IPL 2024, LSG vs GT, MATCH 21 PREVIEW: গুজরাটের বিরুদ্ধে IPL’এ প্রথম জয় ছিনিয়ে নিতে মোরিয়া LSG, গিলের কষা এই ছকে বন্দি হবেন রাহুল !! 1

আগামীকাল চলতি আইপিএলের (IPL 2024) দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হতে চলেছে লখনৌ সুপার জায়ান্টস এবং গুজরাট টাইটান্স (LSG vs GT)। চলতি আইপিএলে ৩ ম্যাচে দুই জয় ছিনিয়ে নিয়ে আপাতত পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে রয়েছে লখনৌ এবং পাঞ্জাব কিংসের কাছে পরাজিত হয়ে সপ্তম স্থানে নেমে এসেছে গুজরাট। আইপিএলের দুই নতুন দল প্রথম দুই সিজিনেই প্লে অফের জন্য কোয়ালিফাই করেছিল। গুজরাট দুই আইপিএলের ফাইনালে পৌঁছেছিল যেখানে ২০২২ বর্ষে প্রথম আইপিএল খেতাব জয় করে এবং লখনৌ দল গত দুই বর্ষেই এলিমিনেটরে পরাজিত হয়েছে।

চলতি সিজিনের কথা বলতে গেলে, রাজস্থান রয়্যালসের কাছে প্রথম ম্যাচে পরাস্ত হওয়ার পর লখনৌ দলে আগমন ঘটে জলদি আইপিএল লিগের সব থেকে দ্রুতগামী বোলার মায়াক যাদবের প্রথম ম্যাচ থেকে ১৫০ কিলোমিটার গতিতে বলিং করার রেকর্ড গড়ে ফেললেন ২০ বছর বয়সের এই তরুণ। পাশাপাশি প্রথম ম্যাচে পাঞ্জাব এবং দ্বিতীয় ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে অবিশ্বাস্য বোলিং প্রদর্শন দেখিয়ে জয় সুনিশ্চিত করেছে লখনৌ সুপার জায়ান্টস। তাছাড়া RCB’র বিরুদ্ধে ভালো ফর্ম দেখিয়েছেন উইকেট রক্ষক ব্যাটসম্যান কুইন্টন ডি কক। এই পরিস্থিতিতে গুজরাটের বিরুদ্ধে একটি হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাবে কারণ গুজরাট শিবিরে ক্যাপ্টেন শুভমান গিল (Shubman Gill) গত ম্যাচে ফর্ম দেখিয়েছেন। দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষায় থাকবে ক্রিকেট প্রেমীরা।

আরও পড়ুন | মুম্বই দলের হাল ফেরাতে এন্ট্রি নিলেন ‘সূর্য’, করবেন হিসেব বরাবর !!

LSG vs GT, IPL 2024, MATCH 21, PITCH REPORT

Ekana stadium, ipl 2024
Ekana Stadium | Image: Twitter

আগামীকাল দ্বিতীয় বার ঘরের মাটিতে খেলতে চলেছে লখনৌ। এর আগে পাঞ্জাব কিংস এর বিরুদ্ধে একটি ম্যাচে মুখোমুখি হয়েছিল লখনৌ। তাদের ঘরের মাটিতেই প্রথম ম্যাচে প্রথম ইনিংসে ২০০’র কাছাকাছি রান বানিয়ে ছিল লখনৌ। সেই রান তাড়া করতে ব্যর্থ হয়েছিল পাঞ্জাব। গতবার কালো মাটির উইকেটে সাতটি ম্যাচ খেলেছিল লখনৌ, তবে এবার উইকেটে বেশ বাউন্স দেখা যাচ্ছে। যে কারণে ব্যাটসম্যানদের থেকেও বড় রান দেখা গিয়েছে। চলতি আইপিএলে প্রতিটি ম্যাচেই রানের বন্যা দেখা দিয়েছে, ঠিক তেমনি আগামীকালের মেগা ম্যাচে ব্যাটসম্যানদের ব্যাট থেকে রানের বন্যা দেখতে পাওয়ার আশা করা যাচ্ছে। তবে পিচে স্পিন ও পেসারদের জন্য স্লো বোলিং বেশ কার্যকর হয়ে উঠবে।

LSG vs GT, IPL 2024, MATCH 21, WEATHER UPDATE

IPL 2024, LSG vs GT, MATCH 21 PREVIEW: গুজরাটের বিরুদ্ধে IPL’এ প্রথম জয় ছিনিয়ে নিতে মোরিয়া LSG, গিলের কষা এই ছকে বন্দি হবেন রাহুল !! 2

আগামীকাল একানা স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হতে চলেছে গুজরাট এবং লখনৌ। আর আবহাওয়ার দিকে তাকালে এটা স্পষ্ট যে সকাল থেকে বেশ গরম থাকবে, প্রায় ৩৭° তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে সকালে। কিন্তু খেলার সময় সেটি ২২ ডিগ্রি তাপমাত্রাতে নেমে আসবে। আগামীকাল বৃষ্টি হওয়ার কোন সম্ভাবনা নেই তবে ২২ শতাংশ আপেক্ষিক আদ্রতা থাকবে এবং ১৬ কিমি প্রতি ঘন্টা বেগে বাতাস বইবে। এক কথায় কালকের ম্যাচ টি খেলোয়াড়দের পাশাপাশি দর্শকদের জন্যও বেশ আরামদায়ক হয়ে উঠবে। আগামী ম্যাচে টস জয়ী অধিনায়ক প্রথমে ফিল্ডিং করা সিদ্ধান্ত নিতে পারেন।

LSG vs GT, IPL 2024, MATCH 21, HEAD TO HEAD

Lsg vs gt, ipl 2024
LSG vs GT | Image: Getty Images

গত দুই সিজনে দুই দলই নতুন এবং একই গ্রুপে থাকার কারণে ছুটি দল মোট চারবার মুখোমুখি হয়েছে।এই চার বারেই জয় সুনিশ্চিত করেছে গুজরাট। তবে আসন্ন ম্যাচে ফাইট ব্যাক করতে পারে লখনৌ।

LSG vs GT, IPL 2024, MATCH 21, দুই দলের সম্ভাব্য একাদশ

লখনৌ সুপার জায়ান্টস

কেএল রাহুল (C/WK), কুইন্টন ডি কক, দেবদত্ত পাডিকল, নিকোলাস পুরান, মার্কাস স্টোইনিস, আয়ুশ বাদোনি/দীপক হুডা, ক্রুনাল পান্ড্য, রবি বিষ্ণোই, যশ ঠাকুর, নবীন-উল-হক, মায়াঙ্ক যাদব। ইমপ্যাক্ট সাব: মণিমারন সিদ্ধার্থ

গুজরাট টাইটান্স

শুভমান গিল (C), ঋদ্ধিমান সাহা (WK), কেন উইলিয়ামসন, সাই সুধারসন, অভিনব মনোহর, রাহুল তেওয়াতিয়া, আজমতুল্লাহ ওমরজাই, রশিদ খান, নুর আহমেদ, উমেশ যাদব, মোহিত শর্মা। ইমপ্যাক্ট সাব – দর্শন নালকান্দে

আরও পড়ুন | বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভঙ্গ হচ্ছে টিম ইন্ডিয়ার, চোট সারিয়ে দলে ফিরছেন এই তারকা পেসার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *