IPL 2023: এই ৩ কারণেই পরপর দুই ম্যাচ হেরে পয়েন্টের খাতা খুলতে ব্যর্থ হলো দিল্লী ক্যাপিটালস !! 1

IPL 2023: আইপিএলের শুরুটা একদমই ভালো হয় নি দিল্লী ক্যাপিটালসের। এমনিতে গাড়ি দুর্ঘটনায় আহত হয়ে ছিটকে গিয়েছেন তাদের অধিনায়ক ঋষভ পন্থ। গোটা মরসুমে তাঁকে পাচ্ছে না দল। তার ওপর প্রতিযোগিতার প্রথম দুই ম্যাচেই জুটেছে হার। প্রথম ম্যাচে লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের বিরুদ্ধে ৫০ রানে হারতে হয়েছিলো আর দ্বিতীয় ম্যাচে ঘরের মাঠ অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লী ধরাশায়ী হলো ৬ উইকেটের ব্যবধানে।

গতকালের ম্যাচে ফের একবার ভিলেন হলো দিল্লীর ব্যাটিং। টসে জিতে প্রথমে ক্যাপিটালস শিবিরকে ব্যাটিং-এর আমন্ত্রণ জানান গুজরাত অধিনায়ক হার্দিক পান্ডিয়া। বাইশ গজে ওয়ার্নার একা খানিক লড়াই করলেও ফের ব্যর্থ হলেন পৃথ্বী শ (Prithvi Shaw), মিচেল মার্শ, রাইলি রুশোরা। শেষলগ্নে অক্ষর প্যাটেলের (Axar Patel) ২১ বলে ৩৪ রানের সৌজন্যে ১৬২ স্কোরবোর্ডে যোগ করে তারা।

IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023

শুরুতে গুজরাতের তিন উইকেট তুলে নিয়ে পালটা চাপ দেওয়ার চেষ্টা করেছিলো দিল্লী। কিন্তু কঠিন পরিস্থিতিতে অটুট থাকলেন তরুণ সাই সুদর্শন (Sai Sudarshan)। ৪৮ বলে ৬২* রানের ইনিংস খেলে দলের জয়ে বড় ভূমিকা রাখলেন তিনি। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে মঙ্গলবার সফল বিজয় শঙ্করও। মরসুমে প্রথমবার মাঠে নেমে ডেভিড মিলারের (David Miller) ব্যাট থেকে এলো ১৬ বলে ৩১* রান। ১১ বল বাকি থাকতেই ম্যাচ পকেটে পুরে নিলো গুজরাত। দিল্লীর ব্যররথতার ময়নাতদন্তে উঠে আসছে বেশ কিছু কারণ, তার মধ্যে প্রধান তিনটি রইলো এই প্রতিবেদনে।

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad WPL 2023 | Asia Cup 2023

মিডল অর্ডার জমাট নয়-

IPL 2023 | DC vs GT | image: Twitter
Delhi’s middle order has failed to contribute in the first two games of the season

দিল্লী ক্যাপিটালসকে মরসুমের প্রথম দুই ম্যাচে ভুগিয়েছে তাদের ব্যাটিং। বিশেষ করে মিডল অর্ডার। এই মরসুমে ওপেনার হিসেবে দিল্লী ব্যবহার করছে ডেভিড ওয়ার্নার এবং পৃথ্বী শ’কে। ভারতীয় তরুণ প্রতিভা পৃথ্বীকে অনুশীলনে দেখে প্রশংসা করেছিলেন হেড কোচ রিকি পন্টিং। কিন্তু মাঠে প্রতিভার স্বাক্ষর রাখতে পারছেন না তিনি। প্রথম ম্যাচে ১২ এবং দ্বিতীয় ম্যাচে করেছেন ৭। ডেভিড ওয়ার্নার (David Warner)  নিজের সেরা সময়টা অবশ্যই পেরিয়ে এসেছেন, কিন্তু এখনও দিল্লী ব্যাটিং-এর অনেকখানিই রয়েছে তাঁর কাঁধে। প্রথম ম্যাচে ৫৬ এবং দ্বিতীয় ম্যাচে ৩৮ করলেন তিনি।

দিল্লীর মিডল অর্ডারের অবস্থা আরও খারাপ। ভারতের বিরুধে একদিনের সিরিজে দুরন্ত ছন্দে ব্যাট করা মিচেল মার্শ (Mitchell Marsh), আইপিএলের আঙিনায় এখনও সফল নন। প্রথম ম্যাচে মার্ক উডের (Mark Wood) বলে বোল্ড হয়েছিলেন। করেছিলেন ০ রান। আর দ্বিতীয় ম্যাচে ৪ করলেন তিনি। মার্শের সাথে সাথে আরেক বিদেশী মিডল অর্ডার ব্যাটার রাইলি রুশোও (Rilee Rossouw) কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। গুজরাতের বিরুদ্ধে ০ করেন তিনি। সরফরাজ খানের (Sarfaraz Khan) ব্যাটিং দেখেও মনে হয় নি বড় মঞ্চের জন্য প্রস্তুত তিনি।

সাত বা আট নম্বরে ব্যাট করতে এসে খানিক রান গতি বাড়ানোর দিকে লক্ষ্য দিচ্ছেন অক্ষর প্যাটেল (Axar Patel)। এই মুহূর্তে ব্যাট হাতে ভালো ফর্মেও রয়েছেন তিনি। তবুও কেনো তিনি এত পরে নামছেন সেই প্রশ্নের উত্তর খুঁজতে ব্যস্ত ক্রিকেটদুনিয়া। ব্যাটিং অর্ডারে গোলমাল এবং মিডল অর্ডারের ব্যর্থতা দিল্লীর টানা দুই হারের অন্যতম কারণ।

দল নির্বাচনের সমস্যা-

Sarfaraz Khan | IPL 2023 | image: Twitter
DC’s team selection has been questionable in last two matches

প্রথম দুই ম্যাচে দিল্লী ক্যাপিটালসের (DC) দল নির্বাচন নিয়েও উঠতে শুরু করেছে প্রশ্ন। প্রথম ম্যাচে দাগ কাটতে ব্যর্থ হওয়ার পরেও মিচেল মার্শকে দ্বিতীয় ম্যাচে কেনো খেলানো হলো সে নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। গত মরসুমে দিল্লীর হয়ে ভালো পারফর্ম করেছিলেন রোভম্যান পাওয়েল (Rovman Powell)। সাম্প্রতিক অতীতে ফর্মেও রয়েছেন তিনি। তাও ক্যারিবিয়ান ক্রিকেটার কেনো বাদের খাতায়, বুঝতে পারছেন না কেউ।

উইকেটরক্ষক নিয়ে দিল্লী (DC) এবার বেশ সমস্যায় রয়েছে। আহত হয়ে বাইরে রয়েছেন ঋষভ পন্থ। (Rishabh Pant) বিকল্প হিসেবে প্রথম ম্যাচে খেলেছিলেন সরফরাজ খান। দস্তানা হাতে তাঁর পারফর্ম্যান্স থিঙ্কট্যাঙ্কের মন ভরাতে না পারায় দ্বিতীয় ম্যাচে সেই দায়িত্ব দেওয়া হয় বাংলার অভিষেক পোড়েলকে (Abhishek Porel)। অভিষেক যদি উইকেটরক্ষক হিসেবে প্রথম পছন্দ হন তাহলে সরফরাজ কেনো প্রথম এগারোতে তা বোধগম্য হয় নি অনেক বিশেষজ্ঞের। যেখানে রিজার্ভ বেঞ্চে মনীশ পাণ্ডের (Manish Pandey) মত অভিজ্ঞ ব্যাটার রয়েছেন। ইমপ্যাক্ট প্লেয়ার ব্যবহার নিয়েও প্রশ্ন উঠেছে। প্রথম ম্যাচে আমন খানকে (Aman Khan) আনা হয়েছিলো ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে। রান পান নি তিনি।

ঋষভ পন্থের না থাকা-

Rishabh Pant | IPL 2023 | image: twitter
Rishabh Pant’s absence is hurting Delhi Capitals in IPL 2023

দিল্লীকে এই মরসুমে সবচেয়ে বেশী সমস্যায় ফেলেছে ঋষভ পন্থের (Rishabh Pant) না থাকা। অধিনায়ক ঋষভ নিজের ধুন্ধুমার ব্যাটিং-এর দৌলতে একার কাঁধে বহ্য ম্যাচ জিতিয়েছেন দিল্লীকে। অরুণ জেটলি স্টেডিয়াম বা পূর্বতন ফিরোজ শাহ কোটলাতেই ক্রিকেত খেলে বড় হয়েছেন তিনি। তাই ‘ঘরের মাঠ’কে চেনেন ভালো করে। হোম ম্যাচে ঋষভের উপস্থিতি নিঃসন্দেহে চাপ কমাতো দিল্লী ডাগ-আউটের।

ব্যাটিং-এর পাশাপাশি ঋষভের উইকেটকিপিং’ও ‘মিস’ করবে দিল্লী। প্রথম দুই ম্যাচে ইতিমধ্যেই দুইজন উইকেট্রক্ষক ব্যবহার করে ফেলেছে তারা। রিজার্ভ বেঞ্চে থাকা ফিল সল্টকেও (Phil Salt) হয়ত মাঠে নামাতে পারেন পন্টিং’রা পরীক্ষানিরীক্ষার অংশ হিসেবে। তবে ব্যাটিং ও কিপিং-এ ঋষভের মত সমান পারদর্শী কাউকে খুঁজে পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। পন্থের মত ‘ইউটিলিটি প্লেয়ার’ না থাকা ব্যাকফুটে ঠেলেছে ক্যাপিটালস শিবিরকে।

Virat Kohli Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *