মুম্বই দলের হাল ফেরাতে এন্ট্রি নিলেন 'সূর্য', করবেন হিসেব বরাবর !! 1

সম্পূর্ণ হয়েছে আইপিএলের (IPL 2024) ১৮ টি ম্যাচ চেন্নাই কে ৬ উইকেটে পরাস্ত করেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। আজকের এই জয়ের পরে পয়েন্ট তালিকায় বেশ পরিবর্তন দেখা গেল। পাঞ্জাবকে টপকে পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে উঠে আসলো সানরাইজার্স, তবে পয়েন্ট তালিকায় কোন পরিবর্তন হয়নি পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের (MI)। এখনো পর্যন্ত চলতি আইপিএলে তিনটি ম্যাচ খেলেছে মুম্বাই। তবে তিন ম্যাচেই জিততে ব্যর্থ হয়েছে হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) এই দল। মুম্বাইকে পাঁচবারের চ্যাম্পিয়ন বানানো রোহিত শর্মার (Rohit Sharma) পরিবর্তে হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন করার সিদ্ধান্ত একেবারেই বিফলে গিয়েছে। প্রথম তিন ম্যাচে পরাজয়ের পর পান্ডিয়াদের পরবর্তী টার্গেট হতে চলেছে দিল্লি ক্যাপিটালস (DC)। আর দিল্লির বিরুদ্ধেই দলে এন্ট্রি নিতে চলেছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)।

আরও পড়ুন | IPL 2024: টুর্নামেন্টের মাঝেই বড় ধাক্কা খেল দিল্লি দল, চোট পেয়ে ছিটকে গেলেন কুলদীপ যাদব !!

মুম্বই শিবিরে যোগ দিলেন সূর্যকুমার যাদব

Suryakumar yadav, ipl 2024
Suryakumar Yadav | Image: Getty Images

চলতি আইপিএলে মুম্বাই দলের পারফরমেন্স একেবারেই নিম্নমানের। প্রথম ম্যাচে গুজরাটের বিরুদ্ধে জিতে যাওয়া ম্যাচটিকে হারে রূপান্তরিত করে মুম্বাই দলের ব্যাটসম্যানরা। দ্বিতীয় ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে লজ্জাজনক রেকর্ডে নাম লেখালো মুম্বাই ইন্ডিয়ান্স। হায়দ্রাবাদ দল মুম্বাইয়ের বিরুদ্ধে আইপিএলের সর্বাধিক স্কোর (২৭৭) জুড়ে দিয়েছিল। এরপর ঘরের মাঠেই রাজস্থান রয়্যালস এর কাছে পরাজিত হতে হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্সকে। এই পরাজয়ের পরে একটানা তিনটি ম্যাচেই হারতে হয়েছে দলকে। তবে মুম্বাই ভক্তদের জন্য সুখবর যে দলে ফিরে এসেছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)।

দিল্লির বিরুদ্ধে MI দলে এন্ট্রি নেবেন স্কাই

Suryakumar yadav, ipl 2024
Suryakumar Yadav | Image: Getty Images

প্রথম তিন ম্যাচে চোটের কারণে খেলতে পারেন নি স্কাই তবে ব্যাঙ্গালোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমী থেকে খেলার ছাড়পত্র পেয়ে গিয়েছেন তিনি দিল্লি ক্যাপিটালস এর বিরুদ্ধে মুম্বাই দলে এন্ট্রি নিতে চলেছেন সূর্য কুমার তাকে ছাড়া মুম্বাই দলের মিডিল অর্ডার ব্যাটসম্যান রা তুলনামূলকভাবে ব্যর্থ হয়েছেন। সূর্য দলে ফিরে আসতে মুম্বাই ম্যানেজমেন্টের চিন্তা অনেকটাই কমে গেল। গত মরশুমে ১৬ টি ম্যাচ খেলেছিলেন সূর্যকুমার এবং ৪৩.২১ গড়ে ও ১৮১ বেশি স্ট্রাইক রেটে ৬০৫ রান বানিয়েছিলেন তিনি। শচীন তেন্ডুলকারের (Sachin Tendulkar) পর দ্বিতীয় কোন মুম্বাই ইন্ডিয়ান্সের প্লেয়ার হিসেবে আইপিএল ইতিহাসের এক সিজনে ৬০০’র অধিক রান বানান তিনি। চলতি আইপিএলে মুম্বাই ভক্তরা তার উপরেই আস্থা রাখতে চলেছে।

আরও পড়ুন | IPL 2024: “আমার ভুল হয়েছে…”, পাঞ্জাবের হিরো শশাঙ্ককে নিয়ে বড় খোলসা করলেন মালকিন প্রীতি জিন্টা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *