আইপিএল পয়েন্ট টেবিল ২০২৪ (IPL 2024 Points Table In Bengali)
ক্রিকেটদুনিয়ায় এখন রমরমা ফ্র্যাঞ্চাইজি টি-২০ টুর্নামেন্টের। এই ট্রেন্ডের জনক বলা যেতে পারে ভারতের ইন্ডিয়ান প্রিমিয়ার লীগকে (IPL)। ২০০৮ সালে শুরু হওয়া প্রতিযোগিতাটি এখনও সমানতালে মনোরঞ্জন যুগিয়ে চলেছে দর্শকদের। আইপিএলের (IPL) জনপ্রিয়তা সময়ের সাথে সাথে বৃদ্ধি পেয়েছে উত্তরোত্তর। কমে নি বিন্দুমাত্র। ২০২৪ সালে চলছে আইপিএলের সপ্তদশতম মরসুম। প্রতিবারের মত এইবারও জমজমাট ক্রিকেটীয় যুদ্ধের সাক্ষী থাকছেন দর্শকেরা। একে অপরকে টেক্কা দেওয়ার চেষ্টায় রয়েছে দশ দলই। তার প্রতিফলন চোখে পড়ছে পয়েন্ট টেবিলে। রোজই বদলাচ্ছে পয়েন্ট তালিকার চিত্রটা। সেই প্রতিনিয়ত পরিবর্তনের চিত্র আপনারা দেখতে পাবেন স্পোর্টসউইকি বাংলার ওয়েবসাইটে চোখ রাখলেই।
লীগ পর্বের ৭০টি ম্যাচের পর পাওয়া যাবে চূড়ান্ত পয়েন্ট টেবিল। শীর্ষে থাকা চারটি দল পা রাখবে প্লে-অফে। ১ ও ২ নম্বরে থাকা দল অংশ নিতে চলেছে কোয়ালিফায়ার ম্যাচে। সেখানে যে পক্ষ জিতবে তারা সরাসরি ২৬ মে’র ফাইনালে অংশ নিতে পারবে। ৩ ও ৪ নম্বরে থাকা দুই দল মুখোমুখি হবে এলিমিনেটর ম্যাচে। যে জিতবে তারা প্রথম কোয়ালিফায়ারের বিজিত শিবিরের বিরুদ্ধে নামবে দ্বিতীয় কোয়ালিফায়ারে। স্পোর্টসউইকি বাংলায় আইপিএলের (IPL) পয়েন্ট টেবিল, দলগুলির জয়-পরাজয়ের পরিসংখ্যান, পয়েন্ট, নেট রান-রেটের যাবতীয় হিসেবনিকেশ সব কিছুই পাবেন নাগালের মধ্যে। নিত্যদিন চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে আর দেখে নিন খেতাবের কতখানি কাছাকাছি পৌঁছতে সক্ষম হলো আপনার প্রিয় ফ্র্যাঞ্চাইজি।
দেখে নিন দিল্লী-লক্ষ্ণৌ ৬৪তম ম্যাচের পর IPL-এর পয়েন্ট টেবিল-
দলের নাম | ম্যাচ | জয় | হার | ড্র/ নো রেজাল্ট | পয়েন্ট | নেট রান-রেট |
কলকাতা নাইট রাইডার্স (Q) | ১৩ | ০৯ | ০৩ | ০১ | ১৯ | +১.৪২৮ |
রাজস্থান রয়্যালস (Q) | ১৩ | ০৮ | ০৫ | ০০ | ১৬ | +০.২৭৩ |
চেন্নাই সুপার কিংস | ১৩ | ০৭ | ০৬ | ০০ | ১৪ | +০.৫২৮ |
সানেরাইজার্স হায়দ্রাবাদ | ১২ | ০৭ | ০৬ | ০০ | ১২ | +০.৪০৬ |
দিল্লী ক্যাপিটালস | ১৪ | ০৭ | ০৭ | ০০ | ১৪ | -০.৩৭৭ |
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু | ১৩ | ০৬ | ০৭ | ০০ | ১২ | +০.৩৮৭ |
লক্ষ্ণৌ সুপারজায়ান্টস | ১৩ | ০৬ | ০৭ | ০০ | ১২ | -০.৭৮৭ |
গুজরাত টাইটান্স | ১৩ | ০৫ | ০৭ | ০১ | ১১ | -১.০৬৩ |
পাঞ্জাব কিংস | ১৩ | ০৫ | ০৮ | ০০ | ১০ | -০.৩৪৭ |
মুম্বই ইন্ডিয়ান্স | ১৩ | ০৪ | ০৯ | ০০ | ০৮ | -০.২৭১ |