IPL 2023: "একজনের পক্ষেই এমন সম্ভব..." মার্ক উডকে জোড়া ছক্কা হাঁকিয়ে নেটপাড়া মাতালেন MS ধোনি !! 1

IPL 2023: আজ ‘সুপার’ লড়াইয়ের সাক্ষী চেন্নাইয়ের চিপক স্টেডিয়াম। ঘরের মাঠে লক্ষ্ণৌর সুপারজায়ান্টদের মুখোমুখি হয়েছে চেন্নাই সুপার কিংস। প্রথম ম্যাচে গুজরাতের বিরুদ্ধে হারের পর আজ সর্বস্ব দিয়ে জয়ের জন্য ঝাঁপিয়েছে চেন্নাই। টসে জিতে  বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন লক্ষ্ণৌ অধিনায়ক কে এল রাহুল। প্রথমে ব্যাটিং করে স্কোরবোর্ডে বড় রান তোলার চ্যালেঞ্জ ছিলো সিএসকে’র সামনে। ঋতুরাজ গায়কোয়াড়, ডেভন কনওয়েদের সৌজন্যে সেই চ্যালেঞ্জে সসন্মানে উতরে গেলো চার বারের খেতাবজয়ীরা।

গত ম্যাচে ৫০ বলে ৯২ রান করেছিলেন ঋতুরাজ। আজও অব্যাহত থাকলো তাঁর ব্যাটিং বিক্রম। অনবদ্য অর্ধশতরান করলেন তিনি। ৩১ বলে ৫৭ রান করে সাজঘরে ফেরেন তিনি। ঋতুরাজের ওপেনিং পার্টনার ডেভন কনওয়ের ব্যাটেও রানের ঝলক দেখা গেলো আজ। তিনিও করেন ৪৭ রান। মিডল অর্ডারে গুরুত্বপূর্ণ যোগদান রাখলেন অম্বাতি রায়ডু এবং শিভম দুবে। রায়ডু ১৪ বলে ২৭ এবং দুবে ১৬ বলে ২৭ করেন। চেন্নাইয়ের ইনিংসের শেষলগ্নে ‘ভিন্টেজ’ ধোনিকেও দেখলেন দর্শকেরা। ৪১ বছরেও তাঁর ব্যাটিং নিয়ে হইচই হলো সোশ্যাল মিডিয়ায়।

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad WPL 2023 | Asia Cup 2023

ক্লাস চিরকালীন… আবার বোঝালেন ধোনি-

MS Dhoni | IPL 2023 | image: twitter
MS Dhoni rolled back the clock and hit consecutive sixes against LSG

শোনা যাচ্ছে এই বছরই নাকি ক্রিকেটকে বিদায় জানাবেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। প্রিয় থালাকে দেখতে গ্যালারি উপচে পড়েছে চিপকে। প্রাক্তন ভারত অধিনায়কের প্রতি পদক্ষেপকে হর্ষধ্বনিতে কুর্ণিশ জানাচ্ছেন ক্রিকেটপ্রেমী জনতা। গ্যালারির ধোনিম্যানিয়া কয়েকগুণ বাড়িয়ে দিলেন ‘মাহি’ নিজে। গত ম্যাচে গুজরাতের বিরুদ্ধে ২০০ স্ট্রাইক রেটে ৭ বলে ১৪* করেছিলেন তিনি। আজও ছোটোখাটো একটা ঝড় তুললেন তিনি। গত ম্যাচে ৫ উইকেট নেওয়া মার্ক উডকে (Mark Wood) প্রথম বলেই পয়েন্টের ওপর দিয়ে উড়িয়ে দেন বাউন্ডারির বাইরে। দ্বিতীয় বলটি শর্ট করেন উড। সেটিকেও দুরন্ত পুল শটে আকাশের ঠিকানায় পাঠিয়ে দেন ধোনি। তৃতীয় বলে আউট হলেও চেন্নাই অধিনায়কের ৩ বলে ১২ রানের ইনিংসটি নিয়ে মাতোয়ারা সমাজমাধ্যম। “যেন টাইম মেশিনে চেপে বছর দশেক পিছিয়ে গেলাম” বলছেন উদ্বেলিত নেটিজেনরা।

IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023

দেখে নিন ট্যুইটার চিত্র-

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *