডুলকরের পুত্র। দেখা যায় নিজের নাকের ভিতরে আঙুল প্রবেশ করাচ্ছেন তিনি। এরপর সেই হাত সটান মুখে চালান করে দেন অর্জুন (Arjun Tendulkar)। যা দেখে জুনিয়র তেন্ডুলকরকে কটাক্ষ করতে ছাড়েন নি নেটজনতা।
“সভ্যতা বলেও তো একটা বস্তু হয়’ লিখেছেন জনৈক নেটনাগিরিক। ‘কি সব অসুস্থ অভ্যাস’ মন্তব্য আরেকজনের। অর্জুনের বিখ্যাত পিতা শচীনের ছবিকেও মিম বানিয়ে অনেকেই সমাজমাধ্যমের দেওয়াল ভরিয়েছেন। নেটগজগতে কান পাতলে শোনা যাচ্ছে একটাই কথা- এই কাণ্ড ঘটিয়ে সঠিক কাজ করেন নি অর্জুন (Arjun Tendulkar)।
IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023
দেখে নিন ট্যুইট চিত্র-
छी छी यार 😜😜
— Sudarshan Singh Rajput (@sudarshan2023) April 26, 2023
🤮🤮#ArjunTendulkar #SachinTendulkar #MumbaiIndians https://t.co/OPp4cUeTzc
— Pavan Mohan (@PavanMohan12630) April 26, 2023
how to unseen this???😭😭😭
pic.twitter.com/6tCFyEyJjv— •i• (@pachtaogaybro) April 26, 2023
Me akeli kyu dekhu 😭😭🤣🤢🤑@shu_MasoomHai @priyuu678ghtr @__operaoflife @Sweetykiduniya @SavageAkki123 @aastha3210
— Janvi🦋♡ (@Janvi___italiya) April 26, 2023
It will take long time to forget this 😂☝️
— cuzal arora (@AroraCuzal) April 26, 2023
Sachin ye sab dekhne ke bad pic.twitter.com/ea0ntLFnpb
— chiraag🗡 (@chiragkap) April 26, 2023
Kuuu bhayiii kya mzbori thi😭
— Shweta ♡ (@buterrscotchh) April 26, 2023
Bhukh lagi hogi bichre ko 😂
— Krunal Modi (@KrunalM64176034) April 26, 2023
Cocaine
— Sairam Rayudu 🎭 (@SairamRayudu) April 26, 2023