বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভঙ্গ হচ্ছে টিম ইন্ডিয়ার, চোট সারিয়ে দলে ফিরছেন এই তারকা পেসার !! 1

বেশ জমে উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৭তম মরশুম (IPL 2024)। আর কয়েক মাস পরেই ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকা যুক্তরাষ্ট্র জুড়ে অনুষ্ঠিত হতে চলেছে T20 বিশ্বকাপ (T20 World Cup 2024)। অপাতত এই বিশ্বকাপের জন্য খুব শীঘ্রই দল ঘোষণা করা হবে। বিশ্বকাপে টিম ইন্ডিয়ার হয়ে অধিনায়কত্ব করতে দেখা যাবে রোহিত শর্মাকে (Rohit Sharma)। আর রোহিতদের জন্য চাপের হতে চলেছে বিশ্বকাপ জয়, কারণ ইংল্যান্ডের তারকা পেসার চোট সারিয়ে ফিরছেন বিশ্বকাপ T20 তে।

আরও পড়ুন | মুম্বই দলের হাল ফেরাতে এন্ট্রি নিলেন ‘সূর্য’, করবেন হিসেব বরাবর !!

আবার স্বপ্ন ভঙ্গ হবে টিম ইন্ডিয়ার

Team India, t20 world cup 2024
Team India | Image: Getty Images

ইংল্যান্ড দলের প্রমুখ পেসার জোফ্রা আর্চার (Jofra Archer) ফিরতে চলেছেন ক্রিকেটে। কনুইয়ের সমস্যার কারণে গত বছরের মে থেকে ক্রিকেট থেকে দূরেই রয়েছেন তিনি। কনুইয়ের চোট সারিয়ে ক্লাব ক্রিকেটে অংশ নিতে বার্বাডোসে তার জন্মস্থানে ফিরে এসেছেন। গত দুই মরসুমে মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে ছিলেন আর্চার। তাকে ৮ কোটি টাকার মূল্যে মুম্বই ম্যানেজমেন্ট স্কোয়াডে শামিল করে তবে চোটের কারণে প্রথম সিজিনে খেলতে পারেননি তিনি এবং গত আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে পাঁচটি ম্যাচ ও ইংল্যান্ডের হয়ে মাত্র ৭টি ম্যাচ খেলেছেন। তবে কোনো জায়গাতেই নজর কাড়তে পারেননি তিনি। আর এই সিজিনে তাকে আর রিটেন করেনি MI। তবে আইপিএল না খেললেও এবার T20 বিশ্বকাপ দলে ফিরবেন আর্চার।

পাকিস্তান সিরিজে দলে ফিরবেন আর্চার

Jofra Archer, t20 world cup 2024
Jofra Archer | Image: Getty Images

কনুইয়ের চোটের কারণে ২০২৩-এর মার্চের পর থেকে ক্রিকেট খেলতে দেখা যায়নি আর্চারকে। তাকে সাদা বলের ফরম্যাটে ফেরানোর জন্য উঠেপড়ে লেগেছে ECB। ওইংল্যান্ড বোর্ডের ম্যানেজিং ডিরেক্টর রব বলেছেন, “ভারতে গিয়ে সাসেক্সের প্রাক-মরসুম প্রস্তুতি নিয়েছেন জফ্রা। বর্তমানে তিনি ভালো বোলিং করছেন। তিনি এখন ক্যারিবিয়ানে গিয়েছেন, সেখানে ক্লাব ক্রিকেট খেলবেন এবং আসন্ন T20 বিশ্বকাপের জন্য প্রস্তুতি নেবে। মে মাসে পাকিস্তান সিরিজে আর্চারকে আবার পাওয়া যাবে। তবে তাড়াহুড়ো করার কিছুই নেই, ধীরে ধীরে ওকে ক্রিকেটে ফেরানোর চেষ্টা করা হচ্ছে।” আর্চার T20’র অন্যতম সেরা বোলার, ইংল্যান্ডের হয়ে ১৫ T20 ম্যাচে নিয়েছেন ১৮টি উইকেট এবং ৪০ আইপিএলে ৪৮ উইকেট নিয়েছেন।

আরও পড়ুন | IPL 2024: “আমার ভুল হয়েছে…”, পাঞ্জাবের হিরো শশাঙ্ককে নিয়ে বড় খোলসা করলেন মালকিন প্রীতি জিন্টা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *